মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিতৃত্ব উপভোগ করছেন তারা

ক্রীড়া ডেস্ক
  ০২ জুলাই ২০২০, ০০:০০
দুই কন্যাকে নিয়ে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

করোনাকালের এই সময়টাতে গৃহবন্দি হয়েই আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্যারিয়ারজুড়ে পরিবারকে যা দিতে পারেননি, সেই সময়টাই তারা দিচ্ছেন গত চার মাস ধরে। করোনাকালে বাবা হয়েছেন বেশ কয়েকজন। আর সেই সুবাদে সন্তানদের সঙ্গে তাদের ঘরবন্দি সময়টা কাটছে দারুণ উপভোগের মন্ত্রে।

গত ২৪ এপ্রিল সাকিব আল হাসান ও উম্মে শিশির আহমেদের ঘর আলো করে আসে তাদের দ্বিতীয় কন্যাসন্তান। তারকা দম্পতি মেয়ের নাম রেখেছেন ইরাম হাসান। যুক্তরাষ্ট্রে দুই সন্তানকে নিয়ে এখন দারুণ সময় কাটছে সাকিবের। দুই মেয়ের ছবিতে ফেসবুক, ইন্সটাগ্রাম ভরিয়ে তুলছেন দিনের পর দিন। দুই মেয়ের বাবা হয়ে নিজেকে দারুণ ভাগ্যবান বলেই মনে করছেন বাংলাদেশর সেরা এই বাঁহাতি অলরাউন্ডার।

তার মতো গত ২৯ মে পুত্রসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও। ছেলেন নাম রেখেছেন মোহাম্মদ তাওয়াফ আদ্রি। কন্যার জন্মের সময় আশরাফুলের বাবা ছিলেন হাসাপাতালে। তাই মেয়ের সঙ্গে শুরুর সময়টা কাটাতে পারেনি। তবে ঘরবন্দি সময়টা হাতছাড়া করছেন না আশরাফুল। ৩১ দিন বয়সি আশরাফুলের কন্যা আরিবার সঙ্গে দারুণ সময় কাটছে তার। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'গত সোমবার এক মাস হলো ছেলের। আমার প্রথম বাচ্চার সময় প্রথম ১৫ দিন আব্বাকে নিয়ে হাসপাতালেই ছিলাম। তাই ওই সময়টাতে প্রথম বাচ্চাকে সেভাবে সময় দিতে পারিনি। কিন্তু এবার অন্যরকম সময় কাটছে। প্রত্যেকটা মুহূর্ত অতুলনীয়। প্রতিদিন সকাল বেলা ওকে নিয়ে রোদে বসি। দেড় দুই ঘণ্টার মতো ছেলেটাকে নিয়ে সময় কাটাই। আরিবাকে যেটা দিতে পারিনি, সেটা আদ্রি পাচ্ছে। সবমিলিয়ে করোনাকালটা ভালোই যাচ্ছে ওদের দুইজনের সঙ্গে।'

এদিকে গত ১৫ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে কন্যাসন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মেয়ের নাম রেখেছেন- আলীশা মেহরিশ। মিঠুনের পুত্র আরহাম ফারিক আরশ, তিন বছর দশ মাস বয়সি। মিঠুনের অবশ্য কন্যার চেয়ে পুত্রকে নিয়েই সময় বেশি কাটছে, 'ছেলেটাকে নিয়েই বেশি সময় কাটে। মেয়ে এত ছোট, ওর মার কাছেই বেশি থাকছে। ছেলেটা দুষ্টুমি করে, ওকে সামলানো আমার দায়িত্ব (হাসি)। আমি মনে করি এটা আমার বড় পাওয়া। এই সুযোগটা কাজে লাগিয়ে প্রতিটা সেকেন্ড উপভোগ করার চেষ্টা করছি।'

জাতীয় দলের 'আনসাং হিরো' খ্যাত মাহমুদউলস্নাহ রিয়াদও বাবা হয়েছেন গত ৬ এপ্রিল। হয়েছেন দ্বিতীয় সন্তানের জনক। দুই পুত্রসন্তানকে নিয়েই এই সময়টা ভালোই কাটছে মাহমুদউলস্নাহর। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে এমনিতে পরিবারকে সময় দিতে খুব একটা পারেন না। কিন্তু এখন পরিবার ও তিন মাস বয়সি দ্বিতীয় পুত্র সন্তানকেই পুরো সময়টা দিচ্ছেন, যা মাহমুদউলস্নাহর বড় ছেলে পায়নি!

এছাড়া বাবা হওয়ার তালিকায় রয়েছেন ক্রিকেটার ওপেনার এনামুল হক বিজয়ও। গত ১০ মে প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পেয়েছেন। এনামুল ও তার স্ত্রী ফারিয়া ইরার ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। এনামুল তার রাজকন্যাকে নিয়ে উপভোগ্য সময়টা দারুণভাবে পার করছেন। সংবাদমাধ্যকে তিনি বলেছেন, 'খুবই ভালো সময় কাটছে। আমার রাজকন্যা খুব শান্ত, একদম কান্নাকাটি করে না। ওর সঙ্গে ঘুমানো, ওর সঙ্গে থাকা-দারুণ এক অভিজ্ঞতা। একটু একটু করে বুঝতে পারছি, পিতা হওয়ার অনুভূতিটা কেমন। পিতৃত্ব আমাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি ফিরিয়ে দিয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104506 and publish = 1 order by id desc limit 3' at line 1