শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বপ্নের বিশ্বকাপে চোখ তাসকিনের

সত্যিকথা বলতে আমি বিশ্বকাপকে প্রাধান্য দিচ্ছি। কারণ বিশ্বকাপে খেলা আমার কাছে স্বপ্ন। আমি জানি না কাল সকালে ঘুম থেকে উঠে কি হবে। তবে অত লম্বা চিন্তা-ভাবনা করছি না। আমি মূলত প্রাধান্য দিচ্ছি শতভাগ ফিট হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া
নতুনধারা
  ২৪ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করে ফিরে এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলে। কিন্তু দুর্ভাগ্য মাঠে নামতে দেয়নি ডানহাতি পেসার তাসকিন আহমেদকে। বিপিএলেরই শেষ ম্যাচে অদ্ভুতভুড়েভাবে চোটে পড়ে ছিটকে যান মাঠের বাইরে। নিউজিল্যান্ড সফরে যেতে না পারায় ফিকে হতে থাকে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার স্বপ্ন। তবে এবার চোট থেকে সেরে উঠে জিইয়ে রাখছেন বিশ্বকাপে খেলার আশা। আর তাই তাড়াহুড়ো করে মাঠে নেমে দীর্ঘ ক্যারিয়ারে ঝুঁকি এলেও বিশ্বকাপটাই তার কাছে মূল অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

১২ ম্যাচে ২২ উইকেট, বিপিএলের ষষ্ঠ আসরটা দারুণভাবে পার করছিলেন তাসকিন। কিন্তু বাঁ গোড়ালিতে চোট পেয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। তবে বিশ্বকাপের আশা ছাড়ছেন না ডানহাতি এই পেসার। গত ১ ফেব্রম্নয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে শেষ ম্যাচে নিশ্চিত ছক্কা অকারণে আটকাতে গিয়ে বাউন্ডারি লাইনে লুটিয়ে পড়েন তাসকিন। গোড়ালির চোটে পরে ছিটকে যান নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টেস্ট দল থেকে।

আর সেদিনের সেই চোটে তাকে ক্রা্যচে ভর করেও হাঁটতে হয়েছিল। তবে মাস দেড়েকের পুনর্বাসনে এখন অনেকটাই সুস্থ তাসকিন। শুরু করে দিয়েছেন রানিং। দৌড়াতে স্বস্তিবোধ করলে শুরু করবেন বোলিং। শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং করতে এসে নিজের অবস্থার উন্নতি জানালেন এই পেসার, 'আলস্নাহ রহমতে এখন অবস্থা অনেক ভালো। আজকে আমার দ্বিতীয় রানিং সেশন হবে। আশা করি এভাবে স্মুথলি চলতে থাকলে খুব দ্রম্নত বোলিংও শুরু করতে পারব, তবে সেটা আস্তে আস্তে। রানিং এর ইন্টেনসিটি বাড়ছে। এখনো কোনো ব্যথা নেই। এভাবে স্মুথলি চলতে থাকলে খুব দ্রম্নতই বোলিং শুরু করা যাবে।'

চিকিৎসকের পরামর্শে চলতি মাসেই বোলিং শুরু করার কথা তার। আশায় আছেন খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগেও। তবে এসব কিছুই তাসকিন ভাবছেন বিশ্বকাপ ঘিরে। বিশ্বকাপে জায়গা পেতে তাই দ্রম্নত মাঠে ফিরতে মরিয়া তিনি। এতে কিছুটা তাড়াহুড়ো হয়ে ভবিষ্যৎ ঝুঁকি হলেও বিশ্বকাপকেই প্রাধান্য দিতে চান বলে জানিয়েছেন অকপটে, 'সত্যিকথা বলতে আমি বিশ্বকাপকে প্রাধান্য দিচ্ছি। কারণ বিশ্বকাপে খেলা আমার কাছে স্বপ্ন। আমি জানি না কাল সকালে ঘুম থেকে উঠে কি হবে। তবে অত লম্বা চিন্তা-ভাবনা করছি না। আমি মূল প্রাধান্য দিচ্ছি শতভাগ ফিট হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া।'

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম সারথি ছিলেন তাসকিন আহমেদ। চার বছর পর আরেকটি বিশ্বকাপে কোনোভাবেই দর্শক হিসেবে দেখতে চান না তিনি, 'আমি ২০১৫ বিশ্বকাপ খেলেছি। বিশ্বকাপে খেলার শান্তিটাই অন্যরকম। এখনো মনে পড়লে বিশ্বকাপের স্মৃতিগুলো খুবই ভালো লাগে। ২০১৯ সালে আরেকটা বিশ্বকাপ আসছে। সবার কাছে আমি দোয়া চাইব সুস্থ থেকে বিশ্বকাপে যাওয়া ও ভালো করার। বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করতে পারলে, সেটা অন্যরকম ফিলিং হবে, এটা বলে বোঝানো যাবে না।'

গত ১ ফেব্রম্নয়ারি মিরপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে লং অফে মোসাদ্দেক হোসেনের ক্যাচ নিতে গিয়ে গোড়ালিতে আঘাত পান সিলেট সিক্সার্সের এই পেসার। ইনজুরিতে নিউজিল্যান্ড সিরিজ মিস হলেও নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় আছেন তাসকিন। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের জন্য নির্বাচকদের দেয়া ৩০ জনের প্রাথমিক দলেও আছেন তিনি। ২০১৫ বিশ্বকাপ খেলা তাসকিন ইংল্যান্ডের আসরকে করেছেন পাখির চোখ,' এখনও মনে পড়লে বিশ্বকাপের স্মৃতিগুলো খুবই ভালো লাগে। ২০১৯ সালে আরেকটা বিশ্বকাপ আসছে, সবার কাছে দোয়া চাইব যেন সুস্থ থেকে বিশ্বকাপে গিয়ে সেখানে ভালো করতে পারি।'

তবে তার আগে ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে তাসকিনকে। এজন্য প্রাথমিক লক্ষ্য ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফেরা। সবকিছু ঠিক থাকলে সুপার লিগ পর্বে খেলার আশা এই তরুণ পেসারের, 'ফিজিওর পরিকল্পনা অনুযায়ী আমি সুপার লিগ খেলতে পারব। উন্নতি ভালো হলে এর আগেও খেলতে পারি। তবে তাড়াহুড়ো করতে চাই না, পুনর্বাসনটা ভালো মতো শেষ করেই ম্যাচে ফিরতে চাই।'

ফিট হলে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজেও খেলার সুযোগ পেতে পারেন তিনি। চোট কাটিয়ে এই চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত এমন প্রশ্নে তাসকিনের উত্তর, 'চ্যালেঞ্জ তো প্রত্যেক দিনই থাকে, শুধু এই সিরিজ বলে কথা না। ইনজুরি ও ফর্মহীনতার কারণে বছর খানিকের মতো জাতীয় দলে খেলিনি। বিষয়টা আমার জন্য একটু কঠিন হলেও বাস্তবতাও মানতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42448 and publish = 1 order by id desc limit 3' at line 1