বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অঘটনের দিনে ফেদেরারের বিদায়

ক্রীড়া ডেস্ক
  ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০
হারের হতাশা রজার ফেদেরের চোখেমুখে। রোববার অখ্যাত গ্রিক তরুণ স্টেফানোসের (ইনসেটে) কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের চতুথর্ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সুইস কিংবদন্তি Ñওয়েবসাইট

রীতিমতো অঘটনের ঘনঘটা অস্ট্রেলিয়ান ওপেনের চতুথর্ রাউন্ডে। মেয়েদের একক থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই অ্যাঞ্জেলিক কারবার আর রুশ গø্যামারগালর্ মারিয়া শারাপোভা। তবে দুই তারকার বিদায়কেও ছাপিয়ে গেছে মহাতারকা রজার ফেদেরারের বিদায়। রোববার ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিদায়ঘণ্টা বাজিয়েছেন ২০ বছরের অখ্যাত তরুণ স্টেফানোস টিসিসটিপাস। গ্রিসের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড ¯øামের কোয়াটার্র ফাইনালে উঠে তিনি গড়েছেন ইতিহাস।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরার যাত্রা করেছিলেন টানা তৃতীয় শিরোপায় চোখ রেখে। শুরুটাও ভালো ছিল। ছন্দময় পারফরম্যান্স উপহার দিয়েই ২০টি গ্র্যান্ড ¯øামজয়ী সুইস কিংবদন্তি উঠে আসেন চতুথর্ রাউন্ডে। কিন্তু রোববার খেই হারালেন ২০ বছরের অখ্যাত এক তরুণের কাছে। শুরু থেকেই পড়েন স্টেফানোসের প্রতিরোধের মুখে। চার সেটের তিনটিই টাইব্রেকারে নিয়ে গেছেন গ্রিক তরুণ। তার দুরন্ত পারফরম্যান্সের সামনে তিন ঘণ্টা ৪৫ মিনিটের লড়াই করে ৩৭ বছর বয়সী ফেদেরার হার মানেন ৬-৭ (১১/১৩), ৭-৬ (৭/৩), ৭-৫, ৭-৬ (৭/৫) গেমে।

ফেদেরারের মতো গ্রেটকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম কোনো গ্র্যান্ড ¯øামের কোয়াটার্র ফাইনাল নিশ্চিত করার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন স্টেফানোস। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘বণর্না দেয়ার মতো আমার কিছুই নেই এখানে। এখন আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ।’ সঙ্গে যোগ করেন, ‘আসলে একেবারে শুরু থেকেই আমি আমার সামথর্্য এবং নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী থাকার মনোভাব ঠিক করে রেখেছিলাম।’

স্টেফানোস আরও বলেছেন, ‘রজার একজন লিজেন্ড। বছরের পর বছর ভালোমানের টেনিস খেলা উপহার দিয়েছেন তিনি। ছয় বছর বয়স থেকে আমি তার বিষয়গুলো খুটিয়ে দেখছি। তার মুখোমুখি হওয়াটাই স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল।’ সঙ্গে যোগ করেন, ‘আগ্রাসী মনোভাবটা রাখাটা যেমন গুরুত্বপূণর্ তেমনি কি ঘটতে যাচ্ছে সেটা নিয়ে বেশি না ভাবাটাও গুরুত্বপূণর্। আমি ধৈযর্্য হারাইনি, ব্রেক পয়েন্ট জয়ে গুরুত্বপূণর্ ছিল এটা। আমি আমার জীবনে এমন সরব দশর্ক কখনোই দেখিনি।’

ফেদেরারের বিদায়ের দিনে কোয়াটার্র ফাইনালে উঠেছেন ছেলেদের টেনিসের আরেক মহারথী রাফায়েল নাদাল। চতুথর্ রাউন্ডে স্প্যানিশ গ্রেট ৬-০, ৬-১, ৭-৬ (৭/৪) গেমে উড়িয়ে দিয়েছেন টমাস বাডির্চকে। কোয়াটার্র ফাইনালে উঠেছেন নাদালের স্বদেশি বাতিস্তা আগুতও। ষষ্ঠ বাছাই মারিন সিলিচকে হারিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের টিয়াফোর কাছে হেরে বিদায় নিয়েছেন গ্রিগর দিমিত্রভও। সাবেক প্রেমিকের দুদর্শার দিনে মারিয়া শারাপোভা নিজেও অঘটনের শিকার হয়েছেন। বাটির্র কাছে ৪-৬, ৬-১, ৬-৪ গেমে হেরে গেছেন রুশ সুন্দরি। দ্বিতীয় বাছাই অ্যাঞ্জেলিক কারবার তো অবাছাই কলিনসের বিপক্ষে লড়াইটাও গড়তে পারেননি। হেরেছেন ৬-০, ৬-২ গেমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33114 and publish = 1 order by id desc limit 3' at line 1