শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাস্তবতা মানছে চট্টগ্রাম আবাহনী-বিজেএমসি

ক’দিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। এই লিগে অংশ নিতে যাওয়া ১৩টি দল এখন ব্যস্ত সময় পার করছে। খেলোয়াড়রা ঘাম ঝরাচ্ছেন অনুশীলনে, কোচরা ব্যস্ত রণ-কৌশল সাজাতে। লিগকে ঘিরে কোচদের কৌশল, খেলোয়াড় আর ক্লাবের লক্ষ্য সম্পকের্ পাঠকদের আগাম ধারণা দিতেই যায়যায়দিনের এই ধারাবাহিক আয়োজন
ক্রীড়া প্রতিবেদক
  ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

পেশাদার লিগে একটা সময় অবনমন ঠেকাতেই হঁাসফঁাস করতে দেখা যেত চট্টগ্রাম আবাহনীকে। তবে ২০১৫ সাল থেকে চিত্রটা ভিন্ন। তারকাসমৃদ্ধ দল গড়ে বিগত তিন আসরে তারা লড়েছে শিরোপার জন্য। একবার রানাসর্আপ হয়েছে, গত লিগে দীঘর্ সময় পয়েন্ট তালিকার শীষের্ থেকেও শেষ মুহ‚তের্ তালগোল পাকিয়ে হয়েছে তৃতীয়। সেই দলটিই কিনা এবার শিরোপা রেসে থাকার স্বপ্ন দেখছে না! কঠিন বাস্তবতা অনুভব করতে পারছে বন্দর নগরীর দলটি। টিম বিজেএমসিরও একই অবস্থা।

বেশিরভাগ সময় পয়েন্ট টেবিলের নিচের দিকেই স্থান হয় বিজেএমসির। বিগত কয়েকটি মৌসুমে অস্তিত্ব রক্ষা করতেই লড়তে হচ্ছে তাদের। গত মৌসুমে তারা লিগ শেষ করেছে নবম স্থানে থেকে। এবার তাই বাস্তবতার জমিনে পা রাখছে দলটি, দেখছে না শিরোপা জয়ের অলীক স্বপ্ন। ভালো খেলাই প্রত্যাশা তাদের। গতবারের চেয়ে পয়েন্ট তালিকায় খানিকটা উপরে থেকে লিগ শেষ করতে পারলেই সন্তুষ্ট হবে দলটি। কারণ, তাদের দলটা একেবারেই সাদামাটা। সেই দল নিয়েও অবশ্য ফেডারেশন কাপের কোয়াটার্র ফাইনাল খেলেছে বিজেএমসি। সেটাকেই অনুপ্রেরণা হিসেবে নিয়ে শেষ মুহ‚তের্র প্রস্তুতিতে ব্যস্ত দলটি।

আরেকদিকে, মৌসুমের প্রথম দুই টুনাের্মন্ট ফেডারেশন কাপ আর স্বাধীনতা কাপে কোয়াটার্র ফাইনাল খেলাটাকেও অনুপ্রেরণা হিসেবে নিতে পারছে না চট্টগ্রাম আবাহনী। কারণটা হলÑ দলে ভালো মানের স্থানীয় খেলোয়াড়ের ঘাটতি রয়েছে। অবশ্য তাদের বিদেশি সংগ্রহটা বেশ ভালো। রক্ষণে মুফতা লাওয়াল আর ড্যানিয়েল তাগো, মাঝমাঠে মমদৌ বাহ আর আক্রমণে মাগালান আওয়ালা পরীক্ষিত সৈনিক। তাদের নিয়ে লিগে দল ভালো করবে, এমনটাই প্রত্যাশা ক্লাব ম্যানেজার আরমান আজিজের।

তবে দলটির কোচ জুলফিকার মাহমুদ মিন্টু মানছেন বাস্তবতা। স্থানীয়রা ভালো করতে না পারায় লিগকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন না তিনি, ‘গত মৌসুমের অনেকেই এবারের দলে নেই। দলের স্থানীয় ফুটবলাররা গোল পাচ্ছে না। তারা নিয়মিত গোল পেলে আমাদের ফল অন্যরকম হতো। আমি লিগে শিরোপার স্বপ্ন দেখছি না। তবে ভালো খেলে উপরের সারিতে থেকে লিগ শেষ করতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32351 and publish = 1 order by id desc limit 3' at line 1