বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৪ জুলাই ২০২০, ০০:০০

মেসির বিশ্রাম দরকার : সেতিয়েন

ক্রীড়া ডেস্ক

অনাকাঙ্ক্ষিত বিরতির পর ফের শুরু হওয়া লা লিগায় সব ম্যাচে পুরো সময় খেলা লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন কিকে সেতিয়েন। কিন্তু সেই সুযোগ মিলছে না বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ। প্রায় তিন মাস বিরতির পর 'নতুনরূপে' মাঠে গড়ানো লিগে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। প্রতিটিতেই পুরো সময় খেলেছেন মেসি।

এর অন্যতম কারণ দলের পারফরম্যান্সের ওঠানামা। বিরতির আগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা। কিন্তু বাজে পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের কাছে শীর্ষস্থান হারিয়েছে তারা, শিরোপা ধরে রাখার আশাও অনেকটা ফিকে হয়ে গেছে দলটির। এই সময়ে তিনটি ম্যাচে পয়েন্ট হারিয়েছে শিরোপাধারীরা। আর যে ম্যাচগুলো জিতেছে, সেগুলোয় বড় অবদান ছিল মেসির। সবশেষ ম্যাচেই যেমন, শনিবার রিয়াল ভায়াদোলিদের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচে ১৫তম মিনিটে মেসির দারুণ পাস পেয়ে একমাত্র গোলটি করেন আর্তুরো ভিদাল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেতিয়েন জানান, মেসির বিশ্রাম প্রয়োজন। একই সঙ্গে বাস্তবতাও বুঝতে পারছেন তিনি, 'সামনে হয়তো তাকে বিশ্রাম দেওয়া হবে। আমি আগেই তাকে এটা বলেছিলাম, যদি আমরা আজ কয়েকটা গোল পেতাম এবং আমি মনে করি সেটা আমরা পাওয়ার যোগ্য ছিলাম, তাহলে তাকে তুলে নিতে পারতাম এবং কিছুটা বিশ্রাম দিতে পারতাম।'

প্রশংসায় ভাসছে জাদুকরী উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

করোনা সংক্রমণের পর গত মার্চ থেকেই বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। চার মাসের স্থবিরতা কাটিয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দিয়েই ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। দর্শকশূন্য মাঠ আর জৈব সুরক্ষিত পরিবেশে অনেকগুলো পরিবর্তন নিয়ে শুরু হওয়া ক্রিকেট ছিল রোমাঞ্চে ভরা। যেখানে প্রথম টেস্টেই দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দুই দলের সমান তালে লড়াই চলেছে পুরো ম্যাচে। সাউদাম্পটনে রোববার শেষদিনের শেষ সেশনে গিয়ে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। থমকে যাওয়া সময়কে তাড়িয়ে এমন টান টান উত্তাপ বোধহয় ক্রিকেটেরও বড় বিজ্ঞাপন হয়ে থাকল। শেষদিনে নাটকীয়তা শেষে হাসি মুখ জেসন হোল্ডারদের। এই সাফল্যের পর এখন প্রশংসায় ভাসছে উইন্ডিজের ক্রিকেটাররা।

ক্যারিবীয় বন্দনায় আছেন ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্ণণ, ড্যানি মরিসন আর মাইকেল ভনের মতো ক্রিকেটাররা। ইংলিশদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়ের পর সাবেক তারকা ক্রিকেটাররা টুইটারে মাতলেন প্রশংসায়।

শ্রীলংকান লিজেন্ড যিনি এখন এমসিসির প্রেসিডেন্ট সেই কুমার সাঙ্গাকারা বললেন, 'দুর্দান্ত এক টেস্ট ম্যাচ দিয়েই ক্রিকেটের প্রত্যাবর্তন হলো! লড়াকু আর দৃঢ় মানসিকতা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার ও বেন স্টোকস, দুজনই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।'

উইন্ডিজ ক্রিকেটের সোনালি যুগের ক্রিকেটার ভিভ রিচার্ডসও অনুজদের সাফল্যে খুশি। তিনি বলছিলেন, 'করোনার বিরতির পর প্রথম ক্রিকেট ম্যাচটি আমাদের হলো। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ছেলেরা। এই ম্যাচে জয় ওদের প্রাপ্য। তোমরা আমাদের গর্বিত করেছ।'

আরেক লিজেন্ড ব্রায়ান লারাও মুগ্ধ। তিনি বলছিলেন, 'দুর্দান্ত এক টেস্ট ম্যাচ জয়! জেসন হোল্ডার ও তার দলকে অভিনন্দন জানাই।'

এই জয়ের অবদান থাকল ব্যাটসম্যান জার্মেইন বস্ন্যাকউডের। শেষ ইনিংসে রান তাড়ায় ৯৫ রানের ইনিংস খেলেছেন তিনি। সর্বকালের সফলতম ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার এনিয়ে টুইটারে বলছিলেন, 'দুই দলের ক্রিকেটাররাই দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখাল। রান তাড়ায় জার্মেইন বস্ন্যাকউড গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে পার করিয়েছে। দারুণ জয়, সিরিজটি এখন জমে উঠল।'

সামনে থেকে নেতৃত্ব দিলেন জেসন হোল্ডার। প্রথম ইনিংসে ৬ উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি এনিয়ে বলছিলেন, 'দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ! ধৈর্য, দুর্দান্ত স্কিল ও পরিণত পারফরম্যান্স। চমৎকার নেতৃত্ব দিল জেসন হোল্ডার।'

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্ণণ জানাচ্ছিলেন, 'ওয়েস্ট ইন্ডিজকে অনেক অভিনন্দন। জেসন হোল্ডারের নেতৃত্ব ছিল খুবই ভালো। চতুর্থ ইনিংসে অসাধারণ ইনিংস খেলেছে বস্ন্যাকউড।'

বিরাট কোহলিও দেখলেন শেষদিনের খেলা। টিভি পর্দায় উইন্ডিজের জয় দেখে লিখলেন, 'ওয়াও ওয়েস্ট ইন্ডিজ, কী দারুণ জয়! টেস্ট ক্রিকেটের অসাধারণ প্রদর্শনী।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105810 and publish = 1 order by id desc limit 3' at line 1