শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিভারপুলের শিরোপা উৎসব

ক্রীড়া ডেস্
  ২৪ জুলাই ২০২০, ০০:০০
৩০ বছর পর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। বুধবার চেলসিকে হারিয়ে শিরোপা নিয়ে উচ্ছ্বাস করছেন অলরেডদের অধিনায়ক জর্ডান হেন্ডারসন -ওয়েবসাইট

্ক বাইরে আতশবাজির রোশনাই আর অ্যানফিল্ডের ভেতর গোলের বৃষ্টিধারা। গোল হলো গনে গনে ৮টি! বুধবার রাতে চেলসির বিপক্ষে রোমাঞ্চকর লড়াইটি লিভারপুল জিতল ৫-৩ গোলে। ট্রফি উদ্‌যাপনের জন্য এর চেয়ে মধুর আর কি হতে পারে। আফসোস একটাই, ৩০ বছর পর আসা দুর্লভ এই মুহূর্তে দর্শক-সমর্থকদের সামনে পাওয়া হলো না। ফাঁকা গ্যালারিতে অধিনায়ক জর্ডান হেন্ডারসনের ট্রফি উঁচিয়ে ধরার আনন্দের মাঝে আক্ষেপের রং মিশে থাকলোই। তবে কোচ ইয়ুর্গেন ক্লপ ভক্ত-সমর্থকদের তৈরি থাকতে বললেন, করোনাকাল শেষে একসঙ্গে করবেন শিরোপা উদ্‌যাপন। এই জয়ে ৩৭ ম্যাচে লিভারপুলের পয়েন্ট বেড়ে হলো ৯৬। চারে থাকা চেলসির অর্জন ৬৩ পয়েন্ট। ৭ ম্যাচ হাতে রেখে ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। চলতি আসরে ঘরের মাঠে এটাই ছিল দলটির শেষ ম্যাচ। দুর্দান্ত জয়ের পর অলরেডদের কিংবদন্তি সাবেক খেলোয়াড় ও কোচ কেনি ডালগিস্নশ উত্তরসূরিদের দলনেতা জর্ডান হেন্ডারসনের হাতে তুলে দেন শিরোপা। তার অধীনেই ১৯৮৯-৯০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। লিভারপুলের খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে ধরতেই আতশবাজির রঙে লাল হয়ে ওঠে আকাশ। উদ্‌যাপন অবশ্য শুরু হয়ে গিয়েছিল ম্যাচ মাঠে গড়ানোর আগেই। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই ভক্ত-সমর্থকরা জড়ো হয়েছিলেন অ্যানফিল্ডের আশপাশে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সমর্থকদের ঘরে থাকার অনুরোধ করেছিল লিভারপুল। কিন্তু সমর্থকরা তা আর শুনল কোথায়! সবার অনুরোধ উপেক্ষা করে তারা হাজির অ্যানফিল্ডের আশপাশে। আতশবাজি ফোটানো শুরু ম্যাচের আগে। চ্যাম্পিয়ন লিভারপুলকে অভিনন্দন বার্তা লেখা ব্যানার নিয়ে আকাশে উড়ল বিমানও। আয়োজন সব প্রস্তুতই ছিল, সেটা আরও মধুর হয়েছে চেলসির বিপক্ষে দুর্দান্ত জয়ে। ৪৩ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে জয় প্রায় নিশ্চিতই করে নেয় স্বাগতিকরা। স্কোরশিটে নাম তোলেন নবি কেইটা, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড ও জর্জিনিয়ো উইনাল্ডাম। বিরতিতে যাওয়ার আগে অলিভার জিরুর লক্ষ্যভেদে চেলসি ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধের শুরুতে রবার্তো ফিরমিনো জাল খুঁজে পেলে সফরকারীদের আশা শেষ হয়ে যায়। যদিও হাল ছেড়ে দেয়নি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। ৬১ ও ৭১ মিনিটে ট্যামি আব্রাহাম ও ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে খেলায় ফেরার ইঙ্গিত দেয় বস্নুরা। কিন্তু ৮৪ মিনিটে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিনের লক্ষ্যভেদে ৫-৩ গোলের বড় জয়ে শিরোপা উদ্‌যাপনের উপলক্ষটা আরও রঙিন করে লিভারপুল। লাল রঙে ছেয়ে যায় অ্যানফিল্ড। আতশবাজির ঝরনাধারায় ৩০ বছর পর বরণ করা হয় ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের ট্রফি। যেটি আবার প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা। অধিনায়ক হেন্ডারসনের ট্রফি উঁচিয়ে ধরা ও লিভারপুল খেলোয়াড়দের আনন্দ- সবই হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<106880 and publish = 1 order by id desc limit 3' at line 1