শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
টেস্ট সিরিজ

টেস্টে আফগানিস্তানের ইতিহাস

ক্রীড়া ডেস্ক
  ১৯ মার্চ ২০১৯, ০০:০০
দেরাদুনে একমাত্র টেস্টে আইরিশদের হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর ট্রফি নিয়ে উচ্ছ্বাস আফগানদের -ওয়েবসাইট

২০১০ সালে প্রথমবার টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ, ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৭ সালে আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের পর ভারতের বিপক্ষে গেল বছর অভিষেক টেস্টে খেলতে নেমেছিল আফগানিস্তান। বেঙ্গালুরুতে ওই ম্যাচটিতে একতরফাভাবে দুদিনেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল আফগানদের। ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্টে মাঠে নেমে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেল যুদ্ধবিধ্বস্ত দেশটি। অভিষেক টেস্টে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারলেও চার দিন লড়াই করেছিল। দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে প্রথম জয়টি এসেছে সাত উইকেটে। প্রায় দেড়দিন হাতে রেখেই।

সোমবার চতুর্থদিনে জয়ের জন্য আফগানদের দরকার ছিল ১১৮ রান। রহমত শাহ ও ইহসানউলস্নাহর ব্যাটে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ফলে আইরিশদের হারিয়ে আফগানরা গড়ে নতুন এক ইতিহাস। আফগানিস্তানের চেয়ে কম ম্যাচ খেলে প্রথম টেস্ট জয় পেয়েছে শুধু অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ও পাকিস্তানের পর নিজেদের দ্বিতীয় টেস্টে প্রথম টেস্ট জয়ের অনন্য কৃতিত্ব দেখাল আফগানিস্তান।

এমন ম্যাচ জয়ের পর আফগান দলের অধিনায়ক আসগর আফগান স্পিনার রশিদ খান, মোহম্মদ নবি, ব্যাটসম্যান ইহসানউলস্নাহ এবং সালামখেইলের ভুয়সী প্রশংসা করেন। আসগর বলেন, 'এই জয়, যুদ্ধবিধ্বস্ত আফগান জনগণের, আমাদের ক্রিকেট দলের এবং ক্রিকেট বোর্ডের জন্য। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে লক্ষ্যটা নাগালের মধ্যে রেখেছিলেন রশিদ খান। ব্যাট হাতে বাকি কাজ সারেন রহমত আর ইহসানউলস্নাহ।'

টেস্ট হেরে হতাশ আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড বলেন, 'আমরা প্রথম ইনিংসে স্বল্প রানে অলআউট হয়ে টেস্ট থেকে ছিটকে পড়েছি এবং সেটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।'

চতুর্থ দিন শুরু করেছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান ইহসানউলস্নাহ ১৬ ও রহমত ১ রান নিয়ে। দিনের তৃতীয় ওভারেই আউট হতে পারতেন ইহসানউলস্নাহ। জর্জ ডকরেলের বলে কাভারে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু ক্যাচটা তালুবন্দি করতে পারেননি স্টুয়ার্ট থম্পসন। সেই ক্যাচ ফেলার চরম মূল্যই দিতে হয়েছে আয়ারল্যান্ডকে। জীবন পেয়ে দলকে এগিয়ে নিয়েছেন ইহসানউলস্নাহ। তাকে যথাযথ সঙ্গ দেন রহমত। ইহসানউলস্নাহ-রহমতের ব্যাটে ৯ উইকেটেই ম্যাচ জিতে ফিরতে পারত আফগানিস্তান।

জয় থেকে যখন মাত্র ৩ রান দূরে ঠিক তখনই ক্যামেরন ডোওকে ডাউন দ্যা উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে সাজঘরে ফিরে যান রহমত (৭৬ রান)। তাতে ভাঙে ১৩৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। পরের বলে অযথাই দুই রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন মোহাম্মদ নবী ( ১ রান)। অবশ্য পরের বলেই স্কয়ার লেগ দিয়ে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন হাসমতউলস্নাহ শাহিদি। প্রথম ইনিংসে ২ রানের জন্য সেঞ্চুরি মিস করা রহমত এবার ১২২ বলে করেন ৭৬। তার ইনিংসে ছিল ১৩টি চার। দুই ইনিংসে অনবদ্য ব্যাটিং করে ম্যাচসেরা হয়েছেন তিনি। ১২৯ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৫ রানে অপরাজিত ছিলেন ইহসানউলস্নাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<41612 and publish = 1 order by id desc limit 3' at line 1