শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অজিদের জন্য মায়া নেই মঈনের

সাধারণত লোকে শাস্তি পেলে অথবা কঠিন সময়ের মধ্য দিয়ে গেলে আমার খারাপ লাগে, দুঃখ হয়। কিন্তু তাদের জন্য সেটা হয় না। দুঃখ হওয়াও কঠিন
ক্রীড়া ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়ের কাছ থেকে বণর্বাদী আচরণের শিকার হয়েছিলেন ইংলিশ ক্রিকেটার মঈন আলি। আত্মজীবনীতে বিস্ফোরক এই তথ্য জানিয়েছেন তিনি। মঈন অবশ্য ওই খেলোয়াড়ের নাম প্রকাশ করেননি। তবে এটা জানিয়েছেন, ওই ক্রিকেটার তাকে মাঠে ‘ওসামা’ বলে সম্বোধন করেছিলেন। মঈনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ‘অভদ্র’ দল অস্ট্রেলিয়া। জানিয়েছেন, অভদ্র অজিদের জন্য তার মনে কোনো মায়া নেই।

ঘটনাটি ২০১৫ সালের। সেবার প্রথম অ্যাশেজে খেলতে নামেন মঈন। যেটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তার প্রথম ম্যাচও। কাডিের্ফর ওই টেস্টের প্রথম ইনিংসে ৭৭ রান ও বল হাতে পঁাচ উইকেট নেন মঈন। ম্যাচটি ১৬৯ রানে জিতেছিল ইংল্যান্ড। আর ওই ম্যাচেই অস্ট্রেলিয়ার এক খেলোয়াড় মঈনকে বণর্বাদী আক্রমণ করেন। সেই অভিজ্ঞতার কথা তিনি বণর্না করেছেন এভাবে, ‘ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে অ্যাশেজের প্রথম টেস্টটি অসাধারণ ছিল। কিন্তু ওই টেস্টে এমন একটা ঘটনা ঘটেছিল, যেটা আমাকে ভীষণ ক্ষুব্ধ করেছিল। একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় মাঠে আমাকে ওসামা বলে সম্বোধন করেছিল। আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। স্মরণ করতে পারছি ওই সময় আমি রেগে লাল হয়ে গিয়েছিলাম। ক্রিকেট মাঠে এর আগে আমি এভাবে এতটা রাগ করিনি।’

পরে বিষয়টি কোচ ট্রেভর বেলিসকে জানান মঈন। বেলিস অস্ট্রেলিয়ার তৎকালীন কোচ ড্যারন লেম্যানের কাছে অভিযোগ করেন। অজি কোচ ওই খেলোয়াড়কে এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে তিনি তা পুরোপুরি অস্বীকার করেন। মঈনের কথায়, ‘লেম্যান ওই খেলোয়াড়কে জিজ্ঞেস করেন- তুমি কি মঈনকে ওসামা বলেছ? সে এটা অস্বীকার করে বলেছিল, আমি তাকে পাটর্-টাইমার বলেছিলাম। এ ঘটনার পর পুরো ম্যাচে আমি খুবই ক্ষুব্ধ ছিলাম।’

এমনকি অজিদের নিষিদ্ধ ক্রিকেটারদের জন্য কোনো সহানুভূতিও নেই মঈন আলীর। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে এ বছরের শুরুর দিকেই নিষিদ্ধ হয়েছেন তিন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ানার্র ও ক্যামেরন বেনক্রফট। এই ইস্যুতে অবশ্য দুই মেরুতে বিভক্ত হয়েছিল ক্রিকেটবিশ্ব। মঈন বলছেন, ‘সাধারণত লোকে শাস্তি পেলে অথবা কঠিন সময়ের মধ্য দিয়ে গেলে আমার খারাপ লাগে, দুঃখ হয়। কিন্তু তাদের জন্য সেটা হয় না। দুঃখ হওয়াও কঠিন।’

নিজের আত্মজীবনী প্রকাশের আগে শুক্রবার এক সাক্ষাৎকারে তার দেখা দলের মধ্যে অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি ঘৃণা করেন বলে জানিয়েছেন মঈন। মানুষ এবং খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চরম অশ্রদ্ধা করেন বলেও জানান ইংলিশ স্পিনঅলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12652 and publish = 1 order by id desc limit 3' at line 1