শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

সুয়ারেজের বিকল্প খুঁজছে বাসার্!

ক্রীড়া ডেস্ক

আসছে জানুয়ারিতে ৩২ বসন্ত পার করবেন লুইস সুয়ারেজ। আর কতদিন খেলা চালিয়ে যাবেন, সেই হিসাব-নিকাশ নিজেই শুরু করেছেন উরুগুয়ের এই ফরোয়াডর্। বসে নেই বাসেের্লানাও। মাকার্ জানিয়েছে, সুয়ারেজ না থাকলে তার বিকল্পও ঠিক করতে উঠেপড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্টরা।

এল ক্ল্যাসিকো জেতার পর সুয়ারেজ বলেন, বাসার্ আরেকজন স্ট্রাইকার খুঁজলে তিনি অবাক হবেন না। বয়সের কথা চিন্তা করে দলের প্রতি তার এ আহŸান, ৯ নম্বর খেঁাজার এখনই সময়। সুয়ারেজ বাসার্য় আসেন ২০১৪ সালে। ২১২টি ম্যাচ খেলে ১৫৮টি গোল করেছেন। গত রোববার এল ক্ল্যাসিকোতে করেছেন হ্যাটট্রিক।

স্প্যানিশ প্রভাবশালী দৈনিক মাকার্ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, জেনোয়ায় খেলা স্ট্রাইকার ক্রিজিসটফ পিয়াটেককে বাসার্ পরীক্ষা করতে পারে। ইতালিয়ান লিগে এই মৌসুমে ১১ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি। ট্রান্সফার ফি কিংবা পারিশ্রমিক নিয়ে তার সঙ্গে বাসার্র খুব একটা ঝামেলা হবে না বলেই দলটি তার দিকে হাত বাড়াচ্ছে। এছাড়া সামনের মৌসুমে বাসার্য় ফিরে আসার সম্ভাবনা আছে পাকো আলকাসারের। বরুশিয়ার হয়ে ধারে খেলছেন তিনি। এই দুজনের বাইরে নিকোলাস পেপের নামও শোনা যাচ্ছে।

ধোনি ইস্যুতে মুখ খুললেন কোহলি

ক্রীড়া ডেস্ক

বেশ আগেই টেস্টের জাসির্ তুলে রেখেছেন। বতর্মান সময়ে ওয়ানডেতেও খুব একটা ছন্দে নেই। এরমাঝেই আবার ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই টি২০ সিরিজে দল থেকে বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে জেকে বসেছে বড় এক প্রশ্নÑ ধোনির ক্যারিয়ার কি তাহলে শেষ? এমন পরিস্থিতিতে এই ইস্যুতে মুখ খুললেন অধিনায়ক বিরাট কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার এক ম্যাচে দুটি রেকডর্ গড়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। ম্যাচ পরবতীর্ সংবাদ সম্মেলনে এসে কোহলি কথা বলেছেন ধোনির বাদ পড়া ইস্যুতে। সংবাদকমীের্দর তীযর্ক প্রশ্নে বিচলিত না হয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘আমি যদি ভুল না করি তবে নিবার্চকরা এরই মাঝে এ বিষয়টার উত্তর দিয়েছে। তার (ধোনি) সঙ্গে এ নিয়ে কথা বলেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই এখানে বসে এ প্রশ্নের উত্তর দেয়া কিংবা ব্যাখ্যা দেয়ার কোনো কারণ দেখছি না। আমার ধারণা, কী ঘটেছে সেটা নিবার্চকরাই বণর্না করেছেন।’

ধোনির জায়গায় ভারতীয় টি২০ দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষ-ব্যাটসম্যান ঋষভ পান্ত। তরুণ এ তারকাকে নাকি ধোনিই দলে নিতে নিবার্চকদের অনুরোধ করেছিলেন, কোহলি জানালেন এমনটাই, ‘আমি ওই আলোচনার অংশ ছিলাম না, তাই এটা নিবার্চকেরা যে ব্যাখ্যা দিয়েছে সেটাই মেনে নিতে হবে। মানুষ এ ঘটনায় অনেক কিছু ধারণা করে নিচ্ছে। আমি আপনাদের নিশ্চিত করছি, তেমন কিছুই ঘটেনি। উনি (ধোনি) এখনো দলের খুবই গুরুত্বপূণর্ সদস্য। তার মনে হয়েছে টি২০তে ঋষভের মতো কারও বেশি সুযোগ পাওয়া উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<20628 and publish = 1 order by id desc limit 3' at line 1