বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বিক্রির জন্য নয় ডি ব্রæয়েন

ক্রীড়া ডেস্ক

গত মৌসুমে অসাধারণ ছিল তার পারফরম্যান্স। প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন বেলজিক মিডফিল্ডার কেভিন ডি ব্রæয়েন। সবোর্চ্চ অ্যাসিস্টে ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছিলেন লিগ শিরোপা। এমন গুরুত্বপূণর্ সদস্যকে নাকি বিক্রি করে দিতে চায় ক্লাব কতৃর্পক্ষ। ডি ব্রæয়েনের রিলিজ ক্লজ ২৫০ মিলিয়ন ইউরোÑ এমন সংবাদে সয়লাব ব্রিটিশ গণমাধ্যমগুলো। ওইসব প্রতিবেদনের জবাব দিতে গিয়ে ম্যানসিটির কোচ পেপ গাদির্ওলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বিক্রির জন্য নয় ডি ব্রæয়েন।

গত মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে নতুন চুক্তিতে স্বাক্ষর করেন ডি ব্রæয়েন। ওই চুক্তির কারণে ২০২৩ সালের জুন পযর্ন্ত ম্যানসিটিতেই থাকছেন তিনি। কিন্তু তাতেও স্বস্তিতে নেই গাদির্ওলা। রিয়াল মাদ্রিদ আর বাসেের্লানা নাকি ছুটছে তার শিষ্যের পেছনে! সেই সূত্র ধরে, ডি ব্রæয়েনের রিলিজ ক্লজের মূল্য নিয়ে চুলচেড়া বিশ্লেষণ শুরু করেছে বিভিন্ন গণমাধ্যম।

তবে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে ম্যানসিটির ডাগআউটে দঁাড়ানোর আগে গাদির্ওলা উড়িয়ে দিলেন সব গুঞ্জন, ‘সে (ডি ব্রæয়েন) অবিশ্বাস্য এক ছেলে। তার রিলিজ ক্লজ ২৫০ মিলিয়ন ইউরো। তবে আমি দুঃখিত, সে বিক্রির জন্য নয়। আমাকে ওই পরিমাণ অথের্র লোভ দেখিয়ে লাভ নেই। আমি উত্তর হবে না। এটা সম্পূণর্ আমার ব্যক্তিগত মতবাদ।’

ইলেকট্রনিক পণ্য পাচার

করেছে আজেির্ন্টনা দল!

ক্রীড়া ডেস্ক

আথির্ক টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে আজেির্ন্টনা ফুটবল অ্যাসোসিয়েশন। অনেকেরই জানা এ বিষয়টি। কিন্তু জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে পাচারের অভিযোগ আসবে, সেটি কি কেউ কল্পনা করেছিল? স্পেনের এক পত্রিকার প্রতিবেদন অনুসারে আজেির্ন্টনা জাতীয় ফুটবল দলকে ‘ইলেকট্রনিক পণ্য’ পাচারের দায়ে অভিযুক্ত করা হয়েছে। আজেির্ন্টনার ট্যাক্স প্রশাসন (এএফআইপি) জব্দকৃত ছবিসহ সম্পূণর্ খবর তাদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিল আজেির্ন্টনা জাতীয় ফুটবল দল। সেখানে গুয়াতেমালা এবং কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে ফেরার পথেই আজেির্ন্টনা বিমানবন্দরে এই ঘটনা ঘটে। স্প্যানিশ আউটলেট এএস জানিয়েছে, বিমানবন্দরের কাস্টমস কমর্কতার্রা অলিখিত দ্রব্যসমূহ জব্দ করে। এর মধ্যে ছিল বাদ্যযন্ত্র, খেলনা এবং ইলেকট্রনিক সামগ্রী যার মূল্য প্রায় ১৮ হাজার ডলার।

সব পণ্যের বিবরণই কাস্টমসে দিতে হয়। কিন্তু সেসব পণ্য উল্লেখিত না থাকায় এই দক্ষিণ আমেরিকার দেশ আজেির্ন্টনায় পণ্যগুলো ‘পাচার’ বলে অভিহিত হয়েছে। ট্যাক্স অফিস থেকে বিষয়টি পাবলিক প্রসিকিউটর অফিসে পাঠানো হয়েছে। তারাই পরবতীর্ সময়ে ঘটনাটির সমাধান করবেন বলে জানিয়েছেন। এই ব্যাপারে এএফআইপি তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে,‘ আজের্ন্টাইন ফুটবল দলের কাছ থেকে কিছু ইলেকট্রনিক দ্রব্যসমূহ বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত পণ্যের ব্যাপারে প্রসিকিউটর অফিস আথির্ক জরিমানা করতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12649 and publish = 1 order by id desc limit 3' at line 1