বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনুশীলনে ফেরাতে প্রস্তুত আট ভেন্যু

ক্রীড়া প্রতিবেদক
  ০৪ জুলাই ২০২০, ০০:০০

মহামারি করোনাভাইরাসের কারণে দেশের মাঠে নেই ক্রিকেট। মধ্য মার্চ থেকে লকডাউন চলছে। দীর্ঘদিন বাসায় অবস্থান করেছেন ক্রিকেটাররা। নিজেদের ফিটনেসও ধরে রাখার কাজ করে যাচ্ছে তারা। জাতীয় দলের খেলোয়াড়রাও শুরু করতে পারেনি অনুশীলন। তামিম-মুশফিকসহ দেশের সকল শীর্ষ ক্রিকেটারের অপেক্ষার অবসান হতে পারে শিগগিরই। টাইগারদের মাঠে ফেরানোর ব্যবস্থা শতভাগ চূড়ান্ত। এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বসে নেই। করোনা-পরবর্তী মাঠে ক্রিকেট ফেরাতে দেশের প্রধান স্টেডিয়ামগুলো প্রস্তুত রেখেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে সারাদেশে একশরও বেশি মাঠকর্মী, ভেনু্যকর্মী নিরলস কাজ করে চলেছেন। স্টেডিয়ামের বিভিন্ন স্থান বিসিবির কোভিড-১৯ নির্দেশিকা অনুসারে স্বাস্থ্যবিধি এবং সুরক্ষামান অনুসরণ করে জীবাণুমুক্ত করা হচ্ছে নিয়মিত। স্যানিটাইজেশন প্রোটোকল অনুসরণ করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাকালে পর্যাপ্ত কর্মশক্তি নিশ্চিত করা চ্যালেঞ্জ হলেও পর্যাপ্ত সংখ্যক ক্লিনার নিয়োগ করা হয়েছে বলেও জানায় বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'আমরা এটা মনে রেখেছি যে দেরি হওয়ার আগে দ্রম্নতই আমাদের ক্রিকেটারদের মাঠে ফেরাতে হবে। পুনরায় ক্রিকেট শুরু হবে অনুশীলন দিয়ে এবং এজন্য আমরা আমাদের মাঠ, অনুশীলন সুবিধা পুরোপুরি প্রস্তুত ও কার্যকর রেখেছি।' মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামারুজ্জাম স্টেডিয়াম অনুশীলন ও খেলার জন্য প্রস্তুত রেখেছে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে