শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে বোমা হামলার হুমকি

ক্রীড়া ডেস্ক
  ২৮ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৮ জুন ২০১৮, ১০:৩৩

হুমকি আগে থেকেই ছিল। সেটা নতুন করে আরও একবার এলো। রাশিয়া বিশ্বকাপের মাঝপথে রাশিয়াজুড়ে সিরিজ বোমা হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার সকালে এই হুমকি আসে বলে জানিয়েছে রুশ পুলিশ। এজন্য রোস্তফ-ন্য-দানু শহরের সব বার ও রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ‘২৬ জুন রোস্তভ শহরে বোমা হামলার হুমকি এসেছে। সিরিজ ফোনকলের মাধ্যমে এই হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। তবে প্রশাসন প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিয়েছে, বিপজ্জনক কোনো আলামতও এখন পযর্ন্ত পাওয়া যায়নি। সবকিছু এখনো স্বাভাবিকভাবেই চলছে।’

বিশ্বকাপ আয়োজনের সঙ্গে জড়িত কমর্কতার্রাও ভেন্যুগুলো নিরাপদ আছে বলে জানিয়েছে। তবে একজন পুলিশ কমর্কতার্ জানিয়েছেন, নিরাপত্তার স্বাথের্ বিশ্বকাপ ম্যাচের ভেন্যুগুলোর আশপাশের অধিকাংশ দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে