শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্রুনাল-রোহিতে সমতায় ভারত

ক্রীড়া ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
রোহিত শমার্ : ৫০

ওয়েলিংটনের সিরিজের প্রথম টি২০তে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি ভারত। তবে ঘুরে দঁাড়াতে সময় নেয়নি সফরকারীরা। শুক্রবার অকল্যান্ডের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০তে ক্রুনাল পান্ডিয়ার বোলিং আর রোহিত শমার্র ফিফটিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচের টি২০ সিরিজে ১-১ ব্যবধানে সমতাও ফিরিয়ে এনেছে রোহিতের দল।

এদিন আগে ব্যাট করতে নেমে নিধাির্রত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পেঁৗছে যায় সফরকারী দল। ম্যাচসেরা হয়েছেন ক্রুনাল। অধিনায়ক হিসেবে টি২০তে ১৪ ম্যাচে এটি রোহিত শমার্র ১২তম জয়। ১৪ ম্যাচের পরিসংখ্যানে যা সবোর্চ্চ। তবে পাকিস্তানের সরফরাজ আহমেদ আর অস্ট্রেলিয়ার মাইকেল ক্লাকর্ও এই রেকডের্র সমান ভাগিদার।

রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৭৯ রান যোগ করেন শিখর ধাওয়ান-রোহিত শমার্। তবে এদিন রোহিত ছিলেন বেশি আগ্রাসী। ২৯ বলে ৫০ রান করে ইশ সোধির বলে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আউটও হন আগে। তবে দলের জয়ের পথে এগিয়ে নেয়ার পাশাপাশি দেখা পান দুটি মাইলফলকের। মাটির্ন গাপটিলকে (২ হাজার ২৭২) পেছনে ফেলে টি২০তে সবচেয়ে বেশি রানের রেকডর্ এখন রোহিতের (২ হাজার ২৮৮)। এ ছাড়া ৪ ছক্কায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন টি২০তে ছক্কার সেঞ্চুরি। তার ১০২ ছক্কার চেয়ে বেশি ছক্কা আছে গাপটিল (১০৩) ও ক্রিস গেইলের (১০৩)। তবে টি২০তে এখন সবোর্চ্চ ৫০?+ স্কোরের রেকডর্ও রোহিতের (২০ বার) দখলে।

লুকি ফাগুর্সনের গোলার মতো এক বাউন্সার পরে ধাওয়ানকে ফিরিয়েছেন ৩০ রানে। তারপরও ভারতের জিততে কোনো সমস্যা হয়নি। দলীয় ১১৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন বিজয় শঙ্কর (১৪)। তবে চতুথর্ উইকেটে ঋষভ পান্ত আর মহেন্দ্র সিং ধোনির অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে সহজ জয় তুলে নেয় ভারত। পান্ত ২৮ বলে ৪০ ও ধোনি ১৭ বলে রান ২০ করে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের শুরুটা ছিল ঠিক ভারতের উল্টো। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। পঞ্চম উইকেটে রস টেলর-কলিন ডি গ্র্যান্ডহোম ৭৭ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। মাত্র ২৮ বলে ৫০ রান করে আউট হন ডি গ্র্যান্ডহোম। যাতে ছিল একটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির মার।

গ্র্যান্ডহোমের বিদায়ের পর সংগ্রহটা আর বড় করতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড। ১৯তম ওভারের শেষ বলে রান আউট হন টেলর। ৪২ রান করলেও বল খেলেছেন ৩৬টি। খলিল আহমেদের করা শেষ ওভারে ৫ রানের বেশি নিতে পারেনি কিউইরা। ভারতের হয়ে সবোর্চ্চ ৩টি উইকেট নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া। বাঁহাতি পেসার খালিলের শিকার ২টি। এ ছাড়া ভুবনেশ্বর কুমার-হাডির্ক পান্ডিয়া নিয়েছেন ১টি করে উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<35901 and publish = 1 order by id desc limit 3' at line 1