শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফ্রিদিকে দেখে কষ্ট ভুলেছেন ফরহাদ

ক্রীড়া প্রতিবেদক
  ৩১ জানুয়ারি ২০১৯, ০০:০০

মুস্তাফিজুর রহমানের কাটারের মুখে পড়বেন অথচ বিভ্রান্ত হবেন না, এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া কঠিন। ¯øগ ওভারের অন্যতম সেরা অস্ত্র ফিজ রাজশাহী কিংসের হয়ে বিপিএলে করছেন দুদার্ন্ত। শেষে এসে গড়ে দিচ্ছেন ম্যাচের পাথর্ক্য। ডট বলের ভোজবাজিতে হয়ে উঠছেন নায়ক; তাতে ক্রিজে থাকা ব্যাটসম্যানটি পরিণত হচ্ছেন খলনায়কে।

মিরপুরে রংপুর রাইডাসের্র ফরহাদ রেজা ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের শহিদ আফ্রিদির নাভিশ্বাস ওঠে মুস্তাাফিজের ছোড়া বলে ব্যাট ছোঁয়াতে। তাদের অসহায়ত্বের পর ম্যাচ হেরে যায় দল। ভিন্ন ভিন্ন ম্যাচে দলের খুব প্রয়োজনের সময় ফরহাদ ও আফ্রিদি বল মিসের মহড়া দেন ২২ গজে। শুরুটা ফরহাদকে দিয়ে। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। মুস্তাফিজের ৫ বল ব্যাটেই লাগাতে পারেননি এ ডানহাতি ব্যাটসম্যান। রাজশাহীর কাছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডাসর্ জয়ের খুব কাছে গিয়ে হার মানে ৫ রানে।

গত ১৩ জানুয়ারি নিঘুর্ম রাত কেটেছিল ফরহাদের। সেদিনের মতো বাজে দিন তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে একটিও নেই। জয়ের থেকে মাত্র ৯ রান দূরে ছিল রংপুর। রাজশাহী কিংসের বিপক্ষে জয়টা খুব দরকার ছিল তাদের। ৪২ রানে অপরাজিত থাকা রাইলি রুশো ক্রিজে থাকায় নিশ্চিন্তে ছিল রংপুর। অপরপ্রান্তে ছিলেন ফরহাদ। কিন্তু সেদিন দলকে জয় এনে দিতে পারেননি রংপুরের এই পেস অলরাউন্ডার। আর তাই নিজের কঁাধে দোষের বোঝা চেপে ঘুরে বেড়ানো ফরহাদের কষ্ট অবশ্য লাঘব করে দিয়েছেন আফ্রিদি। সপ্তাহখানেক পর যখন ম্যাচের শেষদিকে পাকিস্তানি হাডির্হটার ব্যাটসম্যানও এক ওভারে মুস্তাফিজের ৪ বল ব্যাটে নিতে পারেননি। তা দেখে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল ফরহাদের।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুস্তাফিজের রাজশাহীর সঙ্গে আবারও মুখোমুখি হয় ফরহাদের রংপুর। সহজেই হারালেও আগের মুখোমুখি দেখায় যে বাজে অভিজ্ঞতা হয়েছিল সেটি নিয়েও বললেন ফরহাদ, ‘ওই দিন অনেক কষ্ট গেছে, আমি বল ব্যাটে লাগাতে পারিনি। পরে চার-পাঁচ দিন পর ভালো লেগেছে আফ্রিদিও যখন মুস্তাফিজরে চার বল ব্যাটে খেলতে পারেনি। তখন মনে হয়েছে আমি ঠিক আছি।’

মিরপুরে সেদিনের ম্যাচে মুস্তাফিজের করা ওভারের প্রথম বলে এক রান নেন রুশো। পরের চার বলে ব্যাটেই বল লাগাতে পারেননি ফরহাদ। জয়ের দ্বারপ্রান্তে থাকা রংপুর ম্যাচ হেরে যায় ৫ রানে। বিষণœ, বিমষর্ ফরহাদ ম্যাচ হারের কষ্ট ভুলতে পারেননি সহজে। তার ওপর দলটি ছিল তার চিরচেনা রাজশাহী। আর এই প্রিয় রাজশাহীর বিপক্ষে খেলাটাও তার কাছে কিছুটা হলেও কষ্টের বললেন ফরহাদ, ‘রাজশাহীর বিপক্ষে খেলা আমার জন্য সাত্যিই কষ্টের, কারণ এই শহরে আমি বড় হয়েছি। এটা আমার হোমটাউন। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে বলব প্রতিটি ম্যাচই আমার কাছে গুরুত্বপূণর্। চেষ্টা করি প্রতিটি ম্যাচ ভালো খেলতে। এখনো তৃপ্তি আসেনি। এখনো আরও কিছু ম্যাচ বাকি আছে। আরও যেন উন্নতি করতে পারি, সেদিকে তাকিয়ে আছি।’

অলরাউন্ডার ফরহাদ রেজা ব্যাট হাতে একটা ম্যাচে দলকে ডোবানোর পর প্রমাণ করতে খুব একটা সময় নেননি। পুষিয়ে দিয়েছেন সিলেট পবের্। স্বাগতিক সিলেট সিক্সাসের্র বিপক্ষে ৬ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলে এনে দেন দারুণ এক জয়। তবে ফরহাদের মূল কাজ অবশ্য বোলিং। সেটি এবারের বিপিএলে করছেন দুদার্ন্ত। ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে বিপিএলের চলতি আসরের দ্বিতীয় সবোর্চ্চ উইকেট শিকারি রংপুরের এই পেসার। মঙ্গলবার রাজশাহী কিংসের বিপক্ষে ৩২ বছর বয়সি এ পেসার ৩০ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। আর তাতে তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। তবে এখানেই থেমে যেতে চান না। রংপুরকে আরও বড় কিছু দিতে দারুণভাবে মুখিয়ে আছেন ফরহাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<34673 and publish = 1 order by id desc limit 3' at line 1