বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ভয় ব্রায়ান লারার!

নতুনধারা
  ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলসের মর্যাদাপূর্ণ আসরের আগে দলগুলোর সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা। রের্কডের বরপুত্র হিসেবে খ্যাত ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা বিশ্বকাপ নিয়ে তার ভাবনা তুলে ধরেছেন। তিনি ফেভারিটের তকমা দিলেন ইংল্যান্ড আর ভারতকে এবং দল দুটিকে নিশ্চিত সেমিফাইনালের টিকিটই দিয়ে দিলেন। তার মতে এবারের উইন্ডিজ দল বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। তবে বাংলাদেশ আর আফগানিস্তানকে নিয়ে ভীষণ শঙ্কায় আছেন লারা। তিনি মনে করেন এই দুটি দল বেশ বিপজ্জনক। আর এদের কাছে হেরে বসলে ওয়েস্ট ইন্ডিজের সব কিছুই শেষ অর্থাৎ সেমিফাইনাল খেলার স্বপ্নই ভেস্তে যাবে।

শুক্রবার ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রায়ান লারা বলেন, 'ইংল্যান্ড আর ভারতকে নিশ্চিত সেমিফাইনালে দেখছি। তবে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকেও সেমিফাইনালে দেখতে চাচ্ছি। এজন্য উইন্ডিজদের ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে হবে। আগেও দেখেছি শক্তিধর ইংল্যান্ড আর ভারতকে হারাতে সক্ষম আমরা কিন্তু তার পরেই আবার দেখেছি তারা বাংলাদেশের কাছে হেরে বসেছে।'

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড লারা আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেছেন। লারা আরও বলেন, 'ইংল্যান্ডের কন্ডিশন ভিন্ন ধর্মী। সহসাই রূপ পাল্টে ফেলে। এটা অবশ্যই মজার ব্যাপার। যখন আমি ইংল্যান্ডে খেলেছি সেখানে আমি দারুণ উপভোগ করেছি। তবে ইংলিশ কন্ডিশনে ভালো করতে হলে প্রতিটি দলকে নিজেদের সামর্থ্য, নিজেদের সীমাবদ্ধতা এবং প্রতিকূল পরিস্থিতিতে এই কন্ডিশনকে কাজে লাগানোর ওপরই তাদের সাফল্য নির্ভর করছে। ইংল্যান্ডের পরিবেশ এমন যে, আপনি মেঘাচ্ছন্ন আকাশের নিচে ব্যাটিং করছেন, তখন হয়তো পিচটি আর্দ্র ছিল এর ঘণ্টা দুই পরেই দেখবেন পিচটি শুষ্ক হয়ে গেছে। আপনি যতদ্রম্নত মানিয়ে নিতে পারবেন তখনই আপনি সফল হতে পারবেন।'

সাধারণত প্রত্যকে দলের প্রথম এক বা দুই ম্যাচ খেলার পর আমি বাছাই করি সেমিফাইনালিস্ট। তবে এবার আমি আগেভাগেই বলে দিলাম নিঃসন্দেহে ইংল্যান্ড আর ভারত। ইংলিশদের ব্যাপারে মজা করে বলেন, 'সাধারণত তাদের পেছনে আমি কোনো ঝুঁকি নেই না কারণ গুরুত্বপূর্ণ ম্যাচ হারতে কখনও তারা ভুল করে না। তারপরেই স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, এবার তারা দুর্দান্ত। আমি বিশ্বাস করি ইংল্যান্ড আর ভারত এই দুই দল নিঃসন্দেহে সেমিফাইনাল খেলবে।'

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা নিয়ে লারার বক্তব্য, 'গত দুটি টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ছিল চমকে ভরা। তারা সবসময়ই প্রতিপক্ষের নজরে থাকে। তারা যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই আমার মনে হয় না, কোনো দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই চিন্তা করবে আমরা জিতে গিয়েছি।'

মুদ্রার উল্টো পিঠও দেখালেন তিনি, 'অন্যদিকে আবার আমাদের শোচনীয় হারের সক্ষমতাও আছে। তাই অবাক করা উপাদানের দুটো দিকই আছে ওয়েস্ট ইন্ডিজের। একটা বিষয় কিন্তু বিস্ময়ের, আমাদের খেলোয়াড়রা বিশ্বে আলাদা আলাদা ফ্রাঞ্চাইজি লিগ খেললেও দল হিসেবে তারা এক হয়ে খেলতে জানে। আমাদের দুটি টি২০ শিরোপা তার প্রমাণ। ঐক্য এখানে মূল বিষয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46242 and publish = 1 order by id desc limit 3' at line 1