শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হকিতে মেয়েদের ঐতিহাসিক জয়

ক্রীড়া প্রতিবেদক
  ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০
বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কলকাতা ওয়ারিয়সর্ অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারিয়ে এভাবেই উচ্ছ¡াসে মাতে ঢাকা একাদশের মেয়েরা Ñসৌজন্য

জয় দিয়ে নারী হকিতে যাত্রা শুরু হলো বাংলাদেশের। ২-০ গোলের ব্যবধানে সেই ঐতিহাসিক জয়টা এসেছে ভারতের মেয়েদের বিপক্ষে। দলটি ভারতের কলকাতা ওয়ারিয়সর্ অ্যাথলেটিক ক্লাব। তাদের বিপক্ষে বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টাফের্ ঢাকা একাদশের মোড়কে খেলেছে বাংলাদেশ দল।

মূলত বাংলাদেশ নারী হকি দলের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় এসে খেলছে কোনো বিদেশি দল। দলের নাম কলকাতা ওয়ারিয়সর্। এই দলে কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের (বরানগর, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উত্তরাখÐ, হরিয়ানা, কাশীপুর, কলকাতা, হাওড়া, দমদম) মেয়েরা খেলে। কাজেই এটাকে সবর্ভারতীয় দল বলা যেতেই পারে। তারা খেলতে এসেছে তিন ম্যাচের সিরিজ। যার প্রথমটি হয়ে গেল বুধবার। সেই ম্যাচে জিতেছে ঢাকা একাদশ। দলের হয়ে জোড়া গোল করেছেন নমিতা কমর্কার। একই ভেন্যুতে আজ বিকাল ৩টায় দু’দল দ্বিতীয় ম্যাচটি খেলবে।

ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) যৌথ উদ্যোগে কলকাতা ওয়ারিয়সের্র বিপক্ষে এই তিন ম্যাচের সিরিজটি আয়োজিত হচ্ছে। আগের দিনই ওই সিরিজে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছিল ঢাকা একাদশ। মাঠে তার সাথর্ক প্রতিফলনও ঘটিয়েছে তারা। অবশ্য স্থলপথে ১৩ ঘণ্টার ভ্রমণের কারণে ক্লান্তি এবং কিছু খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় কলকাতা দলটি সেভাবে ভালো খেলতে পারেনি। তবে তাদের খেলার বেসিক এবং স্কিল যে বেশ ভালো, তাতে কোনো সন্দেহ নেই।

জাতীয় দল নাম দেয়া না হলেও ঢাকা একাদশ নামেই খেলেছে বাংলাদেশের মেয়েরা। দলের জয়ে জোড়া গোল করা লেফট উইঙ্গার নমিতা কমর্কার ম্যাচ শেষে বলেন, ‘আমি খুবই খুশি যে এমন একটা ঐতিহাসিক ম্যাচে খেলতে পেরেছি। সেই সঙ্গে গোল করে এবং জিতে আরও বেশি খুশি হয়েছি। আমরা জিতবই, এমনটা ভেবে খেলেনি। তবে ভালো খেলব, এটা লক্ষ্য ছিল। যাহোক, প্রথম ম্যাচে জিতে এখন আমাদের আত্মবিশ^াস বেড়ে গেল। চেষ্টা করব দ্বিতীয় ম্যাচেও জিতে সিরিজ জিততে।’

এই প্রথমবারের মতো বিদেশি কোনো মহিলা হকি দল খেলতে এসেছে ঢাকায়। স্বাধীনতার পর এমন একটি টুনাের্মন্টকে বাংলাদেশের মেয়েরা স্মরণীয় করে রাখলো প্রথম ম্যাচ জিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21466 and publish = 1 order by id desc limit 3' at line 1