বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শত্রæবেশে ওল্ড ট্রাফোডের্ রোনালদো

সতীথের্দর সঙ্গে অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনালদো। ধষের্ণর অভিযোগ ওঠার পর এই প্রথম খোলা মাঠে অনুশীলন তার। উপলক্ষ্য সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আজ অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ Ñওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক
  ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

ওল্ড ট্রাফোডের্ ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তবে শত্রæবেশে। যে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠা পতুির্গজ যুবরাজের, প্রাণের সেই ক্লাবের বিপক্ষেই আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের জাসিের্ত মাঠে নামবেন। একদিকে রোনালদোর ওল্ড ট্রাফোডের্ ফেরা, সেইসঙ্গে ‘এইচ’ গ্রæপে ইউরোপের দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াই, রীতিমতো রোমাঞ্চ ছাড়াচ্ছে ফুটবলপ্রেমীদের মনে।

পেশাদারিত্বের মাঝে কখনো কখনো আবেগ বাধ সাধে। সেই আবেগের জায়গা থেকেই রোনালদো নাকি ম্যানইউর বিপক্ষে এই ম্যাচটি খেলতে চাননি। কিন্তু ভাÐারের সেরা অস্ত্রোটিকে বাইরে রেখে কেন যুদ্ধে নামতে যাবে জুভেন্টাস? রোনালদোকেও তাই খেলতে হচ্ছে। পতুির্গজ যুবরাজ মাঠে নামলে নিশ্চিতকরেই ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে কঠিন পরীক্ষা দিতে হবে। যদিও জুভেন্টাস কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়। রোনালদো ছাড়াও দলটির আক্রমণভাগে রয়েছেন পাওলো দিবালা, মারিও মানজুকিচ, বেøইস মাতুইদি, মিরালেম পিয়ানিচদের মতো তারকারা।

ডগলাস কস্তা-এমেরি কানরা খুব একটা ছন্দে নেই। এরপরও তুরিনের বুড়িদের শক্তি কম নয়। লিওনাদোর্ বুনোচ্চি, জজোর্ কিয়েলিনিদের নিয়ে গড়া জুভেন্টাসের রক্ষণভাগ তো রীতিমতো চীনের দেয়াল। যদিও সিরি’আয় নিজেদের শেষ ম্যাচে জয় দেখেনি ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল, টানা সাত ম্যাচ জয়ের পর ড্র করেছে জেনোয়ার সঙ্গে। এরপরও অবশ্য টইটম্বুর আত্মবিশ্বাস নিয়েই আজ ওল্ড ট্রাফোডের্ নামতে যাচ্ছে জুভেন্টাস। বেশিরভাগের চোখেই আজ তারা ফেভারিট। তবে নিজেদের মাঠে হোসে মরিনহোর ম্যানইউ সেরা ছন্দ খুজে পেলে তাদের আটকানো মুশকিলই হবে জুভিদের জন্য।

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ম্যানইউর। ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো ধুকছে তারা। কোচ মরিনহোর সঙ্গে পগবা-সানচেজদের বিরোধ নিয়ে মুখরোচক গল্প হরহামেশাই দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়ায়। এরই মধ্যে গত মঙ্গলবার চেলসির বিপক্ষে যে খেলাটা খেলেছে ম্যানইউ, সেটা চোখে লেগেছে সবার। অমন আক্রমণাত্মক এবং দৃষ্টিনন্দন পারফরম্যান্সই আজ শিষ্যদের থেকে দেখতে চাইবেন মরিনহো। চ্যাম্পিয়ন্স লিগে গ্রæপের আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্রয়ের পর আজ জয়েই চোখ রাখছে ম্যানইউ। আর জুভেন্টাসের বিপক্ষে জিতলে এইচ গ্রæপের শীষের্ উঠে যাবে তারা। আপাতত ৬ পয়েন্ট নিয়ে শীষের্ জুভেন্টাস, ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ।

একই দিনে মাঠে নামবে রোনালদোর সদ্য সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বানার্ব্যুতে টানা তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভিক্টোরিয়া প্লজেন। এই মুহ‚তের্ ‘জি’ গ্রæপের পয়েন্ট তালিকার তলানীতে রয়েছে দলটি। একটি করে জয়-পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। সময়টা যারপরনাই খারাপ যাচ্ছে তাদের। সবশেষ লিগ ম্যাচে লেভান্তের কাছে হেরেছে হুলেন লোপেতেগির শিষ্যরা। দলটি জয় দেখেনি এর আগের চার ম্যাচেও। আজকের প্রতিপক্ষ যখন অপেক্ষাকৃত দুবর্ল, এমন পরিস্থিতিতে ছন্দে ফেরার জন্য ভালো একটা সুযোগই পাচ্ছে রিয়াল।

‘এফ’ গ্রæপের খেলায় শাখতার দোনেৎস্কের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ লিগের শীষর্ দল পেপ গাদির্ওলার ম্যানচেস্টার সিটি। মাঠে নামবে জামার্ন জায়ন্ট বায়ানর্ মিউনিখও। ‘ই’ গ্রæপে আজ তাদের প্রতিপক্ষ এইকে এথেন্স। ম্যানসিটি আর বায়ানর্ দুই দলই নিজ নিজ গ্রæপ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। দুই দলের লক্ষ্যই এখন শীষের্ ফেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18894 and publish = 1 order by id desc limit 3' at line 1