বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ১২ আগস্ট ২০২০, ০০:০০

আগস্টেই টেস্ট খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে গেছে সেই সিরিজ। তবে নিউজিল্যান্ডের সামনের ঘরোয়া মৌসুমে বাংলাদেশকে আতিথ্য দেওয়ার খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। শুধু বাংলাদেশই নয়, সেখানে সফরের ব্যাপারে কিউই বোর্ডকে নিশ্চিত করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজও। অর্থাৎ আগামী গ্রীষ্মে পুরোদমে আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড। মঙ্গলবার এক বিবৃতিতে এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজিল্যান্ডে সফর করার আগেই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলংকায় তিন টেস্ট ও তিন টি২০ ম্যাচ খেলতে যাওয়ার ব্যাপারে আলোচনা চলছে বিসিবির।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সিরিজ খেললেও অন্যান্য দেশে এখনো আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি। এমতাবস্থায় মঙ্গলবার নিজেদের দেশে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সূচি অনুসারে আগামী বছরের ফেব্রম্নয়ারিতে তাসমান সাগরপাড়ের দেশে খেলতে যাবে বাংলাদেশ। সবমিলিয়ে চারটি দেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে এনজেডসি।

সরকারের সঙ্গে এখন সফরকারী দলগুলোর জন্য জৈব-নিরাপত্তা ব্যবস্থা তৈরিতে কাজ করছে এনজেডসি- এমন জানিয়েছেন বোর্ডটির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। বর্তমানে সফরকারী দলের জন্য যে স্বাস্থ্যব্যবস্থা অনুসরণ করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), সেটাই অনুসরণ করতে চায় এনজেডসি।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, এই মুহূর্তে তারা করোনা পরিস্থিতিতে যাবতীয় স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করছেন, 'এই তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কথা হলো। ওরা সফরের ব্যাপারটি নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও সফরের কথা নিশ্চিত করেছে। তাই এখানে ৩৭ দিনের একটা ক্রিকেট সূচি দেখতে পাচ্ছি।'

তিনি আরও জানিয়েছেন, সিরিজের ক্ষেত্রে ইংল্যান্ডের জীবাণু সুরক্ষিত মডেলকেই অনুসরণ করা হবে। এ বিষয়ে হোয়াইট বলেছেন, 'আমরা এ নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে কাজ করছি। একই পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে সরকারি দপ্তরগুলো খুব সহায়তা করছে। সরকারের ভূমিকাও খুব চমৎকার।'

সফরের খবর নিশ্চিত করলেও সূচি নিয়ে বিস্তারিত কিছু জানাননি হোয়াইট। তবে এসব নিয়ে কাজ চলছে। বর্তমান ভবিষ্যৎ সফর সূচি অনুসারে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের টেস্ট ও টি২০ সিরিজের জন্য সফর করার কথা। বাংলাদেশের বেলায় রয়েছে ৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি২০। তারপরেই অস্ট্রেলিয়ার সঙ্গে টি২০ সিরিজ খেলার কথা কিউইদের।

কেউ বাইরে থেকে নিউজিল্যান্ডে এলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার নিয়ম রয়েছে। তবে অভ্যন্তরীণ করোনা-অবস্থা কিউইদের জন্য খুবই স্বস্তিদায়ক। ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক ইভেন্টগুলোতে দর্শকদের প্রবেশের অনুমতি রয়েছে। অবশ্য এমনটি হওয়ারই কথা। ৫ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে করোনায় মারা গেছেন মাত্র ২২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108525 and publish = 1 order by id desc limit 3' at line 1