বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

সরফরাজের বিপক্ষে

বণর্বাদের অভিযোগ

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার আন্দিলে ফেলুকোয়োকে ‘কালো’ বলে বিতকর্ ডেকে এনেছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। তার বিরুদ্ধে বণর্বাদী আচরণের অভিযোগ উঠেছে। এ জন্য ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা আইসিসির আইনে শাস্তি পেতে পারেন তিনি।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করছিল প্রোটিয়ারা। ইনিংসের এক পযাের্য় উইকেটের পেছনে ফেলুকোয়োকে উদ্দেশ্য করে উদুের্ত কিছু একটা বলেছিলেন সরফরাজ। যার অথর্ এমন, ‘ওহে কালো ছেলে! তোমার মা আজ কোথায় বসেছেন। তোমার জন্য ওনাকে আজ কী প্রাথর্না করতে দেখেছো?’ ম্যাচ শেষে সরফরাজ অবশ্য বলেছেন, ‘ওটা একটা ভালো কথোপকথন ছিল।’

ম্যাচে ৬৯ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটের জয় এনে দেন ফেলুকোয়ো। এর আগে বল হাতেও সফল ছিলেন। নেন ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কারটা তাই উঠে তার হাতে।

বোল্টের মনোযোগ এখন ব্যবসায়

ক্রীড়া ডেস্ক

ফিল্ড অ্যান্ড ট্র্যাককে বিদায় জানানোর পর পেশাদার ফুটবলার হওয়ার তীব্র আকাক্সক্ষা ছিল উসাইন বোল্টের। লালিত স্বপ্ন বাস্তবায়নে জ্যামাইকান বজ্রবিদ্যুৎ উড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। খেলেছেন কয়েকটি অনুশীলন ম্যাচ, কিন্তু ক্লাবগুলোকে আগ্রহী করার মতো তেমন পারফরম্যান্স দেখাতে পারেননি। তাই স্বপ্ন অপূণর্ রেখেই ক্রীড়া জীবনের ইতি টেনেছেন অলিম্পিকে ৮টি সোনাজয়ী বোল্ট। এবার তিনি মনোযোগী হচ্ছে ব্যবসায়।

২০১৭ সালে অ্যাথলেটিক্সকে বিদায় দেয়া বোল্ট জানালেন, এই মুহূতের্ ভিন্ন ধারার ব্যবসাতে জড়াচ্ছেন নিজেকে, ‘আমি এই মুহূতের্ ভিন্ন বাণিজ্যিক ভাবনায় যুক্ত হচ্ছি। পাইপ লাইনে অনেক কিছুই আছে, তাই আপাতত ব্যবসায়ী হওয়ার চেষ্টা করছি।’ ১০০ মিটার ও ২০০ মিটারে বিশ্ব রেকডর্ধারী এই অ্যাথলেট জানালেন, অস্ট্রেলিয়ায় সময়টা বেশ উপভোগ করেছেন। তবে আক্ষেপও করলেন সেখানে সবকিছু মনমতো না হওয়ায়, ‘যতদিন ছিলাম বেশ উপভোগ করেছি। আমি বলব না সবকিছু ঠিকঠাক মতো হয়নি, তবে যেভাবে চেয়েছি সেভাবে হয়নি।’

স্টামফোডর্ ব্রিজে যোগ দিলেন হিগুয়েন

ক্রীড়া ডেস্ক

তিনি জুভেন্টাসের খেলোয়াড়, ধারে খেলছিলেন ইতালিয়ান সিরি’আর আরেক ক্লাব এসি মিলানে। সেখান থেকে ৩১ বছর বয়সী আজের্ন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনের নতুন ঠিকানা ইংলিশ ক্লাব চেলসি। ইতোমধ্যে স্টামফোডর্ ব্রিজে পেঁৗছেও গেছেন তিনি। সাবেক গুরু মাউরিসিও সারির সঙ্গে নতুন করে জুটি বাধার অপেক্ষায় হিগুয়েন। যদিও এখন পযর্ন্ত ডাক্তারি পরীক্ষা হয়নি তার। হয়নি রেজিস্ট্রেশনও। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না, টটেনহামের বিপক্ষে আজ লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে তিনি খেলবেন কিনা।

২০১৬ সালে নাপোলি থেকে ৭৫.৩ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে গিয়েছিলেন হিগুয়েন। দুই মৌসুমে ৪০ গোল করার পর গত আগস্টে ধারে এসি মিলানে যোগ দেন। তখন শতর্ ছিল, মৌসুমের শেষে চুক্তিটি স্থায়ী করা হবে এবং ফি’র পরিমাণ হবে ৩৬ মিলিয়ন ইউরো। এসি মিলানে তার শুরুটা ছিল দারুণ। প্রথম ৫ ম্যাচেই করেছিলেন ৬ গোল। কিন্তু এর পর থেকেই গোলখরায় ভুগছিলেন এই আজের্ন্টাইন। সবশেষ ১২ ম্যাচে মাত্র একবার লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছেন। এখন দেখার চেলসিতে সাবেক কোচের অধীনে হিগুয়েন নিজেকে আবার নতুন করে ফিরে পান কি-না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33655 and publish = 1 order by id desc limit 3' at line 1