বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ব্যাটিং ব্যথর্তার জবাব নেই সাকিবের কাছে

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট এবং ওয়ানডে সিরিজ দোদর্Ð প্রতাপ দেখিয়ে জিতে নিলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচে সোমবার মাথা তুলেই দঁাড়াতে পারেনি বাংলাদেশ। দলের এমন দুভোের্গর পেছনে দায়ী ব্যাটসম্যানরা। অতি আক্রমণাত্মক হতে গিয়ে তারা উইকেট ছুড়ে দিয়ে সাজঘরে ফিরেছেন। তাতে ১২৯ রানেই অলআউট হয়ে যাওয়া বাংলাদেশ ম্যাচ হারে ৮ উইকেটে। ওই হারের পর স্বভাবতই কাঠগড়ায় ব্যাটসম্যানরা। হঠাৎ কেন এভাবে ব্যথর্ হলেন ব্যাটসম্যানরা, খেঁাজা হচ্ছে তার কারণ। ম্যাচ শেষে দলপতি সাকিব আল হাসানের কাছেও কারণটা জানতে চাওয়া হলো। তিনি বলে দিলেন, কারণটা ব্যাটসম্যানরাই ভালো বলতে পারবে।

ব্যাটসম্যানদের ব্যথর্তার মাঝে ৬১ রানের ইনিংস খেলেছেন সাকিব। একপ্রান্ত আগলে খেলে গেছেন। সঙ্গী হিসেবে পাননি কাউকে। সাকিব ছাড়া আর কোনো ব্যাটসম্যান ২০টির বেশি বল খেলতে পারেননি। ব্যাটসম্যানদের এই ব্যথর্তায় উত্তর খুঁজে পাচ্ছেন না টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যাটিংয়ের প্রসঙ্গ উঠতে সাকিবের সোজা উত্তর, ‘দলের অন্য ব্যাটসম্যানদের জিজ্ঞেস করতে পারেন, কেন তারা ভালো ব্যাট করেনি।’

বাংলাদেশ এদিন পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি। ১৯ ওভারেই অলআউট হয়েছে। বিষয়টির ব্যাখ্যা নেই সাকিবের কাছে, ‘সবার ব্যথর্তার জবাব আমার কাছে নেই। যেমনটা আমি বলছিলাম, আজ আমাদের কিছুই ভালো যায়নি। আমরা যা চেষ্টা করেছি, তা কাজে লাগাতে পারিনি। ম্যাচ থেকে শেখার অনেক কিছুই আছে আমাদের।’

ব্যাটে-বলে কোনোভাবেই ভালো করতে পারেনি বাংলাদেশ। সাকিবের কথায়, ‘আজকে টস ছাড়া সবকিছুই আমাদের বিপক্ষে গেছে। আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি, এমনকি ভালো বোলিংও করিনি। উইকেট ভালো ছিল, আমরা অন্তত ১৭৫ রান করতে পারতাম।’

মেসি-সুয়ারেজ জুটি বিশ্বসেরা: পিকে

ক্রীড়া ডেস্ক

বাসেের্লানার দুই ফরোয়াডর্ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জুটিকে আক্রমণভাগে বিশ্বসেরা বলে মনে করেন তাদের ক্লাব সতীথর্ জেরাডর্ পিকে। লা লিগায় প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ৫-০ গোলের বড় জয় পায় কাতালান ক্লাবটি। দারুণ এক হ্যাটট্রিক করার পাশাপাশি সুয়ারেজ ও পিকের দুই গোলে অবদান রাখেন মেসি।

চলতি লিগে এখন পযর্ন্ত সবোর্চ্চ ১৪ গোল করেছেন মেসি, পাশাপাশি সতীথের্দর দিয়ে করিয়েছেন সবোর্চ্চ ১০টি। মৌসুমে ইউরোপের শীষর্ পঁাচ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে গোল করা ও করানোর সংখ্যায় দুই অঙ্কে পেঁৗছেছেন ৩১ বছর বয়সী এই তারকা। লিগে সুয়ারেজের পা থেকে এসেছে দ্বিতীয় সবোর্চ্চ ১১ গোল। সতীথের্দর এমন পারফরম্যান্সে মুগ্ধ পিকে, ‘গত কয়েক বছর ধরে লুইস এবং লিও আক্রমণভাগের সেরা জুটি। লুইসের রক্তে গোল মিশে আছে। আর আমরা ইতোমধ্যে লিওকে নিয়ে সবকিছু বলে ফেলেছি। আমাদের আক্রমণভাগে অনেক অস্ত্র আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27654 and publish = 1 order by id desc limit 3' at line 1