শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যানইউর জয়, চেলসির হার

ক্রীড়া ডেস্ক
  ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০
গোলের পর ছুটছেন মাকোর্স রাশফোডর্। পেছনে হতাশ গোলরক্ষকসহ ব্রাইটনের খেলোয়াড়রা। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় রাশফোডর্ আর পল পগবার গোলে দলটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড Ñওয়েবসাইট

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার দুইরকম রাত কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। এতে ম্যানইউর দায়িত্ব নেয়ার পর লিগে টানা ষষ্ঠ জয়ের দারুণ এক রেকডর্ গড়েছেন ওলে গুনার সুলশার। অন্যদিকে আসের্নালের কাছে ২-০ গোলে হেরে গেছে চেলসি। আলেক্সজান্ডার ল্যাকাজেত এবং লরেন্ট কোসিয়েলনির গোলে নিয়েছে প্রথম পবের্ হারের মধুর প্রতিশোধ নিয়েছে গানাররা। অ্যানফিল্ডে লিভারপুল জিতেছে ৭ গোলের রোমাঞ্চে। ক্রিস্টাল প্যালেসকে ৪-৩ গোলে হারিয়ে লিগের শীষের্ তারা।

ঘরের মাঠে ম্যানইউ ম্যাচের ২৭ মিনিটেই লিড নেয়। এ সময় পেনাল্টি পায় রেড ডেভিলসরা। পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে এগিয়ে নেন পল পগবা। প্রথমাধের্র বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন মাকার্স রাশফোডর্, তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমাধের্র খেলা শেষ করে স্বাগতিকরা। বিরতির পর ৭২ মিনিটে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাইটন। গোলটি করেন প্যাসকাল গ্রোব। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। ২৩ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে তারা।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের চতুদর্শ মিনিটে দারুণ এক গোলে আসের্নালকে এগিয়ে দেন ল্যাকাজেত। ৩৯তম মিনিটে কিছুটা সৌভাগ্যসূচক গোলে ব্যবধান দ্বিগুণ করে গানাররা। গ্রিক ডিফেন্ডার সক্রেটিস পাপাস্তাথোপুলসের উঁচু করে বাড়ানো বলে হেড করতে গিয়ে মাথা ছেঁায়াতে পারেননি কোসিয়েলনি। তবে বল তার কঁাধে লেগে জালে জড়ায়। বিরতির ঠিক আগে ভাগ্যের ফেরে গোল পায়নি চেলসি। স্প্যানিশ ডিফেন্ডার আলোনসোর লাফিয়ে নেয়া হেডে বল পোস্টে লেগে ফেরে। যদিও ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখা বøুজরা শেষ দিকে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায়। তাতেও লাভ হয়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হয় সারির শিষ্যদের। এরপরও ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুথর্ স্থানেই আছে চেলসি। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে এর পরেই আছে আসের্নাল।

এদিকে আনফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে লিভারপুলের বিপক্ষে প্রথমে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ৩৪তম মিনিটে গোলটি করেন টাউনসেন্ড। এই ব্যবধান ধরে রেখেই তারা বিরতিতে যায়। বিরতির পর ৪৬তম মিনিটে মোহাম্মদ সালাহর গোলে ম্যাচে সমতা আনে লিভারপুল। ৫৩তম মিনিটে রবাতোর্ ফিরমিনোর গোলে ২-১ গোলে লিড নেয় তারা। তবে ৬৫তম মিনিটে জেমস তোমকিন্সের গোলে ২-২ সমতা আনে ক্রিস্টাল প্যালেস। ৭৫তম মিনিটে সালাহর গোলে লিভারপুল ৩-২ লিড নেয়।

৮৯তম মিনিটে জেমস মিনার লাল কাডর্ দেখে মাঠ ছাড়ায় লিভারপুল দশজনের দলে পরিণত হয়। তবুও অতিরিক্ত সময়ে (৯০+৩) মিনিটে সাদিও মানের গোলে ৪-২ গোলে এগিয়ে যায় লিভারপুল। (৯০+৫) মিনিটে গোলের দেখা পায় ক্রিস্টাল প্যালেস। গোলটি করেন ম্যাক্স মেয়ার। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33112 and publish = 1 order by id desc limit 3' at line 1