শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন সম্মাননায় কোহলির ইতিহাস

ক্রীড়া ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০
বিরাট কোহলি

সাফল্যে মোড়া দারুণ একটি বছর কাটিয়েছেন বিরাট কোহলি। গত বছরে চোখ ধঁাধানো পারফরম্যান্সে ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম আইসিসির তিনটি সম্মাননা নিজের করে নিয়েছেন। জিতেছেন বষের্সরা ক্রিকেটার, বষের্সরা টেস্ট ক্রিকেটার ও বষের্সরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব।

ইতিহাস তিনি আগেও গড়েছেন। এখনো গড়ে চলছেন। সামনে আরও গড়বেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ক্রিকেট খেরোখাতায় শুধু কোহলির জন্যই লাগবে আলাদা একটা অধ্যায়! মাঠে নামলেই তো গড়ছেন কোনো না কোনো রেকডর্ অথবা কীতির্। এবার পেলেন মাঠে বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি। সে এমন স্বীকৃতি যা ইতিহাসে আর কারও নেই।

বষের্সরা ক্রিকেটার (স্যার গারফিল্ড সোবাসর্ ট্রফি)। বষের্সরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার। গত বছর দুদার্ন্ত ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে আইসিসির এই শীষর্ তিন বষের্সরা ট্রফি-ই এবার জিতলেন কোহলি। ভারতীয় অধিনায়কের আগে ইতিহাসে আর কোনো ক্রিকেটারই এক বছরে শীষর্ তিন ক্যাটাগরিতেই বষের্সরা ট্রফি জিততে পারেননি। শুধু কি তাই! এই তিন ক্যাটাগরিতে বষের্সরা হওয়ার সঙ্গে আইসিসির বষের্সরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবেও বেছে নেয়া হয়েছে কোহলিকে। অথার্ৎ এক বছরে একই সঙ্গে শীষর্ তিন ব্যক্তিগত বষের্সরা ট্রফি জয় এবং দুটি সংস্করণে বষের্সরা দলের অধিনায়ক হওয়া প্রথম ক্রিকেটারও কোহলি!

বষের্সরা ক্রিকেটার ও বষের্সরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে কোহলিকে সবর্সম্মতিক্রমে বেছে নিয়েছে আইসিসির ভোটিং একাডেমি। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা এ তালিকায় দ্বিতীয়। এই দুটি ক্যাটাগরিতেই কোহলির কাছে হেরেছেন টেস্টে গত বছরের সবোর্চ্চ উইকেটশিকারি (১০ ম্যাচে ৫২ উইকেট) রাবাদা। বষের্সরা ওয়ানডে ট্রফি জয়ের দৌড়ে কোহলির কাছে হেরেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। গত বছর ২০ ওয়ানডেতে সবোর্চ্চ ৪৮ উইকেট নিয়েছেন রশিদ।

কোহলি একই সঙ্গে এত ট্রফি জিতে অভিভূত হলেও পা রাখছেন মাটিতেই। ভারতীয় অধিনায়ক বলেন, ‘খুব ভালো লাগছে। সারা বছর ধরে কঠোর পরিশ্রমের পুরস্কার পেলাম। সবচেয়ে ভালো লাগছে এই ভেবে যে, আমার ভালো করার সঙ্গে দলও ভালো করছে। আইসিসির মতো বৈশ্বিক সংস্থার কাছ থেকে এই স্বীকৃতি ক্রিকেটার হিসেবে যে কাউকে গবির্ত করবে।’

এ ছাড়া ভারতীয় ঋষভ পান্ত জিতেছেন উদীয়মান বছর সেরা ক্রিকেটারের পুরস্কার। স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকলয়েড হয়েছেন সহযোগী দেশগুলোর মাঝে বছরসেরা ক্রিকেটার। বছর সেরা স্পিরিট অ্যাওয়াডর্ পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর বছর সেরা আম্পায়ার হয়েছেন শ্রীলংকার কুমার ধমের্সনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33478 and publish = 1 order by id desc limit 3' at line 1