বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২৪ জুন ২০২০, ০০:০০

বিসিবি কর্মীদের সহায়তা দিলেন ভেট্টোরি

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে জেন্টলম্যানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। ক্রিকেট ছাড়ার পরও নিজের ভদ্রতা ও মানবতার দৃষ্টান্ত দেখিয়ে চলেছেন তিনি। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক কিউই অলরাউন্ডার। করোনার দুঃসময়ে বিসিবির নিম্ন আয়ের কর্মচারীদের সাহায্যে নিজের বেতন থেকে ৫ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। এর আগে গত মাসে ভেট্টোরি জানিয়েছিলেন তিনি তার বেতনের কিছু অংশ বিসিবির নিম্ন আয়ের কর্মচারীদের দান করবেন। এরই মধ্যে তার প্রদানকৃত অর্থ বিসিবির ১৩৫ জন নিম্ন আয়ের কর্মচারীদের জন্য ব্যয় করা হয়েছে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন পরামর্শক হিসেবে যোগ দেন ড্যানিয়েল ভেট্টোরি। চলতি বছরের নভেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে। টাইগারদের কোচিং স্টাফদের মাঝে সবচেয়ে দামি কোচ ভেট্টোরি। কর কেটে দৈনিক প্রায় আড়াই হাজার ডলার পারিশ্রমিক পান এই অলরাউন্ডার।

বিসিবির নিম্ন আয়ের কর্মচারী ছাড়াও আরও ২৬৫ জন কর্মচারীকে ক্রিকেটারদের তহবিল থেকে ৯ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব মিলিয়ে মোট ৪০০ কর্মচারী আর্থিক সহায়তা পেয়েছেন।

ডেভিড ওয়ার্নারের

হুঁশিয়ারি

ক্রীড়া ডেস্ক

উসকে দেওয়া হলে বেরিয়ে আসে বিরাট কোহলির আসল রূপ। ব্যাট হাতে তিনি হয়ে ওঠেন অদম্য। আর তাই ভারতীয় অধিনায়ককে সেস্নজিং করার ঝুঁকি নিতে রাজি নন ডেভিড ওয়ার্নার। বিদ্রম্নপ ব্যবহার করে অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি ব্যাটসম্যান বলেছেন, ভালস্নুককে খোঁচালে উল্টো তাদের নিজেদের বিপদই বাড়বে।

চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। করোনাভাইরাসের আঘাত সামলে ক্রিকেট মাঠে ফেরার পথে থাকায় চার ম্যাচের টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ঘরের মাঠে গেল বছর ভারতের কাছে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া। তারা সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।

তার ওপর বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞা পেয়ে স্টিভেন স্মিথ ও ওয়ার্নার না থাকায়, ওই সিরিজে দিশেহারা ছিল অজিরা। ওয়ার্নার জানিয়েছেন, তিনিও ভারতের মুখোমুখি হতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। তবে কোহলিকে তাতিয়ে দেওয়া থেকে দূরে থাকবেন তিনি। সম্প্রতি ইন্ডিয়া টুডে টেলিভিশনের কাছে নিজের উদাহরণ টেনে ওয়ার্নার বলেছেন, 'আমি দর্শকদের আচরণকে আমার কাজে লাগাই। মাঠে কেউ যখন আমাকে রাগিয়ে দেওয়ার জন্য কিছু বলে, সেটাকে আমি আমার মতো করে কাজে লাগাই।... বিরাট কোহলিও অনেকটা আমার মতো। আপনি তাকে অল্প হলেও যদি রাগিয়ে দেন, তাহলে ব্যাট হাতে তিনি পাল্টা জবাব দেন এবং দারুণ খেলেন। এটা আমরা বারবার দেখতে পেয়েছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<103502 and publish = 1 order by id desc limit 3' at line 1