শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

কক্সবাজারে ওয়ালটন জাতীয় সার্ফিং

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৬-২৮ এপ্রিল কক্সবাজারের লাবণী পয়েন্টে ওয়ালটন পঞ্চম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অন্তত ১৫০ জন সার্ফার অংশগ্রহণ করবেন। পুরুষ, মহিলা ও জুনিয়র বিভাগে প্রতিযোগীরা ৯টি পদকের জন্য লড়াই করবেন। ওই প্রতিযোগিতায় আমেরিকার হাওয়াই সিটিতে অবস্থিত এসটিএন (সার্ফিং দ্য নেশনস) সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে স্বনামধন্য সার্ফাররা উপস্থিত থাকবেন। অন্যান্য বছরের ন্যায় এবারও এসটিএন'র ২০ সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে এবং কক্সবাজারে তারা স্থানীয় সার্ফারদের প্রশিক্ষণ দিচ্ছে।

জাতীয় সার্ফিং প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন, সহসভাপতি মো. জেহাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বক্তব্য রাখেন। এছাড়া হসপিটালিটি পার্টনার নিসর্গ রিসোর্টের ম্যানেজিং পার্টনার মো. ফজলে রাব্বী খান, বিএসএ সদস্য বদরুল আলম খোকন উপস্থিত ছিলেন।

মন্টেকার্লোর শিরোপা

জিতলেন ফগনিনি

ক্রীড়া ডেস্ক

মন্টেকার্লো মাস্টার্সের শিরোপা জিতে নিয়েছেন ইটালির ফগনিনি। রবিবার রাতে ফাইনালে তিনি সার্বিয়ান তরকা লাজেভিচকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে এই কৃতিত্ব গড়েন। ইতালির কেউ এই প্রথম মাস্টার্স ১০০০ সিরিজের প্রথম শিরোপা জিতলো ৪১ বছর পর। এর আগে ইটালির নিকোলা পিয়েত্রাজেনি এই শিরোপা জিতেছিলেন ১৯৬৮ সালে।

বিশ্বর্ যাংকংিয়ের ১৮ নম্বর তারকা ইটালির ফগনিনি মন্টে কালো মাস্টার্সে এসেছিলেন টানা পাঁচ ম্যাচ হারের তিক্ত স্বাদ নিয়ে। কিন্তু এই টুর্নামেন্টে খেলতে নেমেই যেন নিজের টেনিস ক্যারিয়ারের সেরা ফর্ম খুজে পান ফগনিনি। সেমিতে হারিয়েছিলেন গত ১১ আসরের চ্যাম্পিয়ন ও ক্লে কোর্টের সম্রাট হিসেবে খ্যাত রাফায়ের নাদালকে।

এই শিরোপা জয়ের ফলে ফগনিনির্ যাংকিংয়েরও উন্নতি হয়েছে। তিনি ৭ ধাপ এগিয়ে এখন ১১ নম্বরে অবস্থান করছেন।

পাকিস্তান দলে ইয়াসির ও আমির!

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের আগে ইংল্যান্ডে পাঁচটি প্রস্তুতিমূলক ওয়ানডে ও ১টি টি২০ সিরিজ খেলবে পাকিস্তান। ঘোষিত দলে লেগ স্পিনার শাদাব খানের নামটি থাকলেও হঠাৎ করেই তিনি হেপাটাইটিস সিতে আক্রান্ত হওয়ায় সিরিজে খেলা হচ্ছে না তার। শাদাবের বদলি হিসেবে ইংল্যান্ডে যাবেন আরেক লেগস্পিনার ইয়াসির শাহ। এদিকে আমিরের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছিল সেটাও দূর হয়েছে। অবশেষে তাকে বিশ্বকাপের স্ট্যান্ডবাই খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম উল হক সোমবার বলেন, 'শাদাব খানের রক্ত পরীক্ষার পর হেপাটাইটিস-সি ভাইরাস পাওয়া গেছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শাদাব খানের খেলা হচ্ছে না। ভাইরাস সংক্রমণের কারণে তার চিকিৎসা প্রয়োজন। সেজন্য চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এদিকে আমরা মোহম্মদ আমিরকে বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই খেলোয়াড়ের তালিকায় রেখেছি।'

শাদাব খান পাকিস্তানের ঘোষিত বিশ্বকাপ দলেরও সদস্য। আচমকা অসুস্থ হয়ে পড়ার পরও তাকে যথাসময়ে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইনজামাম। তিনি বলেন, 'এখনো সময় আছে। বিশেষ করে বিশ্বকাপে কোনো পরিবর্তন আনতে যে সময় বেঁধে দেয়া হয়েছে তাতে সময় বাকি ৫ থেকে ৬ সপ্তাহ। শাদাব খানকে প্রয়োজন বলেই তাকে ইংল্যান্ডে চিকিৎসা করাবে পাকিস্তান।'

শাদাব খান যদি যথাসময়ে সুস্থ হতে নাই পারেন। সেক্ষেত্রে যাদের বিবেচনায় নেয়া হচ্ছে তাদের মধ্যে বামহাতি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও আছেন। বিশ্বকাপের আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ৫ মে একমাত্র টি২০ দিয়ে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46441 and publish = 1 order by id desc limit 3' at line 1