শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১২০ ভাগ দেয়ার প্রত্যয় মাহমুদউল্লাহর

আমার মনে হয়, আমাদের দেশের খেলোয়াড়রা হৃদয় দিয়ে খেলে। যেই তার দেশের জন্য খেলে, সবসময় ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব
ক্রীড়া প্রতিবেদক
  ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

ওয়ানডে সংস্করণে শক্তিশালী দল হয়ে উঠলেও টেস্টে ভাঙাগড়ার মধ্য দিয়েই চলছে বাংলাদেশের পথচলা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স দেড় যুগ পেরিয়ে গেলেও এখনো ‘ধারাবাহিকতা’ শব্দটি রীতিমতো আক্ষেপ এদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট ১৫১ রানে হেরে যাওয়ার পর হতাশা আরও প্রকট হয়েছে। ওয়ানডেতে যাদের হেসেখেলে হারানো গেছে, তাদের বিপক্ষে রোববার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরে যেতে মাঠে ১২০ ভাগ দেয়ার প্রত্যয় ব্যক্ত করলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সাদা পোশাকে ঘরের মাঠে বাংলাদেশ সবশেষ ধবলধোলাই হয়েছিল ২০১৩ সালে। ৫ বছর পর আবার সেই লজ্জা ফিরবে, যদি মিরপুরেও হেরে যায় টাইগাররা। সেটাও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে! এমন সবর্নাশ দেখতে চায় না বাংলাদেশ। দেয়ালে পিঠ ঠেকে গেলে আত্মরক্ষা করে বাঁচার কোনো পথ থাকে না। তখন আক্রমণই হয় একমাত্র উপায়। একের পর এক টেস্ট হারে বাংলাদেশ দলেরও পিঠ দেয়ালে ঠেকে গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে যখন সিরিজ হারের শঙ্কা, তখন টাইগাররা মাঠে দিতে চায় সামথের্্যরও বেশি।

কক্ষপথে ফিরতে বাংলাদেশ জয় ছিনিয়ে আনতে চায় নিজেদের উজাড় করে দিয়ে। শনিবার ম্যাচপূবর্ সংবাদ সম্মেলনে দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘সবার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থাকে। খেলোয়াড়রা নিজে থেকেও চিন্তা করে, দলও চিন্তা করে। আমার মনে হয়, আমাদের দেশের খেলোয়াড়রা হৃদয় দিয়ে খেলে। যেই তার দেশের জন্য খেলে, সবসময় ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব।’

সিলেটে প্রথম টেস্টে নামানো হয়নি দলের সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে। নানা কারণে প্রশ্ন উঠছে, জিম্বাবুয়েকে কি হালকাভাবে নিয়েছিল বাংলাদেশ? মাহমুদউল্লাহ অবশ্য উড়িয়ে দিয়েছেন এমন কথা, ‘তেমন কোনো অনুভূতি আমাদের মধ্যে কাজ করে না। কারণ আমরা প্রতিটি প্রতিপক্ষকেই ওভাবেই দেখি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে যেভাবে দেখি, আমি জিম্বাবুয়েকেও একই চোখে দেখি। কারণ মাঠে গিয়ে ভালো খেলাটাই মূল লক্ষ্য। সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনারও খারাপ লাগবে, কারণ আপনি দেশের হয়ে ভালো করতে পারছেন না। এটা সবাইকেই অনেক পীড়া দেয়।’

মিরপুর টেস্ট সামনে রেখে তাই বাড়তি সতকর্তা স্বাগতিক শিবিরে। পরিস্থিতি এমন যে লজ্জা নিবারণে হ্যামিল্টন মাসাকাদজাদের বিপক্ষে জয় ভিন্ন আর কিছুই ভাবার অবকাশ নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়, ঠিক তেমনি অবস্থা টাইগার শিবিরে। মাহমুদউল্লাহর কথায় উঠে এলো সেই পরিস্থিতি, ‘সবার সঙ্গেই কথা বলেছি, টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গেই আলাপ হয়েছে। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে। এখানে অন্য কোনো সুযোগ নেই।’

মিরপুরের উইকেট কেমন আচরণ করবে, বিষয়টা নিয়ে সতীথের্দর আগাম ভাবতে মানা করেছেন মাহমুদউল্লাহ। তাগিদ দিয়েছেন উইকেট বুঝে খেলে যাওয়ার, ‘মিরপুরের উইকেট সবসময়ই বৈচিত্র্যময়। আপনি যেটা প্রত্যাশা করবেন, সেটা না হলে আপনাকে মানিয়ে নিতে হবে। আমরা এই ম্যাচে যাচ্ছি মাথা শূন্য করে। পিচ কন্ডিশন যেমন হবে সেই অনুযায়ী খেলার চেষ্টা করব। আগেই বলেছি কিছু কিছু জিনিস আমরা আগেই ঠিক করেছি, আমরা সেগুলো করব না। একই সঙ্গে আমাদের শটসগুলোও, যার যার যেই স্ট্রং জোনে শট থাকে, সেগুলো যদি আমরা সঠিকভাবে খেলতে পারি, তাহলে পারফরম্যান্স দেখাতে পারব। এই জিনিসগুলোই আমাদের মাথায় কাজ করছে।’

মিরপুরের উইকেটে সিলেটের মতো উল্টো অভিজ্ঞতা হবে না, আগেভাগে এমন নিশ্চয়তা দিতে পারছেন না মাহমুদউল্লাহ, ‘এটা সবসময়ই কঠিন, উইকেট একটু ¯েøা। ¯েøা উইকেট হলে রান করা একটু কঠিন হয়। কষ্ট করে রান করতে হবে। এখানকার উইকেট এমন না যে বল ব্যাটে আসবে আর আপনি শট খেলতে পারবেন। খুব সেন্সেবলি খেলতে হবে। একেক বোলারের জন্য একেক শট খেলতে হবে, আপনার স্ট্রেন্থ অনুযায়ী। এখন অপেক্ষা আমরা নিজেরা কীভাবে নিজেদের অ্যাপ্লাই করি।’

সিলেটের প্রথম ম্যাচে হারের পর দলের খেলোয়াড়দের মধ্যে পযাের্লাচনা নিয়ে অধিনায়ক বলেন, ‘ম্যাচের পর আমরা সব খেলোয়াড়রাই একত্রে বসেছিলাম। আমরা সেই ম্যাচে কী ইতিবাচক ব্যাপার ছিল, কী খারাপ করেছি যেগুলো আমরা পরের ম্যাচে করব না। এই জিনিসগুলো পয়েন্ট আউট করা হয়েছে। কিছু জায়গায় যদি শক্ত থাকতে পারি তাহলে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব। কারণ আমাদের আসল চিন্তার জায়গা ব্যাটিং।’

আসলেই তাই। সবশেষ আট ইনিংসে ২০০ রানের গÐি পেরুতে পারেনি বাংলাদেশ। সমতায় সিরিজ শেষ করতে চাইলে ব্যাটিংয়ের এই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে হবে টাইগারদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21903 and publish = 1 order by id desc limit 3' at line 1