শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেসুসে ম্যানসিটির হাসি

ক্রীড়া ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০
গোলের পর গ্যাব্রিয়েল জেসুসের উদযাপন। তার জোড়া গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় উলভসের বিপক্ষে অনায়াসে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি Ñওয়েবসাইট

রাশিয়া বিশ্বকাপে কিছুই দিতে পারেননি ব্রাজিলকে। বড় মঞ্চে গিয়ে হঠাৎ করে ফমর্ হারিয়ে ফেলেছিলেন গ্যাব্রিয়েল জেসুস। তবে চলতি মৌসুমে ছন্দে ফিরেছেন এই ফরোয়াডর্। সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে করেছেন জোড়া গোল। ঘরের মাঠে ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে ম্যানসিটি। এই জয়ে শীষর্ স্থানধারী লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে পেপ গাদির্ওলার দল। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট তাদের, সমান ম্যাচে ৫৭ পয়েন্ট লিভারপুলের।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেয় ম্যানসিটি। দশম মিনিটের মাথায় এগিয়েও যায় দলটি। জামার্ন উইঙ্গার লেরয় সানের পাসে বল পেয়ে গোল করেন জেসুস। ১৯ মিনিটে উইলি বলি সরাসরি লাল কাডর্ দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় উলভস। ফলে দলটি আরও হতোদ্যম হয়ে পড়ে। সেই সুযোগে বিরতির আগমুহূতের্ ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। নিজেদের ডি-বক্সে রাহিম স্টারলিংকে ফাউল করে ম্যানসিটিকে পেনাল্টি উপহার দেন বেনেট। স্পটকিক থেকে চলতি মৌসুমে নিজের ১৫তম গোলটি তুলে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

পরাজয়ের ব্যবধান যতটা সম্ভব কম রাখতেই সম্ভবত দ্বিতীয়াধের্ রক্ষণাত্মক কৌশল বেছে নেয় উলভস। গোল করার চেষ্টা না করে নিজেদের ঘর সামলানোতেই মনোযোগী হয় তারা। তাতে কিছুটা সফলও বলা যায় দলটিকে। এই অধের্ একটির বেশি গোল আদায় করতে পারেনি ম্যানসিটি। সেই গোলটিও এসেছে আত্মঘাতী খাত থেকে। ৭৯ মিনিটে কেভিন ডি ব্রæয়েনের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন কনর কডি (৩-০)।

ঘরের মাঠে এই নিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকল ম্যানসিটি। এই মাঠে শেষ ১৫ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। গত ২৬ ডিসেম্বর লেস্টারের মাঠে হারের পর টানা তিন জয় তুলে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরবতীর্ ম্যাচগুলোতে এই জয়যাত্রা অব্যাহত রাখতে চান গাদির্ওলা, ‘লিভারপুল কি করছে না করছে, সেসব দেখার দরকার আমাদের নেই। তাদের ভাগ্য আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারব না। আমাদের ভাগ্য আমাদের হাতেই রয়েছে। হয়তো তারা ফমর্ হারাবে। কিন্তু এটাও ঠিক-আমরা যদি না জিতি, তবে তারাই চ্যাম্পিয়ন হবে।’

এদিকে স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার রাতের একমাত্র খেলায় জয় পেয়েছে রিয়াল সোসিয়েদাদ। এদিন তারা ৩-২ গোলে হারিয়েছে এস্পানিওলকে। এই জয়ে ১৯ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে সোসিয়েদাদ। আর সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবেলির দশম স্থানে রয়েছে এস্পানিওল। ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লিওনেল মেসির বাসেের্লানা। ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32342 and publish = 1 order by id desc limit 3' at line 1