বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোহলির সেঞ্চুরি, সমতায় ভারত

সেঞ্চুরি নম্বর ৩৯
ক্রীড়া ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০
ওয়ানডে ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরি তুলে নেয়ার পথে শট খেলছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ওই সেঞ্চুরি বঁাচা-মরার লড়াইয়ে জয় এনে দিয়েছে ভারতকে Ñওয়েবসাইট

জয়ের জন্য শেষ তিন ওভারে ভারতের প্রয়োজন ছিল ২৫ রান। ক্রিজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, সফরকারীদের তখন আর কিসের চিন্তা? দিনেশ কাতির্ককে সঙ্গে নিয়ে ঠাÐা মাথায় দলকে সিরিজে সমতায় ফেরানো জয়ের বন্দরে পেঁৗছে দিলেন সাবেক অধিনায়ক। তবে ধোনি নন, মঙ্গলবার অ্যাডিলেডে ভারতের ৬ উইকেটের জয়ের আসল নায়ক বতর্মান অধিনায়ক বিরাট কোহলি। তার অনবদ্য সেঞ্চুরিই তিন ওয়ানডে সিরিজে ভারতের সম্ভাবনা টিকিয়ে রাখল একেবারে শেষ পযর্ন্ত।

এ দিন আগে ব্যাট করতে নেমে নিধাির্রত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ৪৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। অ্যাডিলেডে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকডের্র তালিকায় দুই নম্বরে ঠঁাই করে নিয়েছে এটি। ১৯৯৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই ভেন্যুতে সবোর্চ্চ ৩০৩ রান করে জিতেছিল শ্রীলংকা।

প্রথম ম্যাচে হেরে বিপাকেই পড়ে গিয়েছিল ভারত। সিরিজ বঁাচাতে মঙ্গলবার জয়ের বিকল্প ছিল না অতিথিদের সামনে। এমন পরিস্থিতিতে আরও একবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন কোহলি। তার ৩৯তম ওয়ানডে সেঞ্চুরির সুবাদেই বড় লক্ষ্য তাড়া করে ভারত এগিয়েছে অনায়াসে। ১১২ বল মোকাবেলায় তার ১০৪ রানের ঝলমলে ইনিংসটিই গড়ে দেয় অতিথিদের জয়ের ভিত।

কোহলি যখন আউট হন, জয়ের জন্য ৭.২ ওভারে ৫৭ রান প্রয়োজন ছিল ভারতের। এরপর বাকি কাজটা সেরেছে ধোনি-কাতির্ক জুটি। ওয়ানডে ক্যারিয়ারের ৬৮তম হাফসেঞ্চুরি করা ধোনি ৫৪ বলে অপরাজিত ছিলেন ৫৫ রান করে। ১৪ বলে ২৫ রানের হার না মানা ছোট্ট এক ইনিংস খেলেছেন কাতির্ক। তবে কৃতিত্বের ভাগ দিতে হবে ভারতীয় ওপেনারদেরও। আগের ম্যাচে ব্যথর্ হওয়া শিখর ধাওয়ান ২৮ বলে করেছেন ৩২ রান। সিডনিতে সেঞ্চুরি পাওয়া রোহিত শমার্ এদিনও খেলেছেন ৪৩ রানের ইনিংস।

ভারতীয় বোলাররাও এই ম্যাচটিতে অপেক্ষাকৃত ভালো বোলিং করেছেন। ভুবনেশ্বর কুমারের কথা বিশেষভাবে বলতে হবে। ডেথ ওভারে শন মাশর্ আর গেøন ম্যাক্সওয়েল যেভাবে ব্যাট করছিলেন, তাতে অস্ট্রেলিয়ার ইনিংসটা তিনশ ছাড়িয়ে যাওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু ৪৮তম ওভারে এসে মাশর্-ম্যাক্সওয়েল, দুজনকেই সাজঘরে পাঠান ভুবনেশ্বর। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন এই ডানহাতি পেসার।

ম্যাচটা হেরে যাওয়ায় নিশ্চিতভাবেই আফসোস হবে সেঞ্চুরিয়ান শন মাশের্র। ২৬ রানে দুই উইকেট হারানো অস্ট্রেলিয়ার হাল একাই ধরেছিলেন। খেলেছেন ১২৩ বলে ১৩১ রানের দুদার্ন্ত এক ইনিংস। কিন্তু দল হেরে যাওয়ায় কোহলির কাছে ¤øান হয়ে গেলেন মাশর্। আসলে শন মাশর্ সেঞ্চুরি করবেন আর অস্ট্রেলিয়া হারবে, এ যেন নিয়ম হয়ে দঁাড়িয়েছে! মাশের্র শেষ চারটি সেঞ্চুরির ক্ষেত্রেই এমনটা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32345 and publish = 1 order by id desc limit 3' at line 1