বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ইতিহাস গড়লেন মিতালি রাজ

ক্রীড়া ডেস্ক

আগের দিন ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলার মাইলফলক ছুঁয়েছেন ভারতের ওপেনার রোহিত শমার্। শুক্রবার ২০০তম ওয়ানডে খেলার মাইলফলক স্পশর্ করলেন ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ। মজার বিষয়, দুজনই মাইলফলকের ম্যাচটা খেলেছেন হ্যামিল্টনের সেডন পাকের্, দুজনেরই প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিরাট কোহলির অনুপস্থিতিতে বৃহস্পতিবার ভারতের অধিনায়ক ছিলেন রোহিত। আর মিতালি তো আগে থেকেই ভারত নারী দলের অধিনায়ক।

মিল আছে আরও, দুজনের মাইলফলকের ম্যাচেই ৮ উইকেটে হেরেছে ভারত! দুজনের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। আগেরদিন রোহিত করেছেন ৭, আর মিতালি রোহিতের চেয়ে দুই রান বেশি, ৯। একটি জায়গায় মিতালি গবর্ করতেই পারেন। ২০০ ওয়ানডে খেলা প্রথম নারী ক্রিকেটার যে তিনিই। ভারত নারী দল ওয়ানডে খেলেছে মোট ২৬৩টি। এর মধ্যে মিতালি খেলেছেন ২০০টি। ১৯৯৯ সালের ২৫ জুন মিতালির অভিষেক থেকে ভারত ওয়ানডে খেলেছে ২১৩টি, এর মধ্যে মাত্র ১৩টিতে শুধু মিতালি একাদশে ছিলেন না।

মিতালি আন্তজাির্তক ক্রিকেট খেলছেন ১৯ বছর ২১৯ দিন হলো। মেয়েদের মধ্যে এত দীঘর্ সময় আন্তজাির্তক ক্রিকেট খেলেননি আর কেউই। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মিতালির অভিষেক হয়েছিল মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে। অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। সবর্কনিষ্ঠ নারী সেঞ্চুরিয়ান তিনিই।

চোখের জলে হিউজকে স্মরণ

ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেছেন ট্র্যাভিস হেড। শ্রীলংকার বিপক্ষে ক্যানবেরা টেস্টে শতক পূণর্ করে আকাশের দিকে তাকিয়ে খুঁজেছেন তিনি ফিল হিউজকে। ওপারে চলে যাওয়া সতীথের্ক সেঞ্চুরি উৎসগর্ করার কথা ভাগাভাগি করতে গিয়ে হেডের চোখ বেয়ে নেমে আসে জল।

২০১৪ সালে শেফিল্ড শিল্ডে খেলার সময় শটর্ বলে মাথায় আঘাত পেয়ে মারা যান হিউজ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মমাির্ন্তক ঘটনার পর চার বছর কেটে গেলেও এখনও হিউজকে মনে ধরে রেখেছেন হেড। ক্যানবেরায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করে আকাশের দিকে তাকিয়ে উদযাপন করার সময় খুঁজেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে। সেঞ্চুরিটি কি হিউজকে উৎসগর্ করেছেন? ‘এসইএন রেডিও’র এমন প্রশ্নে হেড বলেছেন, ‘হ্যাঁ, অনেকভাবেই, যেখানে হিউজিও (ফিল হিউজ) ছিল। সত্যি বলতে অনেক আবেগপ্রবণ মুহূতর্ ছিল ওটা।’

কথাটা শেষ করতে পারলেন না হেড, চোখ বেয়ে নেমে এল জল। নিজেকে সামলে নিয়ে এরপর বললেন, ‘কঠোর পরিশ্রমের ফল এটি। একটা ভালো ইনিংসের দরকার ছিল আমার, চেষ্টা করেছি মোমেন্টাম ফিরিয়ে আনার। বানির্স (জো বানর্স) খুব ভালো করেছে, আর আমার মনে হয় আমি আবারও এটা (সেঞ্চুরি) করতে পারব।’

বাসেের্লানায় থেকে যেতে চান রাকিতিচ

ক্রীড়া ডেস্ক

নানা গুঞ্জনে ন্যু ক্যাম্পে ইভান রাকিতিচের ভবিষ্যৎ পড়েছে হাজারো প্রশ্নের মুখে। তবে দৃঢ় কণ্ঠে ক্রোয়াট মিডফিল্ডার জানিয়ে দিলেন, বাসেের্লানায় আরও অনেক বছর থাকতে চান তিনি। তাকে দলে নিতে আগ্রহী ইংলিশ ক্লাব চেলসি, এমন রিপোটর্ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এসেছে। কিন্তু রাকিতিচ ন্যু ক্যাম্পে থেকে যেতে অবিচল।

২০২১ সাল পযর্ন্ত বাসার্র সঙ্গে চুক্তি আছে রাকিতিচের। সময়টা আরও বাড়াতে চান ৩০ বছর বয়সী মিডফিল্ডার, ‘আমি এখানে থাকতে চাই। আর চুক্তি নতুন করে করলে আরও অনেক বেশি থাকতে পারব। এখানে আমি খুব সুখে আছি, সেটা সবাই জানে; বিশেষ করে প্রেসিডেন্ট। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার।’

সম্প্রতি বাসার্য় যোগ দিয়েছেন নাইজেল ডি ইয়ং। পরের মৌসুমে ডাচ মিডফিল্ডার একাদশে ঢুকে গেলে অনিশ্চয়তায় পড়ে যেতে পারে রাকিতিচের ভবিষ্যৎ। এই ক্রোয়াট অবশ্য বিষয়টাতে মোটেও বিচলিত নন, ‘এটা প্রেসিডেন্ট বা ম্যানেজারের জন্য ভালো প্রশ্ন হতে পারে। আমার জন্য এটা বিষয় নয়। তাছাড়া সবাই আমাকে জানে যে, আমি শুধু খেলতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<34914 and publish = 1 order by id desc limit 3' at line 1