শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানদের কাছে পাকিস্তানের লজ্জার হার

নতুনধারা
  ২৬ মে ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের মূল পর্বের আগে শুক্রবার থেকে প্রস্তুতি পর্বের খেলাগুলো শুরু হয়েছে। নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ এই প্রস্তুতি ম্যাচগুলো। আর তাতে লজ্জার হার দিয়ে শুরু করেছে পাকিস্তান। আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে তারা। দক্ষিণ আফ্রিকা অবশ্য দাপুটে জয় পেয়েছে শ্রীলংকার বিপক্ষে। লংকানদের ৮৭ রানে হারিয়েছে প্রোটিয়ারা।

ব্রিস্টলে টস জিতে পাকিস্তানের শুরুটা ছিল দেখেশুনে। উমাম উল হক ও ফখর জামানের ব্যাটে ভালো সূচনা পেলেও লম্বা হয়নি তাদের ইনিংস। ১০০ রানে ৪ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ভীষণ চাপে ফেলে দেয় আফগানিস্তান। তারপরও লড়াকু এক ইনিংস উপহার দিয়েছেন বাবর আজম। তার শতক হাঁকানো ইনিংস ও মিডল অর্ডারে শোয়েব মালিকের ৪৪ রানে ভর করেই সমৃদ্ধ স্কোর বোর্ড পায় পাকিস্তান। শোয়েব ৪৪ রানে ফিরে গেছেন। তবে বাবর আজম ১১২ রানে ফিরে গেলে আপাতদৃষ্টিতে লড়াই এখানেই শেষ হয় পাকিস্তানের। ৪৭.৫ ওভারে তারা অলআউট হয় ২৬২ রানে। অফগানদের পক্ষে তিনটি উইকেট নেন মোহাম্মদ নবী, দুটি নেন রশিদ খান ও দাওলাত জাদরান।

২৬৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা আফগানিস্তান জয়ের বন্দরে পৌঁছেছে টপ অর্ডারের মিলিত ভূমিকায়। ওপেনার শাহজাদ রিটায়ার্ড হার্ট হলেও আরেক বিধ্বংসী ওপেনার হজরতউলস্নাহ জাজাই ছিলেন আগ্রাসী ভঙ্গিমায়। ২৮ বলে বিদায় নেয়ার আগে করেন ৪৯ রান। এরপর মূলত হাশমতউলস্নাহ শহীদির অপরাজিত ৭৪ রানেই জয়ের বন্দরে পৌঁছেছে তারা। শেষ দিকে পাকিস্তান বেশ কিছু উইকেট তুলে চাপ সৃষ্টি করলেও শহীদির ব্যাটে জয়ের পথে থেকেছে আফগানিস্তান। ৭ উইকেট হারিয়ে তারা জয় নিশ্চিত করে ৪৯.৪ ওভারে।

শ্রীলংকার বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

অপর ম্যাচে টস হেরেও ব্যাটসম্যানদের দারুণ পারফরম্যান্সে ৭ উইকেটে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার হাশিম আমলা ৬৫ ও পরে অধিনায়ক ফ্যাফ ডু পেস্নসিস ৬৯ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে বড় স্কোরের মঞ্চ গড়ে দিয়েছেন। আর শেষ দিকে ক্রিস মরিসের ১৩ বলের ২৬ রানের মিনি ঝড় বড় সংগ্রহ পেতে দারুণ ভূমিকা রেখেছে।

জবাবে লংকানদের ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন শুধু অধিনায়ক দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৮৭ রানের লড়াকু ইনিংস উপহার দিয়েছেন করুনারত্নে। তার বিদায়ের পরই ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলংকা। ম্যাথুজ ৬৪ রান করে লড়াই করার চেষ্টা করলেও তার বিদায়ের পর সেভাবে আর কেউ লংকানদের হয়ে প্রতিরোধ গড়তে পারেননি। ৪২.৩ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪টি উইকেট নিয়ে সেরা বোলার আন্দিলে ফেলুকওয়ায়ো। দুটি নেন লুংগি এনগিডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<51147 and publish = 1 order by id desc limit 3' at line 1