logo
শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ১২ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

আজেির্ন্টনার ‘১০’ মেসিরই

লিওনেল মেসি কি আর কখনো আজেির্ন্টনার জাসির্ পরে মাঠে নামবেন? রাশিয়া বিশ্বকাপের পর থেকেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ফুটবল অঙ্গনে। এমন প্রশ্নের ঠিকঠাক জবাব দিতে পারেননি আজেির্ন্টনার অন্তবৃর্তীর্কালীন কোচ লিওনেল স্কালোনিও। তবে তার বিশ্বাস, গ্রহের অন্যতম সেরা এই ফুটবলার তার আন্তজাির্তক ক্যারিয়ার আরও দীঘাির্য়ত করবেন। এ জন্যই আজেির্ন্টনা দলে মেসির জন্য ১০ নম্বর জাসির্টা সংরক্ষণ করে রাখা হয়েছে!

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে আজেির্ন্টনার বিদায়ের পর থেকেই মেসির আন্তজাির্তক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা চলছে। জাতীয় দলের হয়ে খেলায় অনিদির্ষ্ট এক বিরতিতে আছেন খুদেরাজ। স্কালোনি অন্তবর্তীর্কালীন কোচ হিসেবে হোহের্ সাম্পাওলির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মেসির বিষয়টা নিয়ে একটু বেশি আলাপ-আলোচনা চলছে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও এ বিষয়ে কথা বলতে হয়েছে স্কালোনিকে।

বাংলাদেশ সময় আজ সকাল ছয়টায় কলম্বিয়ার মুখোমুখি আজেির্ন্টনা। ওই ম্যাচে খেলবেন না, সেটা আগে থেকেই জানা। বা পায়ের জাদুকর খেলেননি ৮ সেপ্টেম্বর গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচটিতেও। কবে তিনি দলে ফিরবেন, সেটা কাররই জানা নেই। কেবল মেসিই জানেন। তবে তার ফেরার বিষয়ে আশাবাদী স্কালোনি, ‘যদি সে ফিরে আসে, বিষয়টা মাথায় রেখেই দল গড়ছি আমরা, যাতে সে সাচ্ছ¡ন্দ্য বোধ করে। এছাড়া অন্যকিছু নয়। এরমধ্যে আমরা একট দল গড়ে তুলব।’

মেসি এবং জাতীয় দলে তার ১০ নম্বর জাসির্ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্কালোনি বলেছেন, ‘আপনার প্রশ্নের একটাই উত্তর আছে, বিশ্বকাপের যারা এখানে এসেছে সবাই তাদের জাসির্ নম্বর ধরে রেখেছে। ১০ নম্বর জাসির্টা এখনও মেসিরই আছে। সে আমাদের সঙ্গে খেলা চালিয়ে যাবে কি-না এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আগ পযর্ন্ত এটা এভাবেই থাকবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা সেই সুযোগটা বন্ধ করব না। তাই আমি এই নম্বর তার জন্য রেখে দিতে চাই। কী ঘটে সেটা দেখতে আমরা ভবিষ্যতের জন্য অপেক্ষা করব। তবে ততক্ষণ পযর্ন্ত কেউ ১০ নম্বর জাসির্ ব্যবহার করবে না। কারণ, এটা তার জন্য বিশেষ কিছু এবং এটা আমার সিদ্ধান্ত।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে