বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএলেই বেশি আগ্রহী সাকিব!

wek¦Kvc gv_vq †i‡L Avgiv wm×všÍ wb‡qwQ gy¯ÍvwdRyi ingvb AvBwcGj †Lj‡e bv| mvwKe‡K wb‡q K_v n‡”Q, GLv‡b †`L‡Z n‡e †m wK Pvq, KviY †m AvBwcGj †Lj‡Z LyeB AvMÖnx ÑbvRgyj nvmvb cvcb
ক্রীড়া প্রতিবেদক
  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সামনে বিশ্বকাপ। কোনোরকম ঝুঁকি না নিতে তাই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মুস্তাফিজুর রহমানকে অনুমতি দিচ্ছে না বিসিবি। তবে সাকিব আল হাসানের ব্যাপারে ভিন্ন সুর শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আইপিএল খেলার ব্যাপারে সাকিবের ইচ্ছাকেই গুরুত্ব দেবেন তারা।

বিপিএলের ফাইনালে আঙুলের চোটে পড়ে সাকিব আল হাসান যেতে পারেননি নিউজিল্যান্ডে। তাকে ছাড়াই পুরো ওয়ানডে সিরিজ এবং অন্তত দুই টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। চোট সময়মতো সেরে গেলে ১৬ মার্চ থেকে তৃতীয় টেস্টে পাওয়া যেতে পারে তাকে।

এবারের আইপিএল শুরু হওয়ার কথা ১৯ মার্চ। মুস্তাফিজকে বাধা দিলেও এই টুর্নামেন্টে সাকিব খেলবেন কি না তা সাকিবের ওপরই ছেড়ে দিয়েছেন বিসিবিপ্রধান। নিউজিল্যান্ডে দলের খেলা দেখতে গিয়ে তিনি বলেছেন, 'বিশ্বকাপ মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না। সাকিবকে নিয়ে কথা হচ্ছে, এখানে দেখতে হবে সে কি চায়, কারণ সে আইপিএল খেলতে খুবই আগ্রহী। দ্বিতীয়ত, যদি সে না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কি না, কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মুস্তাফিজের কারণে।'

বিশ্বকাপের আগে আইপিএলের মতো টুর্নামেন্ট খেলে ক্রিকেটাররা ঝুঁকিতে পড়ুক তা চায় না বিসিবি। সাকিবকে আইপিএল খেলতে আপত্তি না করলেও সতর্ক থাকার কথা বলছেন নাজমুল, 'অবশ্যই এরকম টুর্নামেন্ট খেললে ইনজুরিতে পড়ার অনেক সম্ভাবনা থাকে। সবচেয়ে খারাপ ব্যাপার হবে যদি আমাদের কোনো ক্রিকেটার এ ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চোটের কারণে জাতীয় দলের খেলা মিস করে। আমার মনে হয় সে সতর্ক থাকবে। এ ছাড়া কি বলতে পারি।'

এবার নিউজিল্যান্ডে গিয়ে বেহাল দশা হয়েছে বাংলাদেশের। এমনিতে বিপিএল খেলে প্রস্তুতি ছাড়াই খেলতে যেতে হয়েছে বিরূপ কন্ডিশনে। তার মধ্যে চোটের কারণে নেই সাকিব। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে তাই বিন্দুমাত্র লড়াইও করতে পারেনি বাংলাদেশ। ঠাসা সূচিতে দলের এই ফল নিয়েও উদ্বিগ্ন বোর্ড প্রধান, 'আমরা এটা নিয়ে ভাবিত বটে। ঠাসা সূচির কারণে বিশ্রামের সুযোগ ছিল না। আমার মনে হয় এই প্রথম কোনো সিরিজ খেলতে এলাম কোনো রকমের প্রস্তুতি ছাড়া। খেলোয়াড়রা সবাই বিপিএল থেকে সরাসরি চলে এসেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37162 and publish = 1 order by id desc limit 3' at line 1