শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসে রোনালদোর প্রথম শিরোপা

ক্রীড়া ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০
জুভেন্টাসের জাসিের্ত প্রথমবার শিরোপার স্বাদ পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় এসি মিলানের বিপক্ষে নিজে গোল করে দলকে পাইয়ে দিলেন ইতালিয়ান সুপার কাপ। পরে ট্রফি নিয়ে উচ্ছাস করছেন রোনালদো-দিবালারা -ওয়েবসাইট

জুভেন্টাসের জাসিের্ত প্রথম শিরোপার স্বাদ পেলেন পতুির্গজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার রাতে পঁাচবারের বষের্সরা ফুটবলারের একমাত্র গোলেই এসি মিলানকে ১-০ ব্যবধানে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছে সিরি’আ জায়ান্টরা। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে এর আগেও দুবার মিলানের মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। প্রথম ফাইনালের লড়াইয়ে ২০০৩ সালে শিরোপা জিতলেও ২০১৬ সালে শিরোপা নিজেদের করে নেয় মিলান। দুই বছর বাদে আবারও শিরোপা পুনরুদ্ধার করল তুরিনের ক্লাবটি।

ইতালিয়ান লিগ ও কাপ জয়ী দুই দলের মধ্যে হয় সুপার কাপের লড়াই। কিন্তু গত মৌসুমে দুটিতেই শিরোপা জেতে জুভেন্টাস। তাই কোপা ইতালিয়ার রানাসর্আপ হিসেবে এবার প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেয় মিলান। বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোটর্স সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল জুভেন্টাসের। তবে মিলানের শক্তিশালী রক্ষণ দেয়ালে চির ধরাতে পারেনি আলেগ্রির দল। ৩১তম মিনিটে জজোর্ কিয়েলিনির ভলি হাতছাড়া হলে প্রথম সুযোগ হারায় জুভেন্টাস। এরপর ৪৩তম মিনিটে সুযোগ আসে রোনালদোর সামনে। কিন্তু তার করা বাইসাইকেল কিক গোল পোস্টের পাস ঘেঁষে চলে যায় বাইরে। গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমাধর্।

দ্বিতীয়াধের্ ঘুমপাড়ানি ম্যাচটির ঘুম ভাঙান রোনালদো। ৬১তম মিনিটে বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের বাড়ানো বলে মাথা ছুঁইয়ে মিলানের জালে পাঠান সিআরসেভেন। নতুন ক্লাবে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে মোট ২৬ ম্যাচে ১৬ গোল করলেন পতুির্গজ ফরোয়াডর্। পরবতীের্ত মিলানকে আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি জুভেন্টাস। ১-০ গোলে জয়েই শিরোপা উৎসবে মাতে ওল্ড লেডিরা।

ম্যাচশেষে জয়ের নায়ক রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন জুভ কোচ আলেগ্রি। বলেছেন, ‘এ কারণেই আমরা রোনালদোকে দলে নিয়েছি। কারণ, রোনালদো বড় ম্যাচে গোল করতে পারদশীর্। আজ সে তা করে দেখিয়েছে। তবে পুরো দলের পারফরম্যান্সই দারুণ ছিল।’

ইতালিয়ান লিগ ও কাপ জয়ী দুই দলের মধ্যে হয় সুপার কাপের লড়াই। কিন্তু কোপা ইতালিয়ার রানাসর্আপ হয়েও ফাইনালে জায়গা করে নিয়েছে মিলান, কারণ গত মৌসুমে দ্বিমুকুট জিতেছিল জুভেন্টাস। এদিকে চেলসিতে যাওয়ার গুঞ্জনের মধ্যেই এদিন বঞ্চে বসিয়ে রাখা হয় স্ট্রাইকার গনসালো হিগুয়েইনকে। যদিও ম্যাচ শুরুর আগে তার জ্বর হয়েছে এমন সংবাদ প্রচার হয়েছে।

তবে এদিন রোনালদো কেড়েছেন সব আলো। তার একমাত্র গোলে তুরিন ক্লাব জিতেছে অষ্টম সুপারকোপা। তাতে মিলানকে পেছনে ফেলে এই টুনাের্মন্টের সবচেয়ে সফল দল এখন জুভেন্টাস। প্রথমাধের্ খুব বেশি স্পষ্ট সুযোগ পায়নি জুভেন্টাস। রোনালদোর অ্যাক্রোবেটিক ভলি মাটিতে লেগে ব্যথর্ হয়। মিলানের উইঙ্গার হাকান কালাহানোগলুর শট দারুণভাবে সেভ করেন উজচেখ শেসনি। আর তাই ম্যাচ শেষে রোনালদো বলেছেন, ‘খুব কঠিন একটা ম্যাচ ছিল এটা। খুব গরম এখানে, খেলা কষ্টের ছিল। ২০১৯ সাল ট্রফি দিয়ে শুরু করার খুব ইচ্ছা ছিল আমার। জুভেন্টাসের হয়ে প্রথম ট্রফি জিতলাম, খুব খুশি আমি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32616 and publish = 1 order by id desc limit 3' at line 1