শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেকডর্বয় এমবাপেকে অভিনন্দন পেলের

ক্রীড়া ডেস্ক
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

ব্রাজিলের ফুটবল সম্রাট পেলের পর বিশ্বকাপের নকআউট পবের্ এক ম্যাচে টিনেজার হিসাবে দুইটি গোল করেন কিলিয়ান এমবাপে। ১৯৫৮ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সুইডেনের বিপক্ষে দুইটি গোল করেছিলেন পেলে। তারপর রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজেির্ন্টনার বিপক্ষে দুটি গোল করলেন ফ্রান্সের ১৯ বছর বয়সী ফরোয়াডর্ এমবাপে। নিজের ৬০ বছর আগের একটি রেকডর্ ছেঁায়ায় এমবাপেকে অভিনন্দন জানিয়েছেন পেলে।

১৯৫৮ সালের বিশ্বকাপে পেলের বয়স ছিল ১৭ বছর। ওই আসরের সেমিফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ফুটবলের সম্রাট। এমবাপের বয়স এখন ১৯। এই টিনএজারের পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ পেলে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফরাসি তরুণকে বতর্মান বিশ্বের অন্যতম সেরা প্রতিভাধর খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন তিনি। এক টুইটার বাতার্য় পেলে বলেছেন, ‘অভিনন্দন কিলিয়ান এমবাপে। এত তরুণ বয়সে বিশ্বকাপে দুই গোল। অন্য ম্যাচের জন্যও শুভকামনা। শুধু ব্রাজিল বাদে।’

শেষ ষোলোর ম্যাচে বলতে গেলে আজেির্ন্টনাকে একাই বিধ্বস্ত করেছেন এমবাপে। শুধু জোড়া গোল করাই নয়, ম্যাচের শুরুতে ফ্রান্সের পেনাল্টি পাওয়ার উৎসও ছিলেন তিনি। পরে স্পটকিকে গোল করেন আতোয়ান গ্রিজম্যান। তবে গ্রিজম্যান নন, ম্যাচসেরার পুরস্কার উঠেছে এমবাপের হাতেই। চলতি বিশ্বকাপে এমবাপে এখন পযর্ন্ত তিনটি গোল করেছেন। এর আগে গ্রæপ পবের্র ম্যাচে পেরুর বিপক্ষে তিনি একটি গোল করেছিলেন। সামনে সংখ্যাটা নিশ্চয়ই আরও বাড়বে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে