logo
বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ০৫ জুলাই ২০২০, ০০:০০  

মুশফিককে ধমক অজানা ব্যক্তির!

মুশফিককে ধমক অজানা ব্যক্তির!
মুশফিকুর রহিম
বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম বরাবরই পরিশ্রমী মানুষ। তবে বন্ধুদের মাঝে আড্ডাপ্রিয় হিসেবেও পরিচিত তিনি। স্বাভাবিক সময়ে ছুটি পেলেই তিনি ছুটে যান বগুড়ায়, মেতে ওঠেন বন্ধুদের সঙ্গে খোশগল্পে। বন্ধুদের সঙ্গে এমনই এক আড্ডার সময় মুশফিককে অন্ধকারে দেখে ধমক দিয়েছিলেন অজানা এক ব্যক্তি।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার বর্ণনা দিয়েছেন মুশফিক নিজেই। পরে তার একটি ফ্যান গ্রম্নপ নিজেদের ইন্সটাগ্রামে ভিডিওটি আপলোড করে। সেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, 'ঈদ বা যেকোনো ছুটি হলেই তো বগুড়ায় যাওয়া হয়। সেখানে গেলে বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, আড্ডা দেওয়া স্বাভাবিক ঘটনা।'

মুশফিক আরও বলেন, 'আড্ডা দিতে গেলে যেটা হয় আর কি আমায় তো প্রায় সবাই চেনে। তাই কাছে আসতে চায়, ছবিও তুলতে চায়। এসব কারণে অনেক সময় বন্ধুদের আর সময়ই দিতে পারি না। তো গত ঈদের ছুটিতে যাওয়ার পর আমাদের বগুড়ায় রানার পস্নাজা আছে, তার কিছুটা পাশে ফুচকার দোকান বসে। সেখানে এক পাশে একটু অন্ধকারের মতো জায়গা আছে, আমরা সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম।'

মিস্টার ডিপেন্ডেবল যোগ করেন, 'আমি অন্ধকারেই বসেছিলাম। তবে রাস্তার পাশে হওয়ায় সেদিক দিয়ে অনেক লোকজন হেঁটে যাচ্ছিল। এক ব্যক্তি হয়তো আমাকে নোটিশ করে। তিনি আসলে নিশ্চিত ছিলেন না যে আমি মুশফিক কি না। তাই আমাদের চারদিক দিয়ে শুধু ঘুরছিলেন। একবার সামনে যাচ্ছিলেন আবার পিছে যাচ্ছিলেন। এটা দেখে আমার এক বন্ধু তাকে ডেকে বলে চাচা, আপনি যা ভাবছেন তাই ঠিক। এটা মুশফিকই। আসেন কথা বলতে পারেন।'

কিন্তু তাদের কথাটি বিশ্বাস করেননি সেই ব্যক্তি। সেই বন্ধুসহ মুশফিককে ধমক দিয়ে বলেন, 'মিথ্যা বলার আর জায়গা পাওনা? মুশফিকের আর কাজ নাই অন্ধকারে এসে বসে থাকবে? এরপর রাগে গজগজ করতে করতে তিনি চলে যান।'

গল্পটি বলার সময় নিজের হাসি আটকে রাখতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। বর্তমানে ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন তিনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে