বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বদলার ম্যাচে জয় চায় শেখ জামাল

১৫ রাউন্ড শেষে মাঝে একটু সময় পাওয়া গেছে। নতুন যারা যোগ দিয়েছে তাদের সঙ্গে অন্যদের কম্বিনেশন করতে এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করেছিল। আমাদের হারানোর কিছু নেই। সব ম্যাচেই পজেটিভ খেলব। জয় অবশ্যই লক্ষ্য
ক্রীড়া প্রতিবেদক
  ১৬ মে ২০১৯, ০০:০০

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ১৫তম রাউন্ড শুরু হতে যাচ্ছে আজ থেকে। ১৪ রাউন্ড শেষে ৫ দিনের বিরতি পেয়ে সেই সময়টুকু কাজে লাগিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষ হিসেবে আবারও মুক্তিযোদ্ধাকে পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম লেগে যাদের বিপক্ষে ৩-০ গোলের হারের তিক্ত অভিজ্ঞতা আছে ধানমন্ডির জায়ান্টদের। ম্যাচটিকে সরাসরি বদলার ম্যাচ না বললেও জয় নিয়েই মাঠ ছাড়ার প্রত্যাশা জামালের কোচ শফিকুল ইসলাম মানিকের।

মাঝারি মানের দল নিয়ে গত আসরে প্রিমিয়ার লিগের রানার্স আপ হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু এবার হাইতিয়ান কোচ জোসেফ আফুসির তত্ত্বাবধানে প্রথম পর্বেই পিছিয়ে গেছে শেখ জামাল। মধ্যবর্তী দল বদলে শেখ জামালের ডাগ আউটেও তাই পরিবর্তনের ছোঁয়া। এবার স্থানীয় কোচ শফিকুল ইসলাম মানিকেই ভরসা ধানমন্ডির ক্লাবটির। তবে বাস্তবতা মেনে নিয়ে সত্যটা স্বীকার করে নিলেন মানিক। এখন যে অবস্থানে শেখ জামাল। তাতে করে আর শিরোপা রেসে থাকা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। কারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবারের লিগটিতে শিরোপার অন্যতম দাবিদার নবাগত বসুন্ধরা কিংস আর লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। যে গতিতে এই দুই দল এগিয়ে যাচ্ছে। তাতে করে লিগ শেষে প্রথম আর দ্বিতীয় স্থানে এই দুই দলের কোন একটিরই থাকার সম্ভাবনাটা বেশি। এরপরের অবস্থানেই আছে আরেক শক্তিধর ক্লাব শেখ রাসেল। উপরের দুই ক্লাবের কোনো একটির যদি কোনোভাবে পা ফসকেও যায় তাহলে সেই স্থানটিতে রাসেলের থাকার সম্ভবনা রয়েছে। আর সে কারণেই জামালের কোচ মানিক জানালেন লিগ-শিরোপা বা রানার্স আপ হবার স্বপ্ন নয়। এখন যতটা সম্ভব উপরের স্থানে থেকে লিগ শেষ করতে পারাটাই এখ ন জামালের লক্ষ্য।

\হআজ ৪টি ম্যাচের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিকাল ৪টার ম্যাচটি নিয়ে বেশি আগ্রহ দর্শকদের মধ্যে। যে ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। প্রথম লেগে মুক্তির বিপক্ষে ৩-০ গোলে হেরে গিয়েছিলো ধানমন্ডির জায়ান্টরা। সরাসরি প্রতিশোধের ম্যাচ না বললেও মুক্তিযোদ্ধার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ার লক্ষ্য জামালের কোচের।

এ প্রসঙ্গে শফিকুল ইসলাম মানিক বলেছেন, 'চ্যাম্পিয়নশিপের আশা নেই। বর্তমানে টেবিলে যে অবস্থানে আছি তার থেকে আরেকটু ভালো করতে পারলে তাতেই খুশি।'

তিনি আরও বলেন, '১৫ রাউন্ড শেষে মাঝে একটু সময় পাওয়া গেছে। নতুন যারা যোগ দিয়েছে তাদের সঙ্গে অন্যদের কম্বিনেশন করতে এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করেছিল। আমাদের হারানোর কিছু নেই। সব ম্যাচেই পজেটিভ খেলব। জয় অবশ্যই লক্ষ্য।' শেখ জামালে ২০১৬ সালে দায়িত্ব নিয়েছিলেন মানিক। আবারও একই ক্লাবের ডাগ আউটে। ক্লাব ভরসা করেছে বলেই আবারও ফেরা। আস্থার প্রতিদান দিয়ে এবার শেখ জামালকে কত তম অবস্থানে নিয়ে যেতে চান? মানিকের উত্তর, 'বাস্তবতাটা হলো প্রথম লেগ থেকেই আমাদের সঙ্গে উপরের সারির দলগুলোর ১৭-২০ পয়েন্ট এর পার্থক্য হয়ে গেছে। যে কারণে সম্মানজনক অবস্থানে থেকে থেকে লিগ শেষ করতে পারলেই আমরা খুশি।'

জামালের কোচ হিসেবে কততম অবস্থানে থেকে লিগ শেষ করতে পারলে খুশি থাকবেন? জানতে চাইলে মানিক বলেছেন, 'আমি এখনই কোন লক্ষ্য স্থির করছি না। প্রতিটি ম্যাচে ভালো খেলে যতটা সম্ভব উপরে যাওয়া যায়। তাতেই আমি খুশি হবো।'

এছাড়া ১৫তম রাউন্ডের প্রথমদিনে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই জামালের ম্যাচের পর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম আবাহনী খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। একই দিনে ঢাকার বাইরে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বিকাল ৪টায় সাইফ স্পোর্টিংয়ের প্রতিপক্ষ টিম বিজেএমসি। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শেখ রাসেলের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<49637 and publish = 1 order by id desc limit 3' at line 1