শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাপানের বিপক্ষেই ফিরছেন লুকাকু

শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন লুকাকু। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোখের ওপর আঘাত পান ডিফেন্ডার থমাস ভামাির্লন। চোখ ফুলে বক্সারদের চোখের মতো হয়ে গেছে। মাটিের্নজ অবশ্য আশাবাদী সোমবারের আগেই সুস্থ হয়ে উঠবে তার রক্ষণভাগের সৈনিক। আরেক ডিফেন্ডার অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিও সম্পূণর্ ফিট বলে জানিয়েছেন মাটিের্নজ
ক্রীড়া ডেস্ক
  ০১ জুলাই ২০১৮, ০০:০০
চোট কাটিয়ে অনুশীলনে বেলজিক স্ট্রাইকার রোমেলু লুকাকু (মাঝে) Ñওয়েবসাইট

ইংল্যান্ডের বিপক্ষ ম্যাচে হয়তো এমনিতেই বিশ্রাম পেতেন রোমেলু লুকাকু। তার বিশ্রামে থাকার আরেকটি কারণ ছিল। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন, মাঠে নামার মতো ফিটনেসও ছিল না এই স্ট্রাইকারের। তবে জাপানের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়েই লুকাকুকে একেবারে ফিট অবস্থায় পাচ্ছে বেলজিয়াম। দলের স্প্যানিশ কোচ রবাতোর্ মাটিের্নজ নিশ্চিত করেছেন বিষয়টি।

শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন লুকাকু। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোখের ওপর আঘাত পান ডিফেন্ডার থমাস ভামাির্লন। চোখ ফুলে বক্সারদের চোখের মতো হয়ে গেছে। মাটিের্নজ অবশ্য আশাবাদী সোমবারের আগেই সুস্থ হয়ে ওঠবে তার রক্ষণভাগের সৈনিক। আরেক ডিফেন্ডার অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিও সম্পূণর্ ফিট বলে জানিয়েছেন মাটিের্নজ, ‘ইংল্যান্ডের বিপক্ষে তাকে (কোম্পানি) নামানোর পরিকল্পনা ছিল আগে থেকেই। শেষ ২০ মিনিটে মাঠে তার প্রতিক্রিয়া ছিল দারুণ। জাপানের বিপক্ষে নামার জন্য প্রস্তুত থাকবে সে।’

সোমবার রোস্তভে জাপানের মুখোমুখি হবে বেলজিয়াম। শক্তিমত্তার বিচারে এই ম্যাচে হ্যাজাডর্-লুকাকুদেরই ফেভারিট মনে করা হচ্ছে। তবে শেষ ষোলোর বাধা অতিক্রম করার পর কোয়াটার্র ফাইনালে বেলজিয়ামের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল। মাটিের্নজের চোখে অবশ্য সব প্রতিপক্ষই সমান। তবে মাটিের্নজ জানিয়েছেন, সামনে তুলনামূলক কঠিন দল পড়ে গেলে তাদের জন্যও প্রস্তুত আছে দলের খেলোয়াড়রা। তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে দলটির সাম্প্রতিক ফমর্। সবের্শষ ২০১৬ সালের সেপ্টেম্বরে স্পেনের কাছে পরাজিত হওয়ার পর আর কোনো ম্যাচে হার দেখেনি বেলজিয়াম।

সেদিকে ইঙ্গিত করেই মাটিের্নজ বলেছেন, ‘আমি মনে করি না বিশ্বকাপে সাফল্যের জন্য কেউ সহজ রাস্তা আশা করে। আমরা সেটা বছর দুয়েক আগে ইউরোতেও দেখেছি। আমাদের মাঝে একটা বিশ্বাস কাজ করে। আমরা অনেক দিন ধরে অজেয়। খেলোয়াড়দের মাঝে বোঝাপড়া দারুণ। আমি মনে করি, একটি দল হিসেবে নিজেদের প্রস্তুত করে নিতে আমরা সবকিছুই করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে