শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিষ্যদের প্রশংসায় উরুগুয়ে কোচ

ক্রীড়া ডেস্ক
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

পতুর্গালকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়াটার্র ফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। শনিবার সোচিতে অনুষ্ঠিত ওই ম্যাচে সুয়ারেজ-কাভানিদের নিষ্ঠার প্রশংসা করেছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। তার শিষ্যরা মানসিকভাবে অনেক শক্তিশালী ছিল বলেও জানিয়েছেন তিনি।

প্রথমাধের্ই সুয়ারেজ-কাভানি জুটিকে আটকে রাখতে পারেনি পতুর্গাল। ৭ মিনিটে গোল করেন কাভানি, ৬২ মিনিটে দলের জয়সূচক গোলটিও করেন এই স্ট্রাইকার। অবশ্য ইনজুরির কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছেড়ে যান ৭২ মিনিটে। তাকে মাঠের বাইরে দিয়ে আসেন রোনালদো, অথচ অতক্ষণে রোনালদোকে বিশ্বকাপেরই বাইরে পাঠিয়ে দেয়ার কাজটা সেরে ফেলেছেন কাভানি।

শুরু থেকে শেষ পযর্ন্ত পতুর্গালের সঙ্গে দারুণ খেলেছে উরুগুয়ে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের মানসিকতা নিয়ে কথা বলেন দলীয় কোচ তাবারেজ, ‘ম্যাচের স্বতন্ত্র দিক ছিল মাঠে ছেলেদের উৎসগর্ করে দেয়াটা। এটা কঠিন ম্যাচ ছিল। পতুর্গাল পজেশনের দিক থেকে এগিয়ে ছিল এবং প্রায়ই আমাদের অংশে খেলা হয়েছিল। আমাদের পায়ে আরও বেশি বল থাকলে এবং তাদের গোলের কাছাকাছি খেলা হলে আরও ভালো হতো। আজ আমরা একটা ভুল করেছিলাম, যেটা পতুর্গালকে সমতায় ফেরাল কিন্তু মানসিকতার দিক থেকে আমাদের একটি খুবই শক্তিশালী দল আছে।’

ম্যাচে পতুর্গালের বলের দখল ছিল ৬১ শতাংশ এবং গোলমুখে উরুগুয়ের চেয়ে চারগুণ বেশি শট নিয়েছে দলটি। তবে বল দখলে রাখার বিষয়টি আমলে নিচ্ছেন না তাবারেজ। তার কাছে সুযোগ তৈরি এবং তা কাজে লাগানোই মূল কথা, ‘আমি মনে করি, বল পজেশন নিয়ে একটা ভুল ধারণা আছে। মনে করা হয়, বল পজেশন গোল করার সুযোগ তৈরির দিকে নিয়ে যায়। যখন ইতালিতে কাজ করতাম তখন আমি এটা শিখেছিলাম। বলের দখল রাখা ইতালিতে ততটা পবিত্র কাজ নয় যেটা অন্য জায়গায় ধরা হয়। এমনকি বলের দখল আপনার কাছে বেশি না থাকলেও আপনি প্রতিপক্ষকে যন্ত্রণা দিতে পারেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে