শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কঠিন চ্যালেঞ্জের সামনে পিএসজি

নাপোলি কোচের মূল ভাবনা আসলে সময়ের অন্যতম সেরা দুই ফরোয়াডর্ নেইমার আর এমবাপেকে নিয়ে। এই দুজনকে তো আনচেলত্তি দেখছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর কাতারে
ক্রীড়া ডেস্ক
  ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০

ফরাসি লিগ ওয়ানে তারা দুবার্র, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জামের্ই (পিএসজি) ঠিক সেই ছন্দে নেই। ডেথ গ্রæপের সত্যিকারের চ্যালেঞ্জ এবার টের পাচ্ছে নেইমার-এমবাপেদের দল। আগের তিন ম্যাচে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে তাদের। লিভারপুলের কাছে হার দিয়ে শুরুর পর রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে বড় জয় পেয়েছিল তারা। কিন্তু শেষ ম্যাচে নিজেদের মাঠে নাপোলির সঙ্গে হারতে হারতে ড্র করে টমাস টুখেলের শিষ্যরা। ওই নাপোলির মাঠেই আজ ফিরতি লেগের ম্যাচ পিএসজির। কতটা কঠিন চ্যালেঞ্জের মুখে আছে ফরাসি জায়ান্টরা, সেটা বোধকরি আর খোলাসা করে বলার দরকার পড়ে না।

ডেথ গ্রæপ খেতাব পাওয়া ‘সি’ গ্রæপে শুরুতে পিএসজিকেই ফেভারিট মনে করা হয়েছিল। যে দলে নেইমার-এমবাপে-কাভানি-ডি মারিয়াদের মতো তারকারা খেলেন, সেই দলকে ফেভারিট না মেনে উপায় আছে? কিন্তু মাঠের পারফরম্যান্স ঠিক ফেভারিটসুলভ নয় পিএসজির। তিন ম্যাচ থেকে তাদের অজর্ন ৪ পয়েন্ট, গ্রæপ টেবিলে অবস্থান তিনে। তাই বলে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নাপোলি স্বস্তির নিঃশ্বাস ফেলছে না। ইতালিয়ান ক্লাবটির কোচ কালোর্ আনচেলত্তি জানিয়ে রেখেছেন, ফিরতি লেগের ম্যাচটি নিয়ে যথেষ্টই সতকর্ তার দল।

নকআউট পবের্ নাম লেখানোর পথে এগিয়ে যেতে এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূণর্। আনচেলত্তিও সেটাই জানিয়েছেন, ‘এটা গুরুত্বপূণর্ একটা ম্যাচ হতে চলেছে, যেটা দুই দলের গতিপথ ঠিক করে দিতে পারে। খুব প্রতিদ্ব›িদ্বতাপূণর্ একটা গ্রæপে পড়েছি আমরা এবং এই ম্যাচ দুই দলের যেকোনো একটির লক্ষ্য আর সংকল্প ঠিক রাখবে। জিততে হলে আমাদের অসাধারণ একটি ম্যাচ খেলতে হবে। কারণ, পিএসজির মতো দুদার্ন্ত সব খেলোয়াড় আমাদের নেই।’

নাপোলি কোচের মূল ভাবনা আসলে সময়ের অন্যতম সেরা দুই ফরোয়াডর্ নেইমার আর এমবাপেকে নিয়ে। এই দুজনকে তো আনচেলত্তি দেখছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর কাতারে। তবে ম্যাচে নেইমার-এমবাপের ওপর যতটা আলো থাকবে এর থেকে কোনো অংশে কম থাকবে না এডিনসন কাভানির ওপর। পিএসজিতে যাওয়ার আগে নাপোলির হয়েই মাঠ মাতিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। দীঘির্দন পর আজ আবার পুরানো ডেরা স্তাদিও সান পাওলোতে ফিরছেন তিনি, তবে শত্রæবেশে।

ইতালিতেই চ্যাম্পিয়ন্স লিগের আরও একটি জমাট দ্বৈরথ মাঠে গড়াচ্ছে। ইন্টার মিলানের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলবে বাসেের্লানা। ‘বি’ গ্রæপের ম্যাচটি ইন্টারের জন্য প্রতিশোধের। ন্যু ক্যাম্পে মেসিহীন বাসার্র কাছে হেরে ফিরতে হয়েছিল তাদের। আজকের ম্যাচেও নেই মেসি, এবারের চ্যাম্পিয়ন্স লিগে বাসাের্ক প্রথম হারের স্বাদ দেয়ার মোক্ষম এক সুযোগই পাচ্ছে ইতালিয়ান ক্লাবটি। ‘এ’ গ্রæপে প্রতিশোধ নেয়ার জন্য মুখিয়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। বরুসিয়া ডটর্মুন্ডের মাঠ থেকে সবশেষ ম্যাচে বিধ্বস্ত হয়ে ফিরেছিল ডিয়েগো সিমিওনের দল, সেই ডটর্মুন্ডকেই আজ নিজেদের মাঠে পাচ্ছে তারা।

গ্রæপের আরেক দল মোনাকো প্রথম জয়ের খেঁাজে মাঠে নামছে ক্লাব ব্রæগের বিপক্ষে। নকআউট পবের্র সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচে জিততে হবে দলটিকে। ‘সি’ গ্রæপের শীষর্ স্থান অক্ষুণœ রাখতে রেডস্টার বেলগ্রেডের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে হবে লিভারপুলেরও। সবমিলে চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট এক রাতই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21161 and publish = 1 order by id desc limit 3' at line 1