বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্স-জামাির্নর নিষ্পাণ ড্র

ক্রীড়া ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
গোলের পর গ্যারেথ বেল

উয়েফা নেশন্স কাপের এই ম্যাচকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা কম ছিল না দশর্কদের মাঝে। আলিয়াঞ্জ এরেনার গ্যালারিতে তাই ছিল উপচেপড়া ভিড়। তবে প্রত্যাশা পূরণ হয়নি তাদের। বৃহস্পতিবার রাতে বতর্মান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সাবেক চ্যাম্পিয়ন জামাির্ন।

আন্তজাির্তক প্রীতিম্যাচ নাকি কেবল আনুষ্ঠানিকতা! কেউই তেমন গুরুত্বসহকারে নেয় না। ফলে সাদামাটা দল মাঠে নামান কোচ। বড় তারকা না থাকলে কি আর খেলা দেখে আনন্দ পাওয়া যায়? এই অনাড়ম্বরতা মিটিয়ে দিতে এবার থেকে উয়েফা চালু করেছে উয়েফা নেশন্স লিগ। যা একই সঙ্গে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই হিসেবেও গণ্য হবে। এতে করে কিছুটা হলেও প্রীতিম্যাচগুলোর গুরুত্ব বাড়বে। তবে ফ্রান্স-জামাির্নর ম্যাচে জয়ের তেমন কোনো স্পৃহা লক্ষ করা যায়নি!

আতোয়ান গ্রিজম্যান-কিলিয়ান এমবাপে আর পল পগবার মতো সেরা তারকাদের দিয়েই একাদশ সাজিয়েছিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। অপরদিকে, রাশিয়া বিশ্বকাপের গ্রæপ পবর্ থেকে ছিটকে যাওয়া জামাির্নও এই ম্যাচে সেরা তারকাদের মাঠে নামায়। দ্বিতীয়াধের্ সুযোগ দেয়া হয় ম্যানসিটি মিডফিল্ডার ইলকাই গন্ডোয়ানকেও। বিশ্বকাপের সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ছবি তোলার জেরে মেসুত ওজিলের সঙ্গে সমালোচিত হয়েছিলেন তিনি। এই ইস্যুতে কদিন আগে ওজিল অবসর নেন। গন্ডোয়ান খেলা চালিয়ে গেলেও পরিবেশ এখন তার অনুক‚লে নয়। ফ্রান্সের বিপক্ষে ম্যাচেই তার ইঙ্গিত মিলেছে। তুকির্ বংশোদ্ভ‚ত এই তারকাকে উদ্দেশ্য করে দুয়ো দিয়েছে কতিপয় দশর্করা।

সেরা একাদশ নিয়েও একটা গোল উপহার দিতে পারেনি কোনো দল। অবশ্য নিরস ম্যাচটি যে একেবারে উত্তাপ ছড়ায়নি সেটাও বলা যাবে না। প্রথমাধের্ দুবর্ল প্রদশের্নর পর জামাির্নর মাকোর্ রেউস ও ম্যাথিয়াস গিনটার প্রায় গোল পেয়েই গিয়েছিলেন। কিন্তু প্রচেষ্টা রুখে দেন ফ্রান্সের অভিষিক্ত গোলরক্ষক আলফোন্সে আরেয়োলা। ফরাসি ফরোয়াডর্ আতোয়ান গ্রিজম্যানের একটি শটও ঠেকিয়ে দিয়েছেন জামাির্নর নাম্বার ওয়ান গোলরক্ষক ম্যানুয়েল ন্যায়ার।

উয়েফ নেশন্স লিগের অপর ম্যাচে আয়ারল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েলস। একটি গোল করে দলের জয়ে অবদান রেখেছেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। এ ছাড়া চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে ইউক্রেন, ¯েøাভেনিয়াকে ২-১ গোলে বুলগেরিয়া এবং সাইপ্রাসকে ২-০ গোলে হারিয়েছে নরওয়ে।

এদিকে, আন্তজাির্তক প্রীতিম্যাচে রোনালদোহীন পতুর্গালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<11219 and publish = 1 order by id desc limit 3' at line 1