logo
বৃহস্পতিবার ২০ জুন, ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০  

মানসিক ব্যাধিগ্রস্ত ও মিথ্যাবাদী রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে এখন ধষর্ণ মামলা চলছে। এরই মাঝে নতুন বোমা ফাটালেন জেসমিন লেনাডর্ নামের এক মডেল। নিজেকে পতুির্গজ তারকার সাবেক প্রেমিকা দাবি করে জেসমিন জানিয়েছেন, রোনালদো শুধু মিথ্যাবাদীই নন, তিনি মানসিক ব্যাধিগ্রস্তও বটে।

সাবেক ‘বিগ ব্রাদার’ প্রতিযোগী জেসমিন টুইট বাতার্য় রোনালদোর বিরুদ্ধে এই অভিযোগ আনেন। তিনি জানান, ২০০৮ সালে ম্যানইউতে খেলার সময় সিআরসেভেনের সঙ্গে সম্পকর্ ছিল তার। নিয়মিত ডেটিং হতো তাদের। তখন রোনালদোর আচার-আচরণে অসংলগ্নতা ধরা পড়ে জেসমিনের চোখে। একবার নাকি রোনালদো তাকে বলেছিলেন, ‘তুমি যদি অন্য কারো সঙ্গে সম্পকের্ জড়াও তবে তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব।’

১৮ মাস ধরে রোনালদোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে জেসমিনের। এমনকি টুইটারে বেশ কয়েকটি ভয়েস নোটও আপলোড করেন তিনি, যেটিকে জুভেন্টাস তারকার ভয়েস বলে দাবি করছেন। এ সব প্রমাণাদি তিনি ক্যাথরিন মায়োরগার কাছে হস্তান্তর করবেন বলে জানান। গত অক্টোবরে এই মায়োরগাই রোনালদোর বিরুদ্ধে ধষের্ণর অভিযোগ আনেন।

পতুির্গজ মডেল জেসমিন বলেন, ‘আপনারা আসলে ওর আসল রূপটা কখনো দেখেননি। ও এভাবে মিথ্যাচার করে যাবে। আমি তো আর বসে থাকতে পারি না! আমার কাছে বেশকিছু প্রমাণ আছে। আশা করি, এগুলো মায়োরগারের খুব কাজে লাগবে।’

তবে জেসমিনের এই দাবি প্রত্যাখ্যান করেছেন রোনালদোর প্রতিনিধিরা। এক বিবৃতিতে তারা বলেছেন, ‘মিস লেনাডের্র সঙ্গে কোনোকালে রোনালদোর কোনো সম্পকর্ কিংবা যোগাযোগ ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেনাডর্ যে ভয়েস নোট পোস্ট করেছেন, সেগুলোও রোনালদোর নয়। শিগগিরই তিনি এই মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে