বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়েই চোখ রাখছে বাংলাদেশ

র‌্যাংকিংয়েও তারা আমাদের চেয়ে এগিয়ে। ম্যাচটা কঠিন হবে। আর তাই তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই আমাদের জয় পেতে হবে। তবে ছেলেরাও প্রস্তুত আছে। আশা করি ভালো একটা ম্যাচ হবে Ñজেমি ডে
ক্রীড়া প্রতিবেদক
  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সাফ সুজকি কাপে গ্রæপ পবের্ দুই জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত বাংলাদেশের। আজ সন্ধ্যা ৭টায় নেপালের সঙ্গে ন্যূনতম ড্র করতে পারলেই ৯ বছর পর এই আসরের শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যাবে জেমি ডে’র শিষ্যদের। যদিও নেপালকে খুব একটা সহজ প্রতিপক্ষ মনে করা হচ্ছে না। নিজেদের সবের্শষ ম্যাচে ভুটানকে গুঁড়িয়ে একটা সতকর্বাতার্ দিয়ে রেখেছে হিমালয়কন্যারা। তবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা সুফিল-শিপলুরা তাদের নিয়ে মোটেও উদ্বিগ্ন নন। নেপালের বিপক্ষে দলকে জয়ই উপহার দিতে চান তারা।

টানা দুই জয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। নিজেদের গ্রæপ থেকে শেষ চারের পথে বাকি দলের চেয়ে তারাই এগিয়ে। কিন্তু এখনো গ্রæপ পবর্ থেকে বিদায় নেয়ার রাস্তাটা থেকে একদম দূরে সরে যায়নি লাল-সবুজের প্রতিনিধিদের। সেমিফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ১ পয়েন্ট। তবে নেপালের বিপক্ষে হেরে গেলে আর অপর ম্যাচে ভুটানের বিপক্ষে পাকিস্তান জিতে গেলে বিপদ হতে পারে। সেক্ষেত্রে অবশ্য গোল ব্যবধানটা পাথর্ক্য গড়ে দেবে। দুই ম্যাচে মোট ৩ গোল দিয়েছে বাংলাদেশ, বিপরীতে একটিও হজম করেনি। দুই ম্যাচে এক জয় আর এক হার দেখা নেপাল গোল দিয়েছে ৫টি, হজম করেছে ২টি। পাকিস্তানও একটিতে জিতেছে আরেকটি হেরেছে। তবে তাদের গোল গড় শূন্য।

কাজেই পরাজয়ের বিষয়ে সতকর্ অবস্থানে জেমি ডে, ‘ফুটবলে কোনোকিছুই অসম্ভব নয়। আমরা অবশ্যই চাইব গ্রæপে নিজেদের শেষ ম্যাচটাতেও পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে। গ্রæপের প্রথম দুই ম্যাচ জিতে যদি টুনাের্মন্ট থেকে বিদায় নিতে হয়, তার থেকে বড় হতাশা আর কি হতে পারে! আমি কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়িনি। আশা করছি, এবারও পড়ব না। আশা করি ভালো ফুটবল খেলে আমরা শেষ চারে চলে যাব।’

নেপালের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটিকে তাই অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন জেমি। তিনি মনে করছেন, প্রতিদ্ব›িদ্বতাপূণর্ একটা ম্যাচই হবে, ‘আমরা জানি ম্যাচটা সহজ হবে না। নেপাল ভালো দল। পাকিস্তানের বিপক্ষে দুভার্গ্যবশত তারা শেষ মুহ‚তের্ গোল হজম করেছে। তাদের সব বিভাগেই সেরা। ভুটানের বিপক্ষে ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছে নেপাল। তারা চার গোল দিয়েছে। র‌্যাংকিংয়েও তারা আমাদের চেয়ে এগিয়ে। ম্যাচটা কঠিন হবে। আর তাই তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই আমাদের জয় পেতে হবে। তবে ছেলেরাও প্রস্তুত আছে। আশা করি ভালো একটা ম্যাচ হবে।’

নেপালের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই গত কয়েক আসরের গ্রæপ পবর্ না পেরুনোর হতাশা কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ। কিন্তু জেমি চোখ রাখছেন তিন পয়েন্টেই, ‘ড্র নয়। দলের খেলোয়াড়দের প্রায় সবাই আছেন সেরা ফমের্। ডিফেন্স, মাঝ মাঠ এমনকি আক্রমণভাগের যে দুবর্লতা ছিল সেটাও সাফে অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ। কাজেই নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জেমি। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নেপালের বিপক্ষে জিতে তিন পয়েন্ট নিয়েই আমরা সেফিফাইনালে খেলতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। গত দুই ম্যাচে আমরা কোনো গোল হজম করিনি। আমাদের ডিফেন্ডাররা ভালো করেছে। গোলরক্ষক শহিদুল আলমও নিজের সেরাটা মেলে ধরেছে। আমি আসলে কোনো পজিশন নয়, সব বিভাগের খেলাতেই সন্তুষ্ট। আমাদের ২০ ফুটবলারই সেরা। মিডফিল্ডে মাসুক মিয়া জনি দারুণ পারফরম্যান্স করছে, বিপুলও অসাধারণ খেলেছে। নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমার বিশ^াস সেমিফাইনালে যেতে পারব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11211 and publish = 1 order by id desc limit 3' at line 1