বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারীদের খেলা দেখার আহ্বান অভিনেত্রী জয়ার

মাঠে গিয়ে খেলা দেখলে আমাদের মেয়েরা আরও বেশি উৎসাহিত হবে এবং আমি নিশ্চিত যে তারা আরও অনেক অনেক বেশি ভালো করবে। মাঠে গিয়ে যদি খেলা দেখা সম্ভব নাও হয় অন্তত টিভির পর্দায় বসে খেলা দেখুন
ক্রীড়া প্রতিবেদক
  ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০
কয়েকদিন পরই শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই আয়োজনের শুভেচ্ছা দূত। শুক্রবার বাফুফে একাডেমিতে আয়োজিত ওমেন্স ডে উদযাপনে ফটোসেশনে খেলোয়াড়দের সঙ্গে অংশ নেন তিনি -ওয়েবসাইট

কয়েকদিন পরই শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এ আয়োজনের শুভেচ্ছা দূত। ইতোমধ্যে তিনি কিশোরী খেলোয়াড়দের উৎসাহ জোগানো, তাদের পাশে থাকার মতো বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। শুক্রবার রাজধানীর বাড্ডার বেরাইদে বিএফএফ এলিট একাডেমিতে ওমেন্স ফুটবল ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টটির শুভেচ্ছা দূত অভিনেত্রী জয়া আহসান।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সঙ্গে জড়িত হতে পেরে নিজেকে গর্বিত মনে করে জয়া আহসান বলেন, 'আমার খুব ভালো লাগছে। আমি বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদী। এমন একটি উদ্যোগ নেয়ার জন্য ও বাংলাদেশের মেয়েদের এমন একটি পস্ন্যাটফর্ম তৈরি করে দেয়ার জন্য বাফুফে ও কে-স্পোর্টস কে ধন্যবাদ জানান।

মাঠে গিয়ে খেলা দেখতে বাংলাদেশের দর্শকদের আহ্বান জানিয়ে জয়া বলেন, 'মাঠে গিয়ে খেলা দেখলে আমাদের মেয়েরা আরও বেশি উৎসাহিত হবে এবং আমি নিশ্চিত যে তারা আরও অনেক অনেক বেশি ভালো করবে। মাঠে গিয়ে যদি খেলা দেখা সম্ভব নাও হয় অন্তত টিভির পর্দায় বসে খেলা দেখুন।'

সবশেষে তিনি বাংলাদেশের মেয়েদের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। যেখানে নারী ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে যোগ দেন ঢাকা সফরকারী দুই কলম্বিয়ান মহিলা ফুটবলার ক্যাথরিন ফ্যাবিওয়ালা ও জেসিকা হার্তাদো।

প্রথমবারের মতো শুরু হতে যাওয়া বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের প্রচার-প্রচারণার অংশ হিসেবে ওমেন্স ফুটবল ডে আয়োজন করেছে বাফুফে। এ আয়োজনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বিকেএসপি বাদেও সারাদেশের প্রায় ১৫০ জন নারী ফুটবলারের উপস্থিতি দেখা গেছে। যারা হাসি-আনন্দে মাতিয়ে রেখেছে পুরো মাঠ। দুই কলম্বিয়ান ফুটবলারকে কাছে পেয়ে মজা করার পাশাপাশি নানান কিছু শেখারও চেষ্টা করছেন তারা।

এরই মাঝে এক পর্যায়ে দেখা যায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সি পরা এক বাচ্চাকে ঘাড়ে ফুটবল নিয়ন্ত্রণে রাখার কৌশল শেখাচ্ছেন তারা। বাচ্চাটি প্রথমে পারছিল না, তবু তারা দমে যাননি। কীভাবে ঘাড় নুইয়ে রাখলে ফুটবল ঠিকভাবে থাকবে তা দেখিয়ে পুনরায় বলটি রাখার চেষ্টা করেন।

কলম্বিয়ান দুই ফুটবলার কী পরামর্শ দিলেন তা জানতে চাওয়া হলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, 'উনারা আমাদের বলেছেন ভালো খেলোয়াড় হতে চাইলে পরিশ্রম করতে হবে। ঠিকঠাক ঘুমাতে হবে, খাওয়া-দাওয়া ঠিক রাখতে হবে। অনুশীলন করতে হবে নিয়মিত, সবকিছু ভালোভাবে মেইনটেন করতে হবে। এগুলো করতে পারলে ভালো খেলোয়াড় হতে পারব।'

এ সময় প্রথমবারের মতো হতে যাওয়া বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ব্যাপারে তিনি বলেন, 'এই প্রথমবার বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল শুরু হচ্ছে। আমরা আগে এটা পাইনি। আমরা চেষ্টা করবো বঙ্গমাতায় ভালো কিছু করার। সে চেষ্টাই থাকবে আমাদের।'

কিশোরীদের নিয়ে আন্তর্জাতিক এই টুর্নামেন্টকে ভিন্নমাত্রা দিতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নারী ফুটবল জাগরণের জন্য এই দুইজন ফুটবল বিশেষজ্ঞকে নিয়ে আসা হয়েছে।

আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে বাংলাদেশসহ মঙ্গোলিয়া, তাজাকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তানের অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করবে। ফুটবল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আরটিভি ও নাগরিক টিভি। ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে থাকছে ইউনিসেফ।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আরটিভি এবং কে স্পোর্টসের উদ্যোগে সাতটি নাটক নির্মিত হয়েছে। 'এগিয়ে যাওয়ার নেই মানা' শিরোনামে সাত নারী নির্মাতা নাটকগুলো নির্মাণ করেছেন। যেগুলো আরটিভির পর্দায় প্রচারিত হচ্ছে ৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45227 and publish = 1 order by id desc limit 3' at line 1