শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ইউরোপিয়ান ফুটবল

জিরোনাকে উড়িয়ে সেমিতে রিয়াল

ক্রীড়া ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
চওড়া হাসি করিম বেনজেমার মুখে। বৃহস্পতিবার জোড়া গোল করে রিয়ালকে জিতিয়েছেন তিনিই। গড়েছেন রেকডর্, দলকে তুলে দিয়েছেন কোপা দেল’রের সেমিফাইনালে Ñওয়েবসাইট

প্রথম লেগে জিরোনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ চারে এক পা দিয়ে রেখেছিল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে ৩-১ গোলে জিতল তারা। তাতে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে কোপা দেল’রের সেমির টিকিট নিশ্চিত করল সান্তিয়াগো সোলারির শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে রিয়ালের জয়ের নায়ক করিম বেনজেমা। জোড়া গোল করেছেন এই ফরাসি ফরোয়াডর্। অপর গোলটি এসেছে মাকোর্স লরেন্তের পা থেকে।

ঘরের মাঠে ম্যাচ শুরুর চতুথর্ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত জিরোনা। গ্র্যানেলের নেয়া ফ্রি-কিক বাবের আঘাত হানায় গোলবঞ্চিত হয় স্বাগতিকরা। এরপরও বেশ আত্মবিশ্বাসী ছিল রিয়াল। কিন্তু এরপর বেনজেমা দারুণ একটি সুযোগ নষ্ট করেন। সেই আক্ষেপ ফরাসি ফরোয়াডর্ কাটান ২৭ মিনিটে। দানি কারভাহালের অ্যাসিস্টে জিরোনার জালে বল পাঠান বেনজেমা। কয়েক মুহূতর্ পর স্বাগতিকদের সমতায় ফেরানোর সুবণর্ সুযোগ নষ্ট করেন ক্রিশ্চিয়ান স্টুয়ানি।

বিরতির আগ মুহূতের্ ব্যবধানটা দ্বিগুণ করে ফেলেন বেনজেমা। ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে প্রায় ১৪ গজ দূর থেকে বঁাকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ২০০৯ সালে যোগ দিয়ে বেনজেমা রিয়ালে ৪৪৬ ম্যাচ খেলে করলেন ২০৯ গোল। এতে মেক্সিকান উগো সানচেসকে টপকে ক্লাবের সবর্কালের শীষর্ গোলদাতার তালিকায় ছয়ে উঠে এলেন ফরাসি ফরোয়াডর্।

৬৫তম মিনিটে লুকাস ভাজকেসের শট পোস্টে লেগে ফিরে আসে। মিনিট ছয়েক বাদেই জিরোনার ব্যবধান কমিয়ে আনেন পেদ্রো পোরো (২-১)। এরপর ৭৬তম মিনিটে ড্যানিয়েল কেবায়োসের অ্যাসিস্টে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন মাকোর্স লরেন্তে। আর এই জয়ে শেষ চার নিশ্চিত হয় ২০১৪ সালের সবের্শ কোপা জেতা রিয়ালের।

শুক্রবার রাতেই হয়ে গেছে কোপা দেলরের সেমিফাইনালের ড্র পবর্। ড্র ভাগ্যে যে দলই সামনে পরুক তাদের বিপক্ষে খেলতে প্রস্তুত রিয়াল, এমনটাই জানিয়েছেন দলীয় কোচ সোলারি, ‘সেমিফাইনালে আমরা সেরা চার দল উঠেছি। দুটি লেগই হবে হবে সুন্দর ও কঠিন। আমরা কাকে পাব সেটা জানতে উন্মুখ হয়ে আছি, কালই জানতে পারব। সবকিছু জিততে চাইলে বাসার্সহ যে কোনো দলের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দলে এমন সব খেলোয়াড় দরকার যারা এমন মানসিকতার, আমরা তেমনই একটি দল পেয়েছি। আমরা দুই লেগে খুব ভালো খেলেছি। কিন্তু পরের ম্যাচে হবে নতুন লড়াই, একইভাবে খেলতে হবে আমাদের। এই খেলোয়াড়রা অসাধারণ যারা মাদ্রিদ ভক্তদের আনন্দ দেয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<34908 and publish = 1 order by id desc limit 3' at line 1