বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয়ে শুরু বায়ার্নের

ক্রীড়া ডেস্ক
  ১৯ মে ২০২০, ০০:০০

মাঠে ফিরল বায়ার্ন মিউনিখ। মাঝখানে লম্বা বিরতি থাকলেও চেনা রূপেই দেখা গেল রবার্তো লেভানডোভস্কিকে। এই পোলিশ স্ট্রাইকারের পাশাপাশি জালের ঠিকানা খুঁজে নিলেন বেঞ্জামিন পাভার্দ। আর তাতে জয় দিয়েই ফেরার ক্ষণটা রাঙাল বাভারিয়ানরা। রোববার রাতে ইউনিয়ন বার্লিনকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে জার্মান বুন্দেসলিগার টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন। এতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে তারা। রাতের আরেক ম্যাচে এফসি ক্লোন ২-২ গোলে ড্র করেছে মেইঞ্জের সঙ্গে। এছাড়া আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বরুসিয়া মগস্নাডবাগ।

যেন কোনো বিরতিই ছিল না। হুট করে যেখানে শেষ করতে হয়েছিল সেখান থেকেই যেন শুরু করলেন রবার্তো লেভানডোভস্কি। তার সঙ্গে জালের দেখা পেলেন বেঞ্জামিন পাভার্দ। ফুটবলের মতো একটা সপ্রাণ দলীয় খেলায় এত বিধিনিষেধের বেড়াজাল কি মনে থাকে? জোসুয়া কিমিচের কর্নার কিক থেকে ৮০ মিনিটে দারুণ এক ফ্লিকে গোল করে বায়ার্ন মিউনিখকে ২-০ এগিয়ে দিলেন বেঞ্জামিন পাভার্দ। গোলটির উদযাপন বেশ ভালোই হলো। সতীর্থ ডেভিড আলাবার মাথা টেনে নিলেন বুকের কাছে। এটা দেখে থিয়াগোসহ কাছে থাকা অন্য সতীর্থদের চক্ষু চড়কগাছ। হায়, হায়, এটা কী? করোনাভাইরাসকে ভুলে যাওয়া নয় তো!

বুন্দেসলিগায় রোববার রাতে বায়ার্ন মিউনিখ ও ইউনিয়ন বার্লিনের ম্যাচের ঘটনা বলতে ওই একটাই। তাছাড়া করোনায় থেমে থাকা জার্মানির বুন্দেসলিগা আবার শুরুর দ্বিতীয় দিনে অদ্ভুত রকমের ফুটবলই দেখল পৃথিবী। শূন্য গ্যালারি। মাঠের ২২ জন খেলোয়াড় ও রেফারি ছাড়া আর সবার মুখেই মাস্ক। ডাগআউটে কোচ ও অতিরিক্ত খেলোয়াড়রা সামাজিক দূরত্ব বজায় রেখে বসে আছেন দূরে দূরে। খেলায় যতটা পারা যায় ছোঁয়াছুঁয়ি এড়িয়ে চলার প্রবণতা ফুটবলারদের মধ্যে। বদল হয়ে মাঠ ছেড়ে যাওয়ার মুহূর্তেই খেলোয়াড়ের মুখে মাস্ক লাগানো সারা।

করোনারোধী যান্ত্রিক ফুটবল। আর এরকম ফুটবলে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ওই ২-০ গোলেই হারাল ইউনিয়ন বার্লিনকে। পেনাল্টি থেকে ৪০ মিনিটে বায়ার্নকে প্রথমে এগিয়ে দেন লেভানডোভস্কি। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে ৩৪তম ম্যাচে ৪০তম গোল এটি পোলিশ স্ট্রাইকারের। আর ইউনিয়নের মাঠে এই জয় আবার চার পয়েন্টের ব্যবধানে শীর্ষে তুলে দিল টানা অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে ছুটে চলা বায়ার্নকে। আর আটটি করে ম্যাচ বাকি। ২৬ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৫৮, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের ৫৪। আগের দিন শালকেকে ৪-০ গোলে হারানো বরুসিয়া ডর্টমুন্ড ৪ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে। রাতের অপর ম্যাচে এফসি ক্লোন ২-২ গোলে ড্র করে মেইঞ্জের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে। এদিকে লিগের আরেক ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে ৩-১ গোলে জেতা বরুসিয়া মগস্নাডবাগ ৫২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100018 and publish = 1 order by id desc limit 3' at line 1