শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবাহনীর দুর্গ জয় করতে চায় মোহামেডান

নতুনধারা
  ২৫ মার্চ ২০১৯, ০০:০০
ডিপিএলে এবারের আসরে সোমবার প্রথম লড়াইয়ে নামছে মোহামেডান ও আবাহনী। লড়াইয়ের আগে আবাহনী খেলোয়াড়দের অনুশীলন -বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

কাগুজে বাঘের যেমন তর্জন-গর্জন নেই, ভেতরটা ফাঁপা, কেবল আছে বাঘের মতো একটা আদল। ঢাকার ক্রিকেটে আবাহনী আর মোহামেডান ম্যাচও যেন এখন অনেকটাই তাই। কোনো এক যুগে প্রতিদ্বন্দ্বিতা ছিল, উত্তাপ ছিল। ম্যাচে থাকত ভরপুর গ্যালারি। দুই দলের সমর্থকদের উপস্থিতিতে স্নায়ুচাপে ভুগতেন খেলোয়াড়রা। তা আজ আর নেই। পুরনোর জেরেই এটি পায় বড় ম্যাচের তকমা। কিন্তু পুরো আবহেই তার তাপ নেই। এবারের মৌসুমের প্রথম আবাহনী-মোহামেডান ম্যাচের আগেও সেই ম্যাড়ম্যাড়ে ছবিই দিচ্ছে ঝাঁজ মিইয়ে যাওয়ার প্রমাণ।

তারপরও মোহামেডান-আবাহনীর লড়াই। প্রতিপক্ষ শক্তিশালী আবাহনী লিমিটেড। গত আসরের চ্যাম্পিয়ন তারা, চলতি আসরেও চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখারসমূহ সম্ভাবনাও রয়েছে তাদের। জাতীয় দলের ৮-৯ জন ক্রিকেটার দলে থাকায় টুর্নামেন্টের অন্যদলগুলোর চেয়ে বেশ খানিকটা এগিয়েই রয়েছে আবাহনী লিমিটেড। তাই চলতি ডিপিএল ক্রিকেটের ৬ষ্ঠ রাউন্ডে মোহামেডানের কাজটা সহজ হবে না মোটেও। মাশরাফি বিন মর্তুজাসহ সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাঈফউদ্দিন, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে জয়ে ফেরার মিশনে সোমবার খেলতে নামবে ঢাকার ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। লিগের প্রথম সাক্ষাতে আবাহনীর দুর্গ জয় করতে চায় মোহামেডান।

সোমবার সকাল ৯টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। পাঁচ ম্যাচের মধ্যে ৪টি জিতে পয়েন্ট টেবিলের সবার ওপরে আবাহনীর অবস্থান। সমান ম্যাচে ৩টিতে জিতে মোহামেডানের অবস্থান পঞ্চম।

সোমবার ম্যাচের আগে অবশ্য হালকা অনুশীলন করেছে দু'দল। আবাহনী অধিনায়ক জানালেন সেরা দলটাই নামাবেন তারা। নিউজিল্যান্ড সফরের পর বিশ্রাম শেষে মোহামেডানের হয়ে নামতে পারেন লিটন কুমার দাস। ম্রিয়মাণ বাস্তবতা সামনে রেখেও মোসাদ্দেক আর মঞ্জুরুল দুজনেই দিলেন দারুণ লড়াইয়ের আশা। কে জানে দারুণ রোমাঞ্চকর কোনো লড়াইই হয়তো হয়ে যাবে। ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে দর্শকদের নিভে যাওয়া আগ্রহেও হয়তো মিলবে নতুন জ্বালানি।

পরপর দুই ম্যাচ হারায় মোহামেডানের প্রাথমিক লক্ষ্য এখন জয়ে ফেরা। যে মিশনে তাদের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী আবাহনী। কোচ মঞ্জুর মতে দল হিসেবে খেলতে পারলেই আবাহনীকে হারানো সম্ভব তার দলের পক্ষে। রোববার মিরপুরের একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমে মঞ্জু বলেন, 'আবাহনীর বিপক্ষে দল হিসেবে যদি খেলতে পারে, তাহলে সেটাই হবে আমাদের শক্তির জায়গা।'

এ সময় উড়ন্ত সূচনার পর হুট করেই খেই হারিয়ে ফেলার ব্যাখ্যায় মঞ্জু বলেন, 'আসলে পেছনে ফিরে তাকালে দলের জন্য ভালো হবে না। আমাদের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। গত দুই ম্যাচে তা নিচের দিকে নেমেছে। সামনের ম্যাচটা আসলে গ্রাফ তৈরি করে দিবে না। পুরো টুর্নামেন্টের জন্য মাইলফলক হবে ম্যাচটি। আমরা ম্যাচ বাই পস্ন্যান করছি। পেছনের ম্যাচগুলো ওতটা সমস্যা সৃষ্টি করবে না।'

প্রতিপক্ষ শিবিরে জাতীয় দলের সব তারকারা থাকলেও নিজেদের পরিকল্পনা থেকে সরবে না মোহামেডান, এমনটাই জানালেন দলের কোচ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার মঞ্জুর ভাষ্যে, 'সামনের ম্যাচটা অন্য সবদিনের মতো হবে না। সামনের দিনটা হবে আলাদা দিন, আলাদা সবকিছু। সবদলেরই একটা পরিকল্পনা থাকে যেটা ঠিক করা হয় সব দিক বিবেচনা করেই। তাই প্রতিপক্ষ কাকে খেলাবে সেটা তাদের চিন্তা, আমাদের একাদশ নিয়ে আমাদের চিন্তা।'

আবাহনী-মোহামেডান ম্যাচের আকর্ষণ নিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত বললেন, 'আসলে সকালে প্র্যাকটিসে আসার পর মনে হয়েছে কাল (সোমবার) মনে হয় আবাহনী-মোহামেডান ম্যাচ। সবসময়ই শুনে আসছি দুই দলের খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হয়। সেই উত্তেজনা আসলে মাঠে পাওয়া যায় এখন। আবাহনীর একটা সাইড থাকত, মোহামেডানের একটা সাইড থাকত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42556 and publish = 1 order by id desc limit 3' at line 1