শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

নেইমারের মাসিক বোনাস সাড়ে তিন কোটি!

ক্রীড়া ডেস্ক

দিনপ্রতি বেতন পান বাংলাদেশি মুদ্রায় ৮২ লাখ টাকা। এটা প্রায় সবারই জানা। টেলিভিশন চ্যানেল ফ্রেঞ্চ-২ এবার দিল নতুন খবরÑ পারিশ্রমিকের বাইরে প্রতি মাসে সাড়ে তিন কোটি টাকার উপরে বোনাস পাচ্ছেন নেইমার!

ক্লাবের বেশ কয়েকজনকে এই বোনাস দিয়ে থাকে পিএসজি। যাকে বলা হয় ‘নৈতিক বোনাস’। এটি পাওয়ার কয়েকটি শতর্ আছে। খেলোয়াড়ের আচার-আচরণ, দশর্কদের সঙ্গে সম্পকর্, দলের পয়েন্ট- এসব বিষয়ের উপর বোনাস নিভর্র করে। নেইমারের পর বেশি বোনাস প্রাপ্তির তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল সতীথর্ থিয়াগো সিলভা। তবে নেইমারের থেকে ঢের পিছিয়ে তিনি। তাকে দেয়া হয় ৩১ লাখ টাকার মতো।

ফরাসি ক্লাবটির সঙ্গে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। সব মিলিয়ে এ পঁাচ বছরে নেইমারের পেছনে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ইউরো (৪৫ কোটি পাউন্ড) খরচ হবে পিএসজির। এর মধ্যে রয়েছে নেইমারের রিলিজ ক্লজ মূল্য, পারিশ্রমিক ও বোনাস। ব্রাজিল অধিনায়ক নেইমারে রিলিজ ক্লজ মূল্য ১৯ কোটি ৮০ লাখ পাউন্ড (২২ কোটি ২০ লাখ ইউরো)। প্যারিসের ক্লাবটিতে বছরে ২ কোটি ৬৮ লাখ পাউন্ড (৩ কোটি ইউরো) পারিশ্রমিক পাবেন নেইমার। অথার্ৎ পঁাচ বছরে নেইমারকে ১৫ কোটি ইউরো পারিশ্রমিক দিতে হবে পিএসজিকে!

সিরিজে ফিরল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

ফখর জামানের ব্যাটে ভর করে সিরিজে ফিরল পাকিস্তান। বাহাতি এই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে শুক্রবার রাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে তারা। রোববার দুবাইয়ে সিরিজ নিধার্রণী তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আবুধাবিতে আগে ব্যাট করে নিধাির্রত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য ২১০ রানের সহজ লক্ষ্য পায় পাকিস্তান। সেই লক্ষ্য ৪০.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই ছঁুয়ে ফেলে সরফরাজ আহমেদের দল।

রান তাড়ায় ইমাম-উল-হক আর ফখরের (৮৮) দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো শুরু পায় পাকিস্তন। লুকি ফাগুর্সনের বল হেলমেটের গ্রিলে আঘাত হানলে মাঠ ছাড়েন ইমাম। সতকর্তার অংশ হিসেবে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক জানান, হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এই তরুণ ওপেনারকে। পরে পিসিবি জানায় শঙ্কা মুক্ত ইমাম আপাতত দলের ফিজিওর পযের্বক্ষণে থাকবেন।

২০২৩ সাল পযর্ন্ত ম্যানসিটিতে স্টালির্ং

ক্রীড়া ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ম্যানসিটির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করলেন ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টালির্ং। নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পযর্ন্ত ম্যানসিটিতেই থাকবেন তিনি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিষয়টা নিশ্চিত করেছে ম্যানসিটি।

ম্যানসিটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন স্টালির্ংÑ সম্প্রতি এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। নতুন চুক্তির খবরে সেই গুঞ্জন হাওয়ায় মিলিয়ে গেল। এই চুক্তি অনুযায়ী ম্যানসিটিতে স্টালির্ংয়ের সাপ্তাহিক বেতন হবে প্রায় ৩ লাখ পাউন্ড। তাতে খুশি এই ইংলিশ ফরোয়াডর্, ‘নতুন চুক্তি করতে পেরে আমি ভীষণ আনন্দিত। সিটিতে আমার নিজের খেলার যে উন্নতি হয়েছে তা এক কথায় অসাধারণ। আমি এখানে অনেক সুখেই আছি। আমি সিটির হয়ে আরও অনেক গোল করতে চাই এবং শিরোপা জিততে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21912 and publish = 1 order by id desc limit 3' at line 1