বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংসে এবার ব্রাজিলের রবিনহো

ক্রীড়া প্রতিবেদক
  ০৬ আগস্ট ২০২০, ০০:০০

ব্রাজিলের ফুটবলার রবসন আজেভেদো দা সিলভা রবিনহোর সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা কিংস। ব্রাজিলের পেশাদার ক্লাব ফ্লুমিনেন্স থেকে এক বছরের জন্য ধারে আসছেন কিংসে। আগামী মাসে ঢাকায় আসার কথা রয়েছে সাম্বার দেশের এই ফুটবলারের। বিষয়টি নিশ্চিত করেছেন কিংস সভাপতি ইমরুল হাসান।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ১৯৯৫ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন এই ফুটবলার। ২৫ বছর বয়সি এই উইঙ্গার রবিনহো নামেই বেশি পরিচিত। ব্রাজিলের বিখ্যাত ফ্লুমিনেন্সে ফুটবলার হলেও গত মৌসুমে সাও পাওলো শীর্ষ লিগের ক্লাব আগুয়া সান্তার হয়ে ধারে খেলছিলেন তিনি। কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেস বসুন্ধরা কিংস ছেড়ে যাবার পর তার বিকল্প খুঁজছিল বসুন্ধরা। যিনি জুটি গড়বেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্নান বার্কোসের সঙ্গে। ব্রাজিলের এই ফুটবলার ক্লাবের সঙ্গে যোগ দিলে একইসঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনার জুটি দেখবে বাংলাদেশের ফুটবল সমর্থকরা। চুক্তির বিষয়ে বিস্তারিত না জানালেও রবিনহোকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, 'হ্যাঁ, আমরা রবিনহোকে দলে নিয়েছি। আগামী জুলাই পর্যন্ত সে কিংসের হয়ে খেলবে।'

ব্রাজিলের ঘরোয়া ফুটবলের নামকরা দল ফ্লুমিনেন্সে ২০১৭ সালে যোগ দেওয়া রবিনহো মূল দলে নিয়মিত হওয়ার তেমন একটা সুযোগ পাননি। ধারেই খেলে বেড়াচ্ছিলেন বিভিন্ন দলে। ব্রাজিলের বয়সভিত্তিক দলেও কখনও খেলা হয়নি রবিনহোর। সবশেষ দেশটির ঘরোয়া ফুটবলের দল আগুয়া সান্তায় ধারে খেলেছিলেন তিনি। মূলত এএফসি কাপ সামনে রেখে রবিনহোকে দলে টেনেছে বসুন্ধরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকা এএফসি কাপ পুনরায় শুরু হবে আগামী অক্টোবরে। ২৩ অক্টোবর মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় শুরু হওয়া গ্রম্নপপর্বে ফের খেলতে নামবে বসুন্ধরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107790 and publish = 1 order by id desc limit 3' at line 1