বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নিউজিল্যান্ড যাচ্ছেন ইমরুল কায়েসও

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেটে দুভার্গা ক্রিকেটারদের যদি তালিকা তৈরি করা হয় তাতে প্রথম দিকেই থাকবে তার নাম। জাতীয় দলে এই আছেন তো এই নেই। তবু তৈরি হয়ে অপেক্ষায় থাকেন দেশের হয়ে যেকোনো সময় নিজেকে উজাড় করে দেয়ার।

এইতো গেল বছরের সেপ্টেম্বরে হঠাৎ করেই ডাক পড়েছিল দুবাইতে এশিয়া কাপে খেলার জন্য। ২২ সেপ্টেম্বর মধ্যরাতে পৌঁছে ২৩ তারিখে খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে মান বঁাচানো অপরাজিত ৭২ রানের ইনিংস! এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ৯০ রানের ইনিংসসহ খেলেছিলেন দুটি শতকের ইনিংস (১৪৪ ও ১১৫)।

টানা ভালো খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে ব্যথর্তাই বোধহয় কাল হয়ে দঁাড়িয়েছিল ইমরুল কায়েসের জন্য। তার খেসারত, নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়া। নিউজিল্যান্ড সফরের জন্য গত ২৩ জানুয়ারি ওয়ানডে এবং টেস্ট উভয় সিরিজের জন্যই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোডর্ (বিসিবি)। কিন্তু এই সিরিজে ইমরুলকে দলে না নেয়ায় সমালোচনা তৈরি হয়।

এ নিয়ে যেমন হতাশ ছিলেন বঁাহাতি ইমরুল, তেমনি হতাশ হয়েছে টাইগার ক্রিকেটের সমথর্করা।

হতাশ হবারই কথা। শেষ ১০টি ওয়ানডে ম্যাচে যদি তামিম ইকবাল, সৌম্য সরকার আর লিটন দাসের সঙ্গে তার পারফমর্ বিবেচনা করা হয় তাতে তামিম ১০ ম্যাচ খেলে ৪টি অধর্শতক আর দুটি শতকসহ করেছেন ৫১৬ রান। সৌম্য ১০ ম্যাচে ১টি অধর্শতক ও ১টি শতকসহ করেছিলেন মোট ২৬৯ রান। লিটন দাসেরও ১টি অধর্শতক আর ১টি শতকসহ মোট ৩৩৪ রান।

এই বিবেচনায় ইমরুল কায়েস ঢের এগিয়ে। শেষ ১০ ম্যাচে ২টি অধর্শতকের সঙ্গে ২টি শতকের ইনিংসসহ মোট ৫০৫ রান। এমন পারফমের্র পরও কেন দলে নেই ইমরুল? গত ক’দিন ধরে এ নিয়ে আলোচনার শেষ নেই ক্রিকেট পাড়ায়।

অবশেষে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোডর্ প্রধান নাজমুল হাসান পাপন নিশ্চিত করেন, নিউজিল্যান্ড সফরে থাকছেন ইমরুল কায়েস। ১৫ সদস্যের দলে যোগ হয়েছে তার নামও। অথার্ৎ সিরিজটি খেলতে ১৬ সদস্যের দল দেশ ছাড়বে। বিপিএলের কারণে দুই ভাগে ভাগ হয়ে রওনা করবে ওয়ানডে দল। প্রথমে ৫ ফেব্রæয়ারিতে এরপর যারা বিপিএলের ফাইনালে উত্তীণর্ হবে তারা যাবে ৯ ফেব্রæয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<34802 and publish = 1 order by id desc limit 3' at line 1