শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেইমারের হাতে ব্রাজিলের ভাগ্য!

ক্রীড়া ডেস্ক
  ০১ জুলাই ২০১৮, ০০:০০
নেইমার

বিশ্বকাপের সবকটি আসরে খেলা একমাত্র দলটি হচ্ছে ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেও এরইমধ্যে জায়গা করে নিয়েছে পঁাচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী সোমবার নকআউট পবের্ মেক্সিকোর মুখোমুখি হবে তারা। তবে দলের আক্রমণভাগে নেইমার থাকায় দারুণ আশা দেখছেন ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো। নেইমার খেলার গতিপথ যেকোনো সময় পাল্টে দিতে পারেন বলেও জানিয়েছেন তিনি। তার মতে, নেইমারের ওপরই নিভর্র করছে ব্রাজিলের ভাগ্য।

বতর্মান সময়ের সেরা তিন ফুটবলার হলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার দ্য সিলভা। এবারের বিশ্বকাপে এই তিন সেরা খেলোয়াড়ের স্ব-স্ব নৈপুণ্যে তাদের দল শেষ ষোলোতে নাম লিখিয়েছে। আর তাই তিন তারকারই প্রশংসা ঝরেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর কণ্ঠে। ক্লাব সতীথর্ হিসেবে খেলেন রোনালদোর সঙ্গে, আর জাতীয় দলে পান নেইমারকে, তাই তাদের প্রতি ভালোবাসা বেশি থাকাটাই স্বাভাবিক। এই দুজন কাসেমিরোর কাছে ‘অন্য গ্রহের খেলোয়াড়’।

পতুর্গালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও নিজ দেশের সতীথর্ নেইমার সম্পকের্ ব্রাজিলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘এই দুই খেলোয়াড় অস্বাভাবিক। তারা ম্যাচের যেকোনো পযাের্য় ফল পাল্টে দিতে পারেন। আমার মতে, তারা অন্য গ্রহ থেকে এসেছে।’ পরে রোনালদো ও নেইমারের সঙ্গে মেসিকে যোগ করে আরও বলন, ‘এরা বিশ্বের সেরা তিন খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। আমি খুব সৌভাগ্যবান যে এদের মধ্যে দুজনের সঙ্গে একই দলে খেলতে পারছি।’

ফরাসি লিগে পিএসজির হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন নেইমার। যে জন্য তাকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছে। পায়ের পাতার হাড় ভেঙে ফেলার পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়টি। বড় ধরনের ইনজুরির পর রাশিয়া বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন তিনি। আর তাই আলাদাভাবে নেইমারের প্রশংসা করলেন কাসেমিরো, ‘নেইমারের সম্পকের্ বললে, ও যেকোনো সময় ম্যাচের ফল পাল্টে দিতে পারে, আর এই কারণেই সে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন।’

এবারের বিশ্বকাপে ‘টপ ফেভারিট’ বলা হচ্ছে ব্রাজিলকে। যদিও গ্রæপ পবের্র প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খুব একটা ভালো পারফমর্ করতে না পারলেও গ্রæপ পবের্র শেষ দুই ম্যাচে সেলেসাওরা দেখিয়ে দিয়েছে কেন ফেভারিট বলা হচ্ছে তাদের। ফেভারিট প্রসঙ্গে কথা তুলতেই কাসেমিরো জানিয়ে দিলেন, ‘সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারাই (মিডিয়া) ফেভারিট নিয়ে কথা বলেন। আমরা খেলোয়াড়রা খুব ভালো করেই জানি, ফেভারিট তত্ত¡ আমাদের ম্যাচ জেতাবে না। আমরা খুব ভালো উদাহরণ পেয়েছি জামাির্নকে দিয়ে। দুদার্ন্ত খেলোয়াড় থাকায় তারা বিশ্বকাপ শুরু করেছিল ফেভারিট হিসেবে, অথচ প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি।’

মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলকে এগিয়ে রাখার অন্যতম কারণ বিশ্বকাপে লাতিন দলগুলোর বিপক্ষে মেক্সিকানদের অতীতের বাজে রেকডর্। রাশিয়ার আগে ১৫টি আসরে লাতিন দলগুলোর বিপক্ষে মাত্র একটি জয় তাদের। সেটি এসেছিল ২০০২ সালে ইকুয়েডরকে হারিয়ে। তাই দ্বিতীয় পবের্ মেক্সিকোকে পেয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল, এমনটাই বললেন কাসেমিরো, ‘এ বিষয়টি নিয়ে আমরা শান্ত আছি। আমাদের সব খেলোয়াড়ই উঁচু মানের, তাদের ক্লাবগুলো সবসময় ফেভারিট। তাই আমরা এরই মধ্যে চাপ ও আপনাদের ফেভারিটের তত্তে¡র সঙ্গে অভ্যস্ত। আমাদের সবসময় শ্রদ্ধা, স্থিরতা ও বিনয় আছে। মেক্সিকোকে হারাতে অবশ্যই আমাদের ভালো ফুটবলই খেলতে হবে।’

নকআউট পবের্ মেক্সিকোকে পিছিয়ে রাখার আরেকটি কারণ ধারাবাহিকতার অভাব। চলতি আসরের প্রথম ম্যাচে দুদার্ন্ত ফুটবলে বতর্মান চ্যাম্পিয়ন জামাির্নকে হারায় তারা। পরের ম্যাচেও ছন্দ ধরে রেখে জয় তুলে নেয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কিন্তু শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে খুঁজেই পাওয়া যায়নি উত্তর আমেরিকার দলটিকে। ৩-০ গোলের হারে গ্রæপ রানাসর্আপ হয়ে শেষ ষোলোয় উঠেছে তারা। এরপরও প্রতিপক্ষকে খাটো করে দেখতে নারাজ কাসেমিরো, ‘আপনি মেক্সিকোর বিপক্ষে দারুণ ফুটবল খেলতে পারেন এবং বাদও পড়তে পারেন। হারার অনেক উপায় আছে। কিন্তু আমি বলতে পারি যদি আমরা ম্যাচটা হারি, ভালো খেলেই হারব। ফলাফল ভিন্ন বিষয়। কোচ তিতে আমাদের থেকে যেটি চান, তা হলো ভালো খেলা। যেকোনো মুহূতের্ বল জালে ঢুকতে পারে। আমি নিশ্চিত, ভালো একটা ম্যাচ খেলার জন্য আমরা আমাদের সব কিছুই উজাড় করে দিয়ে খেলব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে