বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাকা-শাকিরির জরিমানার অথর্ জোগাতে...

ক্রীড়া ডেস্ক
  ২৮ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৮ জুন ২০১৮, ১০:৩৫

বিশ্বকাপে গোল করার পর বিশেষ ভঙ্গিমায় উদযাপন করতে গিয়ে রাজনৈতিক বিতকের্ জড়িয়েছেন সুইজারল্যান্ডের দুই ফুটবলার গ্রানিত জাকা আর জারদান শাকিরি। ফিফা তাদের নিষেধাজ্ঞা না দিয়ে আথির্ক জরিমানা করেছে। একেক জনের জরিমানার পরিমাণ ১০ হাজার একশ ডলার। তবে জরিমানার অথর্টা জাকা-শাকিরিকে সম্ভবত নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে না। তাদের জরিমানার টাকা জোগাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন স্বয়ং আলবেনিয়ার প্রধানমন্ত্রী! তিনি দেশবাসীকে আহŸান জানিয়েছেন সেই অ্যাকাউন্টে অথর্ সাহায্য দিতে।

কেন অথর্ দান করতে এগিয়ে এলো আলবেনিয়া? কারণ আলবেনিয়ার প্রতীক ঈগল। গোলের উৎসবে সেই ঈগলের প্রতীক দেখিয়েছিলেন দুই সুইস ফুটবলার। এ দুজনের জন্মই যে আবার আলবেনিয়ান-কসোভোতে। বলকান যুদ্ধে ‘গণহত্যার’ জবাব দিতেই এমন ভঙ্গি করেছিলেন তারা। বিষয়টা ভালোভাবে নেয়নি ফিফা। যার কারণে জরিমানা। জরিমানার সেই অথর্ জোগাতে শুধু প্রধানমন্ত্রীই নন, অথর্ সংগ্রহে নেমেছেন আলবেনিয়ার অন্য নাগরিকরাও। প্রধানমন্ত্রী এডি রামি বলেছেন, ‘ভয় পেয়ো না, ঈগলরা তোমাদের সঙ্গে আছে। জাকা-শাকিরির অযৌক্তিক জরিমানা শোধ করতে প্রত্যেকেই প্রতীকী হিসেবে হলেও অথর্ দেবে।’

আলবেনিয়া প্রধানমন্ত্রীর খোলা অ্যাকাউন্টে ১ হাজার ৭৫০ ডলার জমা দিয়েছেন কসোভোর বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাজরাম হাসানি। অথর্ দিয়ে বাজরাম বলেছেন, ‘তারা কোথা থেকে এসেছে সেটা ভোলে নাই। শিকড় না ভোলার কারণেই খেলোয়াড়দের শাস্তি দেয়া হয়েছে। সুইজারল্যান্ড-সাবির্য়া ম্যাচে জাকা-শাকিরি যা দিয়েছে, সেই আনন্দ অথর্ দিয়ে কেনা যাবে না।’

কিন্তু আলবেনিয়ার এই উদ্যোগ না আবার নতুন কোনো বিপাকে ঠেলে দেয় জাকা আর শাকিরিকে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে